ETV Bharat / bharat

কোভিড পজ়িটিভ শশিকলা, শারীরিক অবস্থার অবনতি

শারীরিক অবস্থার অবনতি হল ভিকে শশিকলার। বৃহস্পতিবারই তাঁর কোভিড পজ়িটিভ রিপোর্ট আসে।

vk-sasikalas-health-deteriorates
কোভিড পজিটিভ শশিকলা, শারীরিক অবস্থার অবনতি
author img

By

Published : Jan 22, 2021, 2:25 PM IST

বেঙ্গালুরু, 22 জানুয়ারি: শারীরিক অবস্থার অবনতি হল বহিষ্কৃত AIADMK নেত্রী ভিকে শশিকলার। বৃহস্পতিবারই তাঁর কোভিড পজ়িটিভ রিপোর্ট আসে। এরপর আজ তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অবস্থার আরও অবনতি হয়। তবে ডাক্তাররা জানিয়েছেন, চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন শশিকলা।

বোওরিং হাসপাতালে ভরতি ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার সহকারী শশিকলা। সেখানে সিটি স্ক্যানের সুবিধে না-থাকায় এবং নিরাপত্তার ঘাটতি থাকায় বৃহস্পতিবার ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় 63 বছরের শশিকলাকে। তাঁকে হাসপাতালে দেখতে যান তাঁর দত্তক নেওয়া ছেলে দিনাকরণ। তিনি জানান, তাঁর মায়ের শ্বাসকষ্ট-সহ অন্যান্য আরও বেশকিছু সমস্যা রয়েছে। আপাতত তাঁকে দেখতে ভক্তরা যাতে হাসপাতালে না-যান, সেই আর্জি জানিয়েছেন দিনাকরণ।

এর আগে, বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগারের হাসপাতালেই চিকিত্‍‌সা চলছিল শশিকলার। পরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বোওরিং হাসপাতালে। সেখান থেকেই ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

আরও পড়ুন: বিশ্বের কোরোনা টিকার হাব ভারত, আবেদন এসেছে 92 দেশ থেকে

66 কোটি টাকার বেআইনি সম্পত্তির মামলায় 2017 সালের ফেব্রুয়ারিতে চার বছরের কারাদণ্ড হয়েছিল শশিকলার। তার পর থেকেই পারাপ্পানা আগ্রাহারা সংশোধনাগারে ছিলেন তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর আরোগ্য কামনা করেছেন ভক্তরা।

বেঙ্গালুরু, 22 জানুয়ারি: শারীরিক অবস্থার অবনতি হল বহিষ্কৃত AIADMK নেত্রী ভিকে শশিকলার। বৃহস্পতিবারই তাঁর কোভিড পজ়িটিভ রিপোর্ট আসে। এরপর আজ তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অবস্থার আরও অবনতি হয়। তবে ডাক্তাররা জানিয়েছেন, চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন শশিকলা।

বোওরিং হাসপাতালে ভরতি ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার সহকারী শশিকলা। সেখানে সিটি স্ক্যানের সুবিধে না-থাকায় এবং নিরাপত্তার ঘাটতি থাকায় বৃহস্পতিবার ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় 63 বছরের শশিকলাকে। তাঁকে হাসপাতালে দেখতে যান তাঁর দত্তক নেওয়া ছেলে দিনাকরণ। তিনি জানান, তাঁর মায়ের শ্বাসকষ্ট-সহ অন্যান্য আরও বেশকিছু সমস্যা রয়েছে। আপাতত তাঁকে দেখতে ভক্তরা যাতে হাসপাতালে না-যান, সেই আর্জি জানিয়েছেন দিনাকরণ।

এর আগে, বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগারের হাসপাতালেই চিকিত্‍‌সা চলছিল শশিকলার। পরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বোওরিং হাসপাতালে। সেখান থেকেই ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

আরও পড়ুন: বিশ্বের কোরোনা টিকার হাব ভারত, আবেদন এসেছে 92 দেশ থেকে

66 কোটি টাকার বেআইনি সম্পত্তির মামলায় 2017 সালের ফেব্রুয়ারিতে চার বছরের কারাদণ্ড হয়েছিল শশিকলার। তার পর থেকেই পারাপ্পানা আগ্রাহারা সংশোধনাগারে ছিলেন তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর আরোগ্য কামনা করেছেন ভক্তরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.