ETV Bharat / bharat

শিশু দিবসে 'ভারতের কনিষ্ঠতম শহিদ'-এর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার শেহবাগের - Indias youngest martyr Baji Rout's photo

ওড়িশার নীলকণ্ঠপুর গ্রামের ঢেনকানল জেলায় গরিব পরিবারে 1926 সালে 5 অক্টোবর জন্মগ্রহণ করে বাজি রাউত ৷ শিশু দিবসে বাজি রাউতের ছবি শেয়ার করলেন বীরেন্দ্র শেহবাগ ৷ 1938 সালে বাজিকে গুলি করে হত্যা করে ব্রিটিশ পুলিশকর্মী ৷

baji
author img

By

Published : Nov 14, 2019, 5:19 PM IST

দিল্লি, 14 নভেম্বর : শিশু দিবসে বীরেন্দ্র শেহবাগ সোশাল মিডিয়ায় 'ভারতের কনিষ্ঠতম শহিদ' বাজি রাউতের ছবি শেয়ার করলেন ৷ ব্রিটিশ পুলিশের নির্দেশ অমান্য করায় 1938 সালে গুলি করে হত্যা করা হয়েছিল 12 বছর বয়সী বাজিকে ৷

সোশাল মিডিয়ায় বাজি রাউতের সম্পর্কে কিছু কথাও লেখেন প্রাক্তন ক্রিকেটর বীরেন্দ্র শেহবাগ ৷ তিনি লেখেন , "বাজি রাউত নৌকা চালাত ৷ সে শুনেছিল ব্রিটিশ পুলিশ নিজেদের স্বার্থে নির্দোষ ভারতীয়দের হত্যা করছে ৷ তাদের আটকানোর প্রয়োজন ছিল ৷ কারণ বাজি জানত নদীর ওপারে গ্রামে গিয়ে আরও অনেককে হত্যা করতে পারে ব্রিটিশ পুলিশ ৷ ব্রিটিশ পুলিশরা বাজিকে বলেছিল নৌকায় ব্রাহ্মণী নদী পার করিয়ে দিতে । কিন্তু বাজি সেই নির্দেশ পালন করতে অস্বীকার করে ৷ এরপরই তাকে গুলি করে হত্যা করে ব্রিটিশ পুলিশ ৷ বাজির মাথায় গুলি করে এক ব্রিটিশ পুলিশকর্মী ৷ "

ওড়িশার নীলকণ্ঠপুর গ্রামের ঢেনকানল জেলায় গরিব পরিবারে 1926 সালে 5 অক্টোবর জন্মগ্রহণ করে বাজি রাউত ৷ গতমাসে বালির জন্মবার্ষিকী উপলক্ষে বালি ভাস্কর সুদর্শন পটনায়েক তাকে শ্রদ্ধা জানিয়ে পুরির সৈকতে বালির ভাস্কর্য তৈরি করেন ৷

  • 5th October 1926, one of our youngest and greatest freedom heroes was born at Dhenkanal, Odisha. Tributes to the great #BajiRout on his birth anniversary. His story of courage , selflessness and valour needs to be known to every child. Superhero . One of my SandArt at puri beach. pic.twitter.com/Z6ndTZVRwu

    — Sudarsan Pattnaik (@sudarsansand) October 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 14 নভেম্বর : শিশু দিবসে বীরেন্দ্র শেহবাগ সোশাল মিডিয়ায় 'ভারতের কনিষ্ঠতম শহিদ' বাজি রাউতের ছবি শেয়ার করলেন ৷ ব্রিটিশ পুলিশের নির্দেশ অমান্য করায় 1938 সালে গুলি করে হত্যা করা হয়েছিল 12 বছর বয়সী বাজিকে ৷

সোশাল মিডিয়ায় বাজি রাউতের সম্পর্কে কিছু কথাও লেখেন প্রাক্তন ক্রিকেটর বীরেন্দ্র শেহবাগ ৷ তিনি লেখেন , "বাজি রাউত নৌকা চালাত ৷ সে শুনেছিল ব্রিটিশ পুলিশ নিজেদের স্বার্থে নির্দোষ ভারতীয়দের হত্যা করছে ৷ তাদের আটকানোর প্রয়োজন ছিল ৷ কারণ বাজি জানত নদীর ওপারে গ্রামে গিয়ে আরও অনেককে হত্যা করতে পারে ব্রিটিশ পুলিশ ৷ ব্রিটিশ পুলিশরা বাজিকে বলেছিল নৌকায় ব্রাহ্মণী নদী পার করিয়ে দিতে । কিন্তু বাজি সেই নির্দেশ পালন করতে অস্বীকার করে ৷ এরপরই তাকে গুলি করে হত্যা করে ব্রিটিশ পুলিশ ৷ বাজির মাথায় গুলি করে এক ব্রিটিশ পুলিশকর্মী ৷ "

ওড়িশার নীলকণ্ঠপুর গ্রামের ঢেনকানল জেলায় গরিব পরিবারে 1926 সালে 5 অক্টোবর জন্মগ্রহণ করে বাজি রাউত ৷ গতমাসে বালির জন্মবার্ষিকী উপলক্ষে বালি ভাস্কর সুদর্শন পটনায়েক তাকে শ্রদ্ধা জানিয়ে পুরির সৈকতে বালির ভাস্কর্য তৈরি করেন ৷

  • 5th October 1926, one of our youngest and greatest freedom heroes was born at Dhenkanal, Odisha. Tributes to the great #BajiRout on his birth anniversary. His story of courage , selflessness and valour needs to be known to every child. Superhero . One of my SandArt at puri beach. pic.twitter.com/Z6ndTZVRwu

    — Sudarsan Pattnaik (@sudarsansand) October 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Bandipora (J-K), Nov 11 (ANI): Two terrorists have been neutralised by the security forces in Bandipora district of Jammu and Kashmir on November 11. The gun fight took place in Lawdara village. Arms and ammunition have also been seized. According to IGP of Kashmir zone, S.P Pani, the operation was based on specific information and both terrorists were linked to Lashkar-e-Taiba. One terrorist has been identified and probe is underway.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.