ETV Bharat / bharat

স্থিতিশীল অরুণ জেটলি, দেখতে গেলেন উপরাষ্ট্রপতি - Arun Jaitley

আজ সকালে উপরাষ্ট্রপতি অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান । এরপর তাঁর অফিস থেকে জানানো হয়, চিকিৎসকরা উপরাষ্ট্রপতিকে জানিয়েছেন যে অরুণ জেটলির অবস্থা এখন স্থিতিশীল ।

স্থিতিশীল অরুণ জেটলি, দেখতে গেলেন উপরাষ্ট্রপতি
author img

By

Published : Aug 10, 2019, 9:45 AM IST

Updated : Aug 10, 2019, 9:50 AM IST

দিল্লি, 10 অগাস্ট : প্রাক্তন মন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর অফিস । আজ সকালে উপরাষ্ট্রপতি অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান । এরপর তাঁর অফিস থেকে জানানো হয়, চিকিৎসকরা উপরাষ্ট্রপতিকে জানিয়েছেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন জেটলি । তাঁর অবস্থা এখন স্থিতিশীল ।

আশঙ্কাজনক অবস্থায় গতকাল হাসপাতালে ভরতি করা হয় অরুণ জেটলিকে । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিল্লির AIIMS-এ ভরতি হন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার খবর শুনেই সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷

আজ সকালে উপরাষ্ট্রপতি অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান
আজ সকালে উপরাষ্ট্রপতি অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান

কিছুদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি ৷ অসুস্থতার কারণেই বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রথম মোদি মন্ত্রিসভার 'সেকেন্ড ইন কমান্ড' ৷ দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তিনি । ইতিমধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাঁর । সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে । অসুস্থতার কারণে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গয়াল ।

দিল্লি, 10 অগাস্ট : প্রাক্তন মন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর অফিস । আজ সকালে উপরাষ্ট্রপতি অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান । এরপর তাঁর অফিস থেকে জানানো হয়, চিকিৎসকরা উপরাষ্ট্রপতিকে জানিয়েছেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন জেটলি । তাঁর অবস্থা এখন স্থিতিশীল ।

আশঙ্কাজনক অবস্থায় গতকাল হাসপাতালে ভরতি করা হয় অরুণ জেটলিকে । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিল্লির AIIMS-এ ভরতি হন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার খবর শুনেই সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷

আজ সকালে উপরাষ্ট্রপতি অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান
আজ সকালে উপরাষ্ট্রপতি অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান

কিছুদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি ৷ অসুস্থতার কারণেই বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রথম মোদি মন্ত্রিসভার 'সেকেন্ড ইন কমান্ড' ৷ দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তিনি । ইতিমধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাঁর । সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে । অসুস্থতার কারণে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গয়াল ।

Mumbai (Maharashtra), Aug 10 (ANI): Ajoy Mehta, Chief Secretary of Maharashtra informed that government is carefully watching and monitoring the flood situation in the state. While speaking to ANI, Maharashtra's Chief Secretary Ajoy Mehta, said, "As flood water recedes, roads in Sangli and Kolhapur will be repaired immediately. Nearly 40,000 trucks are stuck on National Highway-4. Approximately, 1 lakh hectares of agricultural land affected due to flood, compensation to be given." He added, "Govt is carefully watching and monitoring outbreak of any disease; situation is under control. For water-borne diseases, we've asked for 1 crore Chlorine tablets which are being distributed to the people. As flood waters recede, tanker water to be supplied for drinking."
Last Updated : Aug 10, 2019, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.