মুম্বই , 19 জুলাই : কবি ভারভারা রাওকে পাঠানো হল নানাবতী হাসপাতালে ৷ তাঁকে নানাবতী হাসপাতালের নিউরোলজিকাল ও ইরোলজিকাল চিকিৎসার জন্য পাঠানো হয় ৷ আজ সকালে তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ কয়েকদিন আগেই তিনি কোরোনা পজ়িটিভ ধরা পড়েন ৷ তাঁর বয়স 80 ৷
গত বৃহস্পতিবার কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর দক্ষিণ মুম্বইয়ের সেন্ট জর্জ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলেও তাঁর নিউরোলজিকাল সমস্যা দেখা দিচ্ছিল ৷ হাসপাতালের এক আধিকারিক জানায়, শুক্রবার অন্যান্য চিকিৎসকরাও তাঁকে পরীক্ষা করে ৷ তাঁর ডিলেরিয়াম ধরা পড়ে ৷
ডিলেরিয়াম, একটি নিউরোলজিকাল রোগ ৷ এটি হলে অস্থিরতা, ইলিউশন, জ্বরের পাশাপাশি অন্যান্য রোগ হতে পারে ৷ এরপর আজ তাঁকে নানাবতী হাসপাতালে ভরতি করা হয় ৷ J J হাসপাতাল থেকে জানানো হয়, রাওয়ের বুকের X রে ও ECG - র রিপোর্ট ভালোই এসেছে ৷ তাঁর CT স্ক্যানও করানো হয়েছে ৷ গত সোমবার থেকে তিনি J J হাসপাতালে ভরতি ছিলেন ৷ এরপর তাঁর কোরোনা পজ়িটিভ ধরা পড়ায় তাঁকে সেন্ট জর্জ হাসপাতালে ভরতি করানো হয় ৷
তিনি এলগার পারিষদ - মাওবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তিনি নবি মুম্বইয়ে জেলে ছিলেন ৷ এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর পরিবারের লোক মহারাষ্ট্র সরকারের কাছে অনুরোধ করে তাঁকে হাসপাতালে ভরতি করানোর জন্য ৷ এরপর তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ রাওয়ের শরীর খারাপ হওয়ায় তাঁর পরিবারের তরফে বেল দেওয়ারও দাবি করা হয়েছে ৷ কারণ , তাঁদের বক্তব্য, তাঁরা শেষ যখন রাওয়ের সঙ্গে কথা বলেছিলেন তিনি খুব খারাপ অবস্থায় ছিলেন ৷ তাঁর হ্যালুসিনেশন হচ্ছিল ৷ তিনি প্রায় 22 মাস ধরে জেলে ৷