ETV Bharat / bharat

লকডাউন ভঙ্গে 6 মাস ও 2 বছরের শিশুর বিরুদ্ধে মামলা ! - উত্তরাখন্ড

উত্তরাখণ্ডে হোম কোয়ারান্টাইনের বিধি না মানায় 51 জনের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের । তার মধ্যে 6 মাস এবং 2 বছরের শিশুও রয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 24, 2020, 3:07 PM IST

দেরাদুন , 24 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন । লকডাউন অমান্য করলেই ধরপাকড় মামলা৷ এবার মামলা হল 6 মাস ও এবং দু বছর বয়সি দুই শিশুর বিরুদ্ধে ! উত্তরাখণ্ডের উত্তরাক্ষী জেলায় হোম কোয়ারান্টাইনের নিয়ম ভাঙার জন্য 51 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ । এদের মধ্যে 6 মাস এবং 2 বছরের শিশুও রয়েছে ।

এই বিষয়ে উত্তরাক্ষীর জেলাশাসক বলেন, " 8 বছরের কম বয়সিদের ক্ষেত্রে জুভলাইন আইন অনুযায়ী কোনও FIR করা যায় না । এই ঘটনার তদন্ত করা হবে । " তিনি আরও জানান, জুভেনাইল আইনের বিরুদ্ধে গিয়ে এই দুই শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য COVID-19 ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে শৃঙ্খলাবদ্ধ ও স্থগিতাদেশের ব্যবস্থা নেওয়া হবে । জেলা শাসক এই বিষয়ে তদন্তের রিপোর্টও চেয়েছেন ।

কোরোনা সংক্রমণ রুখতেই সরকারি তরফে বারবার বলা হয়েছে বাড়িতে থাকার জন্য । শুধু মাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় বাইরে বের হতে পারবেন । সাধারণ জনগণ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাইরে যেতে পারবেন । নয়তো বাইরে বেরোনোর কোনও অনুমতি দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে । কিন্তু লকডাউন ভঙ্গের মামলায় 6 মাস এবং দু বছর বয়সি শিশুর নাম থাকায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়রা ৷

দেরাদুন , 24 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন । লকডাউন অমান্য করলেই ধরপাকড় মামলা৷ এবার মামলা হল 6 মাস ও এবং দু বছর বয়সি দুই শিশুর বিরুদ্ধে ! উত্তরাখণ্ডের উত্তরাক্ষী জেলায় হোম কোয়ারান্টাইনের নিয়ম ভাঙার জন্য 51 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ । এদের মধ্যে 6 মাস এবং 2 বছরের শিশুও রয়েছে ।

এই বিষয়ে উত্তরাক্ষীর জেলাশাসক বলেন, " 8 বছরের কম বয়সিদের ক্ষেত্রে জুভলাইন আইন অনুযায়ী কোনও FIR করা যায় না । এই ঘটনার তদন্ত করা হবে । " তিনি আরও জানান, জুভেনাইল আইনের বিরুদ্ধে গিয়ে এই দুই শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য COVID-19 ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে শৃঙ্খলাবদ্ধ ও স্থগিতাদেশের ব্যবস্থা নেওয়া হবে । জেলা শাসক এই বিষয়ে তদন্তের রিপোর্টও চেয়েছেন ।

কোরোনা সংক্রমণ রুখতেই সরকারি তরফে বারবার বলা হয়েছে বাড়িতে থাকার জন্য । শুধু মাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় বাইরে বের হতে পারবেন । সাধারণ জনগণ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাইরে যেতে পারবেন । নয়তো বাইরে বেরোনোর কোনও অনুমতি দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে । কিন্তু লকডাউন ভঙ্গের মামলায় 6 মাস এবং দু বছর বয়সি শিশুর নাম থাকায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.