ETV Bharat / bharat

লকডাউন অমান্যে 10 হাজারেরও বেশি গ্রেপ্তার উত্তরাখণ্ডে

কোরোনা রুখতে একমাসেরও বেশি সময় ধরে চলছে লকডাউন । কিন্তু, তবু অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না । নানা অছিলায় বাইরে বের হচ্ছেন । সব রাজ্যের ছবিটা একই । এবার উত্তরাখণ্ডে লকডাউন ভাঙায় 10 হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করল পুলিশ । অনেকের বিরুদ্ধে করা হয়েছে মামলাও ।

উত্তরাখণ্ড পুলিশ
উত্তরাখণ্ড পুলিশ
author img

By

Published : Apr 28, 2020, 5:04 PM IST

দেরাদুন, 28 এপ্রিল : লকডাউন না মানায় উত্তরাখণ্ডে 10,795জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । যাদের মধ্যে 2,269জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

উত্তরাখণ্ডের এক পুলিশ আধিকারিক বলেন, "আজ 438জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 46জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।" অন্যদিকে মোটর ভেহিকল আইনের ভিত্তিতে 26,334জনের বিরুদ্ধে চালান তৈরি করা হয়েছে । 5,461টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এক কোটি 35 লাখ টাকার জরিমানা ধার্য করা হয়েছে ।

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু, এরপরও লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে বেশ কিছু রাজ্য ।

দেরাদুন, 28 এপ্রিল : লকডাউন না মানায় উত্তরাখণ্ডে 10,795জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । যাদের মধ্যে 2,269জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

উত্তরাখণ্ডের এক পুলিশ আধিকারিক বলেন, "আজ 438জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 46জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।" অন্যদিকে মোটর ভেহিকল আইনের ভিত্তিতে 26,334জনের বিরুদ্ধে চালান তৈরি করা হয়েছে । 5,461টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এক কোটি 35 লাখ টাকার জরিমানা ধার্য করা হয়েছে ।

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু, এরপরও লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে বেশ কিছু রাজ্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.