ETV Bharat / bharat

হাসপাতালে ভরতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

author img

By

Published : Dec 28, 2020, 11:36 AM IST

দিন দশেক আগে কোরোনা আক্রান্ত হয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ৷ গতকাল হালকা জ্বর নিয়ে দেরাদুন হাসপাতালে ভরতি হন তিনি ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷

কোভিড 19
ত্রিবেন্দ্র সিং রাওয়াত

দেরাদুন, ডিসেম্বর 28 : হাসপাতালে ভরতি করা হল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে ৷ রবিবার (27 ডিসেম্বর) হালকা জ্বর নিয়ে তিনি ভরতি হন দুন হাসপাতালে ৷ 18 ডিসেম্বর কোভিড আক্রান্ত হন তিনি ৷ পরে তিনি হোম আইসোলেশনে থাকেন ৷ গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ সেই কারণেই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷

অগাস্টে কোরোনা আক্রান্ত হন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের তিন কর্মচারী ৷ সেপ্টেম্বরে কোরোনা আক্রান্ত হন তাঁর স্পেশাল ডিউটি অফিসারও ৷ এই দুটি সময়েই তিনি নিজেকে হোম আইসোলেট করেছিলেন ৷ 18 ডিসেম্বর কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনকেই বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

ডাক্তারের বক্তব্য, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল ৷ হালকা জ্বর এখনও আছে ৷ এছাড়া কোনও শারীরিক জটিলতা নেই ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে উত্তরাখণ্ডে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 5,444 ৷ সুস্থতার সংখ্যা 82,298 ৷ মৃত 1,476 ৷

দেরাদুন, ডিসেম্বর 28 : হাসপাতালে ভরতি করা হল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে ৷ রবিবার (27 ডিসেম্বর) হালকা জ্বর নিয়ে তিনি ভরতি হন দুন হাসপাতালে ৷ 18 ডিসেম্বর কোভিড আক্রান্ত হন তিনি ৷ পরে তিনি হোম আইসোলেশনে থাকেন ৷ গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ সেই কারণেই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷

অগাস্টে কোরোনা আক্রান্ত হন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের তিন কর্মচারী ৷ সেপ্টেম্বরে কোরোনা আক্রান্ত হন তাঁর স্পেশাল ডিউটি অফিসারও ৷ এই দুটি সময়েই তিনি নিজেকে হোম আইসোলেট করেছিলেন ৷ 18 ডিসেম্বর কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনকেই বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

ডাক্তারের বক্তব্য, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল ৷ হালকা জ্বর এখনও আছে ৷ এছাড়া কোনও শারীরিক জটিলতা নেই ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে উত্তরাখণ্ডে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 5,444 ৷ সুস্থতার সংখ্যা 82,298 ৷ মৃত 1,476 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.