দেরাদুন, 28 নভেম্বর : উত্তরাখণ্ডের পিথোরাগড় বিধানসভা আসনটি ধরে রাখল BJP । এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্থিকে 3,267 ভোটে হারালেন BJP প্রার্থী চন্দ্রা পন্থ ।
এবছর জুনে BJP বিধায়ক প্রকাশ পন্থের মৃত্যুর পর শূন্য হয় পিথোরাগড় আসনটি । সেই আসনেই দাঁড়িয়েছিলেন প্রকাশ পন্থের স্ত্রী চন্দ্রা পন্থ । আজ শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াই চললেও পরে পিছিয়ে পড়েন কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্থি । পিথোরাগড়ে BJP প্রার্থী 26,086 এবং কংগ্রেস প্রার্থী 22,819 ভোট পেয়েছেন ।
জয়ের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, "এই জয় প্রত্যাশিত । ওই সিট আমাদের ছিল । ধরে রাখতে পেরে খুশি । মার্জিন অনেকটাই । আমাদের উপর আবার বিশ্বাস রাখার জন্য পিথোরাগড়ের জনগণকে ধন্যবাদ ।"
প্রসঙ্গত, আজ পশ্চিমবঙ্গে উপনির্বাচনের করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর (সদর) তিনটি আসনেই প্রতিপক্ষ BJP-কে কার্যত ধরাশায়ী করে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ।