ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের পিথোরাগড় আসনটি ধরে রাখল BJP - bjp candidate BJP's Chandra Pant

উত্তরাখণ্ডের পিথোরাগড় বিধানসভায় জিতল BJP । কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্থিকে 3,267 ভোটে হারালেন BJP প্রার্থী চন্দ্রা পন্থ ।

image
ছবি
author img

By

Published : Nov 28, 2019, 5:41 PM IST

দেরাদুন, 28 নভেম্বর : উত্তরাখণ্ডের পিথোরাগড় বিধানসভা আসনটি ধরে রাখল BJP । এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্থিকে 3,267 ভোটে হারালেন BJP প্রার্থী চন্দ্রা পন্থ ।

এবছর জুনে BJP বিধায়ক প্রকাশ পন্থের মৃত্যুর পর শূন্য হয় পিথোরাগড় আসনটি । সেই আসনেই দাঁড়িয়েছিলেন প্রকাশ পন্থের স্ত্রী চন্দ্রা পন্থ । আজ শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াই চললেও পরে পিছিয়ে পড়েন কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্থি । পিথোরাগড়ে BJP প্রার্থী 26,086 এবং কংগ্রেস প্রার্থী 22,819 ভোট পেয়েছেন ।

জয়ের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, "এই জয় প্রত্যাশিত । ওই সিট আমাদের ছিল । ধরে রাখতে পেরে খুশি । মার্জিন অনেকটাই । আমাদের উপর আবার বিশ্বাস রাখার জন্য পিথোরাগড়ের জনগণকে ধন্যবাদ ।"

প্রসঙ্গত, আজ পশ্চিমবঙ্গে উপনির্বাচনের করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর (সদর) তিনটি আসনেই প্রতিপক্ষ BJP-কে কার্যত ধরাশায়ী করে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ।

দেরাদুন, 28 নভেম্বর : উত্তরাখণ্ডের পিথোরাগড় বিধানসভা আসনটি ধরে রাখল BJP । এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্থিকে 3,267 ভোটে হারালেন BJP প্রার্থী চন্দ্রা পন্থ ।

এবছর জুনে BJP বিধায়ক প্রকাশ পন্থের মৃত্যুর পর শূন্য হয় পিথোরাগড় আসনটি । সেই আসনেই দাঁড়িয়েছিলেন প্রকাশ পন্থের স্ত্রী চন্দ্রা পন্থ । আজ শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াই চললেও পরে পিছিয়ে পড়েন কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্থি । পিথোরাগড়ে BJP প্রার্থী 26,086 এবং কংগ্রেস প্রার্থী 22,819 ভোট পেয়েছেন ।

জয়ের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, "এই জয় প্রত্যাশিত । ওই সিট আমাদের ছিল । ধরে রাখতে পেরে খুশি । মার্জিন অনেকটাই । আমাদের উপর আবার বিশ্বাস রাখার জন্য পিথোরাগড়ের জনগণকে ধন্যবাদ ।"

প্রসঙ্গত, আজ পশ্চিমবঙ্গে উপনির্বাচনের করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর (সদর) তিনটি আসনেই প্রতিপক্ষ BJP-কে কার্যত ধরাশায়ী করে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ।

Tehri (Uttarakhand), Nov 28 (ANI): Uttarakhand's Tehri received its first snowfall on November 28. Normal life got affected following the snowfall. Vehicular movement was partially disrupted. Snow covered the entire landscape. The temperature of Tehri is 11 Degree Celsius.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.