ETV Bharat / bharat

শ্লীলতাহানিতে বাধা, নাবালক 'স্টকার'-দের বাইক পিষে মারল কিশোরীকে - Uttarpradesh Police

নাবালক 'স্টকার'-দের বাইক পিষে মারল কিশোরীকে ৷

শ্লীলতাহানির চেষ্টা, নাবালক 'স্টকার'-দের বাইক পিষে মারল কিশোরীকে
author img

By

Published : Aug 18, 2019, 12:26 PM IST

Updated : Aug 18, 2019, 2:56 PM IST

লখনউ, 17 অগাস্ট : নাবালক 'স্টকার'-দের বাইক পিষে মারল কিশোরীকে ৷ উত্তরপ্রদেশের সুলতানপুরে ঘটনাটি ঘটেছে ৷

স্কুল থেকে বাড়ি ফিরছিল মেয়েটি সাইকেলে চেপে ৷ একাদশ শ্রেণির ছাত্রীটিকে তিন নাবালক বেশ কিছুক্ষণ ধরে অনুসরণ করছিল বাইকে চড়ে ৷ চেষ্টাও করেছিল শ্লীলতাহানির ৷ চিৎকার করে প্রতিবাদ জানাতেই জড়ো হয় মানুষ জন ৷ বাইক আরোহীরা কার্যত চম্পট দেয় তখন ৷

মাত্র 500 মিটার এগিয়েছিল কিশোরী সাইকেলে চেপে ৷ টিটকিরি, বিদ্রুপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি। শেষ রক্ষা হল না তাই ৷ কিছুক্ষণের মধ্যেই ফের ওই অনুসরণকারী বাইকটি এসে ধাক্কা মারে কিশোরীর সাইকেলে ৷ ছিটকে মাটিতে পড়ে যায় সে ৷ এরপরই বাইক দিয়ে পিষে মারা হয় তাকে ৷ গুঁড়িয়ে যায় মাথার খুলি ৷ স্থানীয় মানুষ কিশোরীকে উদ্ধার করলেও ওই বাইকবাজদের ধরতে পারেনি।

সুলতানপুরের লাম্ভুয়া এলাকার এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিন নাবালক ৷ তাদের হোমে পাঠানো হয়েছে ৷ মেয়েটিকে বাইক পিষে দিতেই পথচারীদের সাহায্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ স্থানীয় হাসপাতাল থেকে লখনউয়ের হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি কিশোরীকে ৷

কিশোরীর ঠাকুরদা বলেন, ''FIR নিতে প্রথমে অস্বীকার করেছিল পুলিশ ৷ নাতনির অবস্থা সংকটজনক চিকিৎসকরা জানানোর পরই পুলিশ অভিযোগ নেয় ৷ ততক্ষণে সব শেষ ৷'' উন্নাও গণধর্ষণ এবং কানপুরে নিগৃহীতা মৃত্যুর মাঝেই ফের আরও একটি ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

লখনউ, 17 অগাস্ট : নাবালক 'স্টকার'-দের বাইক পিষে মারল কিশোরীকে ৷ উত্তরপ্রদেশের সুলতানপুরে ঘটনাটি ঘটেছে ৷

স্কুল থেকে বাড়ি ফিরছিল মেয়েটি সাইকেলে চেপে ৷ একাদশ শ্রেণির ছাত্রীটিকে তিন নাবালক বেশ কিছুক্ষণ ধরে অনুসরণ করছিল বাইকে চড়ে ৷ চেষ্টাও করেছিল শ্লীলতাহানির ৷ চিৎকার করে প্রতিবাদ জানাতেই জড়ো হয় মানুষ জন ৷ বাইক আরোহীরা কার্যত চম্পট দেয় তখন ৷

মাত্র 500 মিটার এগিয়েছিল কিশোরী সাইকেলে চেপে ৷ টিটকিরি, বিদ্রুপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি। শেষ রক্ষা হল না তাই ৷ কিছুক্ষণের মধ্যেই ফের ওই অনুসরণকারী বাইকটি এসে ধাক্কা মারে কিশোরীর সাইকেলে ৷ ছিটকে মাটিতে পড়ে যায় সে ৷ এরপরই বাইক দিয়ে পিষে মারা হয় তাকে ৷ গুঁড়িয়ে যায় মাথার খুলি ৷ স্থানীয় মানুষ কিশোরীকে উদ্ধার করলেও ওই বাইকবাজদের ধরতে পারেনি।

সুলতানপুরের লাম্ভুয়া এলাকার এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিন নাবালক ৷ তাদের হোমে পাঠানো হয়েছে ৷ মেয়েটিকে বাইক পিষে দিতেই পথচারীদের সাহায্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ স্থানীয় হাসপাতাল থেকে লখনউয়ের হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি কিশোরীকে ৷

কিশোরীর ঠাকুরদা বলেন, ''FIR নিতে প্রথমে অস্বীকার করেছিল পুলিশ ৷ নাতনির অবস্থা সংকটজনক চিকিৎসকরা জানানোর পরই পুলিশ অভিযোগ নেয় ৷ ততক্ষণে সব শেষ ৷'' উন্নাও গণধর্ষণ এবং কানপুরে নিগৃহীতা মৃত্যুর মাঝেই ফের আরও একটি ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Chandigarh, Aug 18 (ANI): Many students even today can't buy books due to the financial condition of their families. Chandigarh's Sandeep Kumar has come forward to help these students. He has collected about 10,000 books in the last two years. Sandeep also wants other people to come forward for this social cause and help the poor children to educate them. The people who come to Sandeep for books have appreciated his move. In their view, he is serving the society for the betterment of budding students, who can't afford to buy books and stationery items. Revealing his journey to come forward for the social cause, Sandeep who trained as a teacher said that during days of JBT training, he found that the children of financially poor families did not have resources to buy books. "When I came back to Chandigarh, I found the condition terrible. I was looking at my books when this thought struck my mind that others can use these books. So I thought, why should not I collect these books for those children?" Sandeep said. Sandeep and his team also organise camps in colleges and ask students to give books they don't need. His team members go to door-to-door to collect the books and distribute the same to needy students. He has also established an office where anyone can give books. He says he is also planning to adopt 200 needy children to help them in their study. He wants more people to join his movement to educate the poor and needy children.
Last Updated : Aug 18, 2019, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.