লখনউ, 24 এপ্রিল : উত্তরপ্রদেশে ক্রমেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এক হাজার 183টি কোরোনার নমুনা পরীক্ষা করেছে KGMU ৷ এর মধ্যে 17টি নমুনা পজ়িটিভ ৷
যোগী রাজ্যে কোরোনা গতি বাড়াচ্ছে ৷ KGMU-তে একহাজারের উপর কোরোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে 17টি পজ়িটিভ ৷ এঁদের মধ্যে লখনউয়ে দু’জন, আগ্রায় সাতজন, কানপুরে আটজন ৷ লখনউয়ে দু’জন আক্রান্ত পুরুষ ৷ আগ্রায় সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ এবং দু’জন মহিলা ৷ কানপুরে আটজনের মধ্যে ছ’জন পুরুষ ও দু’জন মহিলা ৷ এই তিন জায়গা রেডজ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷
আক্রান্তদের আগ্রার SNMC এবং লখনউ ও কানপুরের লেভেল-1 COVID-19 হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হচ্ছে ৷ উত্তরপ্রদেশে হোম কোয়ারানটাইনে রয়েছেন 12 হাজার 32জন ৷ এক হাজার 394 জনকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে ৷ রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা এক হাজার 527 ৷ মারা গিয়েছেন 24 জন ৷