লখনউ , 31 মে : মিরাট থেকে গ্রেপ্তার এক জঙ্গি । পঞ্জাব পুলিশ বহুদিন থেকেই তাঁর সন্ধানে ছিল । অবশেষে রবিবার উত্তরপ্রদেশ ATS ( অ্যান্টি টেরোরিজ়ম স্কোয়াড) ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাকে মিরাট থেকে গ্রেপ্তার করা হয় ।
ওই অভিযুক্তের নাম তিরথ সিং । উত্তরপ্রদেশের পুলিশ সূত্রে জানা গেছে , ওই অভিযুক্ত জঙ্গি আদর্শে অনুপ্রাণিত । জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল ।
পুলিশ সূত্রে আরও জানা যায় , ওই অভিযুক্ত সোশাল মিডিয়ায় খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল । পাশাপাশি তার কাছে থেকে জারনেইল সিং ভ্রিন্দানওয়ালের পোস্টার উদ্ধার করা হয়েছে ।
ওই অভিযুক্তকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।