যোধপুর(রাজস্থান), 7 ডিসেম্বর : "বিচারব্যবস্থাকে সকলের কাছে সহজলভ্য করে তোলাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ।" আজ রাজস্থান হাইকোর্টে একটি ভবনের উদ্বোধন করতে যোধপুর যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেখানে একথা বলেন।
যোধপুরের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি বলেন, "অতীতে রাজপ্রাসাদে বিচারের জন্য থাকা ঘণ্টার কথা শুনেছি । যে কেউ এসে সেই ঘণ্টা বাজিয়ে রাজাকে ভুল শোধরাতে বলতে পারতেন । আজও কী একইভাবে দরিদ্র থেকে দরিদ্রতম ও অতি প্রান্তিক মানুষরা বিচারের জন্য এখানে আসতে পারে ?"
সংবিধানের প্রসঙ্গ তুলে রামনাথ কোবিন্দ বলেন, "সংবিধানের প্রস্তাবনায়ও বিচারব্যবস্থাকে সকলের জন্য সহজলভ্য করে তোলার কথা বলা হয়েছে ।" পাশাপাশি গান্ধিজির 'তালিসম্যান' প্রসঙ্গে বলেন, "আমরা যদি দরিদ্রতম ও দু্র্বলতম মানুষের মুখটা মনে করি তাহলে ঠিক পথ খুঁজে পাব । উদাহরণস্বরূপ, আমরা কোনও গরিব মানুষের বিচারপ্রক্রিয়া বিনামূল্যে করার ব্যবস্থা করে তাঁকে সাহায্য করতে পারি ।"