ETV Bharat / bharat

আজ শ্রীনগরে 16 জনের বিদেশি প্রতিনিধিদল

আজ ফের কাশ্মীরে আসছেন 16 জনের বিদেশি প্রতিনিধি দল ৷ সেখানে নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷

Jammu and Kashmir
শ্রীনগর
author img

By

Published : Jan 9, 2020, 10:30 AM IST

Updated : Jan 9, 2020, 12:59 PM IST

শ্রীনগর, 9 জানুয়ারি : কেন্দ্র জানিয়েছে, পাকিস্তানের উসকানি সত্ত্বেও কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে । ফলে উপত্যকার স্বাভাবিক ছবিটি আন্তর্জাতিক দলের কাছে তুলে ধরতে চেষ্টার ত্রুটি রাখেনি মোদি সরকার ৷ আজ ফের কাশ্মীরে আসছেন 16 জনের বিদেশি প্রতিনিধি দল ৷ সেখানে নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷ উপত্যকার নিরাপত্তা নিয়েও কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ বিদেশি প্রতিনিধিরা মূলত লাতিন অ্যামেরিকা ও আফ্রিকা থেকে আসছেন ৷

এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা কেন্দ্রকে জানিয়েছেন তাঁরা কেন্দ্রশাসিত অঞ্চলে অন্য একটি দিনে যাবেন ৷ উপত্যকার অন্যতম মুখ যাঁরা এখনও পর্যন্ত গৃহবন্দী, তাঁদের সঙ্গে দেখা করার কথা EU প্রতিনিধিদের ৷ এঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি রয়েছেন ৷ আজ যে প্রতিনিধিদলের সদস্যরা শ্রীনগরে আসছেন, জম্মুতেও যাওয়ার কথা রয়েছে তাঁদের ৷ লেফটেনান্ট গভর্নর জিসি মুর্মুর সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷

সূত্র বলছে, বেশ কয়েকটি দেশের তরফে কেন্দ্রের কাছে কাশ্মীর সফর সংক্রান্ত অনুরোধ জানানো হয়েছে ৷ সেক্ষেত্রে 370 ধারা প্রত্যাহারের পর উপত্যকার স্পষ্ট ছবি সামনে আসবে ৷ কাশ্মীর ইশুতে পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে দাবি জানিয়েছে, কূটনৈতিকভাবে সেই ইশুটি দেখতেই এই প্রচেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এর আগেও ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যকে এনে কাশ্মীর সম্পর্কে ইতিবাচক ‘ধারণা’ প্রচারের বার্তা দিতে চেয়েছিল নরেন্দ্র মোদি সরকার । কিন্তু সেই প্রতিনিধি দলের সফরের বিরুদ্ধে রাজ্যে দফায় দফায় বিক্ষোভ এবং পরে কুলগামে জঙ্গি হামলায় পাঁচ বাঙালি শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটে ৷

শ্রীনগর, 9 জানুয়ারি : কেন্দ্র জানিয়েছে, পাকিস্তানের উসকানি সত্ত্বেও কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে । ফলে উপত্যকার স্বাভাবিক ছবিটি আন্তর্জাতিক দলের কাছে তুলে ধরতে চেষ্টার ত্রুটি রাখেনি মোদি সরকার ৷ আজ ফের কাশ্মীরে আসছেন 16 জনের বিদেশি প্রতিনিধি দল ৷ সেখানে নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷ উপত্যকার নিরাপত্তা নিয়েও কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ বিদেশি প্রতিনিধিরা মূলত লাতিন অ্যামেরিকা ও আফ্রিকা থেকে আসছেন ৷

এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা কেন্দ্রকে জানিয়েছেন তাঁরা কেন্দ্রশাসিত অঞ্চলে অন্য একটি দিনে যাবেন ৷ উপত্যকার অন্যতম মুখ যাঁরা এখনও পর্যন্ত গৃহবন্দী, তাঁদের সঙ্গে দেখা করার কথা EU প্রতিনিধিদের ৷ এঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি রয়েছেন ৷ আজ যে প্রতিনিধিদলের সদস্যরা শ্রীনগরে আসছেন, জম্মুতেও যাওয়ার কথা রয়েছে তাঁদের ৷ লেফটেনান্ট গভর্নর জিসি মুর্মুর সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷

সূত্র বলছে, বেশ কয়েকটি দেশের তরফে কেন্দ্রের কাছে কাশ্মীর সফর সংক্রান্ত অনুরোধ জানানো হয়েছে ৷ সেক্ষেত্রে 370 ধারা প্রত্যাহারের পর উপত্যকার স্পষ্ট ছবি সামনে আসবে ৷ কাশ্মীর ইশুতে পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে দাবি জানিয়েছে, কূটনৈতিকভাবে সেই ইশুটি দেখতেই এই প্রচেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এর আগেও ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যকে এনে কাশ্মীর সম্পর্কে ইতিবাচক ‘ধারণা’ প্রচারের বার্তা দিতে চেয়েছিল নরেন্দ্র মোদি সরকার । কিন্তু সেই প্রতিনিধি দলের সফরের বিরুদ্ধে রাজ্যে দফায় দফায় বিক্ষোভ এবং পরে কুলগামে জঙ্গি হামলায় পাঁচ বাঙালি শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটে ৷

Kolkata, Jan 08 (ANI): Women staged a sit-in protest against Citizenship Amendment Act (CAA) and proposed National Register of Citizens (NRC) at Park Circus Maidan on January 08. One of the protesters said, "I want to ask Prime Minister Narendra Modi and his Ministers, what documents they have which prove them Indians." Women are protesting here since last night.
Last Updated : Jan 9, 2020, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.