দিল্লি, 13 ডিসেম্বর : কংগ্রেস নেতা রাহুল গান্ধির 'রেপ ইন ইন্ডিয়া' মন্তব্যে উত্তাল লোকসভা ৷ মহিলাদের এভাবে অপমান করার জন্য তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানায় BJP ৷ রাহুলের মন্তব্যের প্রতিবাদে সরব হন রাজ্যসভারও কয়েকজন সাংসদ ৷ শেষপর্যন্ত লোকসভা ও রাজ্যসভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷ পরে লোকসভা ও রাজ্যসভার শীতকালীন এই অধিবেশন হট্টগোলের মধ্যে শেষ হয় ৷
আজ লোকসভার অধিবেশনের শুরুতে রাহুলের মন্তব্যের বিরুদ্ধে সরব হন BJP সাংসদরা ৷ স্মৃতি ইরানি রাহুল গান্ধিকে আক্রমণ করেন ৷ বলেন, "ভারতের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে ৷ একজন নেতা বলছেন, ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত ৷ দেশের মানুষের জন্য কি রাহুল গান্ধির এই বার্তা?"
-
Union Minister Smriti Irani in Lok Sabha on Rahul Gandhi's 'rape in India' remark: This is first time in history that a leader is giving a clarion call that Indian women should be raped. Is this Rahul Gandhi's message to the people of the country? pic.twitter.com/BSTDlIoZ1h
— ANI (@ANI) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Union Minister Smriti Irani in Lok Sabha on Rahul Gandhi's 'rape in India' remark: This is first time in history that a leader is giving a clarion call that Indian women should be raped. Is this Rahul Gandhi's message to the people of the country? pic.twitter.com/BSTDlIoZ1h
— ANI (@ANI) December 13, 2019Union Minister Smriti Irani in Lok Sabha on Rahul Gandhi's 'rape in India' remark: This is first time in history that a leader is giving a clarion call that Indian women should be raped. Is this Rahul Gandhi's message to the people of the country? pic.twitter.com/BSTDlIoZ1h
— ANI (@ANI) December 13, 2019
রাহুল গান্ধিকে আক্রমণ করেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ বলেন, "আমরা দেশের কথা বলছি ৷ আর ওঁরা ধর্ষণের কথা বলছেন ৷ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদিজি মেক ইন ইন্ডিয়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন ৷ আর রাহুলজি বলছেন রেপ ইন ইন্ডিয়া ৷ তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন আমাদের ধর্ষণ করার জন্য ৷ এটা ভারতমাতার অপমান ৷ ভারতীয় মহিলাদের অপমান ৷ কংগ্রেস তো পুরো দেশের ধর্ষণ করে দিয়েছে ৷"
-
Uproar in Lok Sabha over Rahul Gandhi's 'rape in India' remark, BJP MPs demand apology. pic.twitter.com/2rRxnG7Qq6
— ANI (@ANI) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Uproar in Lok Sabha over Rahul Gandhi's 'rape in India' remark, BJP MPs demand apology. pic.twitter.com/2rRxnG7Qq6
— ANI (@ANI) December 13, 2019Uproar in Lok Sabha over Rahul Gandhi's 'rape in India' remark, BJP MPs demand apology. pic.twitter.com/2rRxnG7Qq6
— ANI (@ANI) December 13, 2019
গতকাল ঝাড়খণ্ডের গদ্দাতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন রাহুল ৷ বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন, মেক ইন ইন্ডিয়া ৷ কিন্তু, যেদিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ৷ উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদির বিধায়ক মহিলাকে ধর্ষণ করেছে ৷ তারপর তাঁর সঙ্গে দুর্ঘটনাও ঘটে ৷ কিন্তু, নরেন্দ্র মোদি এ নিয়ে একটা শব্দও বলেননি ৷"
তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন বেটি বাঁচাও, বেটি পড়াও ৷ কিন্তু, কখনও বলেননি কাদের থেকে মেয়েদের বাঁচিয়ে রাখতে হবে? BJP-র বিধায়কদের থেকে বাঁচিয়ে রাখতে হবে ৷"
রাহুলের মন্তব্যের প্রতিবাদ করে রাজ্যসভাতেও সরব হন কয়েকজন সাংসদ ৷ "রাহুল গান্ধি ক্ষমা চাও" বলে স্লোগান দেন ৷ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তখন বলেন, "যে ব্যক্তি রাজ্যসভার সদস্য নন, তাঁর নাম আপনারা নিতে পারেন না ৷"
-
Few MPs in Rajya Sabha raise slogans of 'Rahul Gandhi maafi maango' over Rahul Gandhi's 'rape in India' remark; Rajya Sabha Chairman M Venkaiah Naidu says, "you cannot take the name of a person who is not a member of this House. No body has the business to disturb the House". pic.twitter.com/Ojp2BthDBO
— ANI (@ANI) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Few MPs in Rajya Sabha raise slogans of 'Rahul Gandhi maafi maango' over Rahul Gandhi's 'rape in India' remark; Rajya Sabha Chairman M Venkaiah Naidu says, "you cannot take the name of a person who is not a member of this House. No body has the business to disturb the House". pic.twitter.com/Ojp2BthDBO
— ANI (@ANI) December 13, 2019Few MPs in Rajya Sabha raise slogans of 'Rahul Gandhi maafi maango' over Rahul Gandhi's 'rape in India' remark; Rajya Sabha Chairman M Venkaiah Naidu says, "you cannot take the name of a person who is not a member of this House. No body has the business to disturb the House". pic.twitter.com/Ojp2BthDBO
— ANI (@ANI) December 13, 2019