ETV Bharat / bharat

রাহুলের "রেপ ইন ইন্ডিয়া" মন্তব্য, ক্ষমা চাওয়ার দাবি BJP-র - কংগ্রেস

কংগ্রেস নেতা রাহুল গান্ধির 'রেপ ইন ইন্ডিয়া' মন্তব্যে উত্তাল লোকসভা ও রাজ্যসভা ৷ রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন BJP সাংসদরা ৷ শেষপর্যন্ত লোকসভা ও রাজ্যসভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷ পরে হট্টগোলের মধ্যেই লোকসভা ও রাজ্যসভার শীতকালীন অধিবেশন শেষ হয় ৷

লোকসভা
লোকসভা
author img

By

Published : Dec 13, 2019, 11:47 AM IST

Updated : Dec 13, 2019, 1:53 PM IST

দিল্লি, 13 ডিসেম্বর : কংগ্রেস নেতা রাহুল গান্ধির 'রেপ ইন ইন্ডিয়া' মন্তব্যে উত্তাল লোকসভা ৷ মহিলাদের এভাবে অপমান করার জন্য তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানায় BJP ৷ রাহুলের মন্তব্যের প্রতিবাদে সরব হন রাজ্যসভারও কয়েকজন সাংসদ ৷ শেষপর্যন্ত লোকসভা ও রাজ্যসভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷ পরে লোকসভা ও রাজ্যসভার শীতকালীন এই অধিবেশন হট্টগোলের মধ্যে শেষ হয় ৷

আজ লোকসভার অধিবেশনের শুরুতে রাহুলের মন্তব্যের বিরুদ্ধে সরব হন BJP সাংসদরা ৷ স্মৃতি ইরানি রাহুল গান্ধিকে আক্রমণ করেন ৷ বলেন, "ভারতের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে ৷ একজন নেতা বলছেন, ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত ৷ দেশের মানুষের জন্য কি রাহুল গান্ধির এই বার্তা?"

  • Union Minister Smriti Irani in Lok Sabha on Rahul Gandhi's 'rape in India' remark: This is first time in history that a leader is giving a clarion call that Indian women should be raped. Is this Rahul Gandhi's message to the people of the country? pic.twitter.com/BSTDlIoZ1h

    — ANI (@ANI) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল গান্ধিকে আক্রমণ করেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ বলেন, "আমরা দেশের কথা বলছি ৷ আর ওঁরা ধর্ষণের কথা বলছেন ৷ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদিজি মেক ইন ইন্ডিয়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন ৷ আর রাহুলজি বলছেন রেপ ইন ইন্ডিয়া ৷ তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন আমাদের ধর্ষণ করার জন্য ৷ এটা ভারতমাতার অপমান ৷ ভারতীয় মহিলাদের অপমান ৷ কংগ্রেস তো পুরো দেশের ধর্ষণ করে দিয়েছে ৷"

গতকাল ঝাড়খণ্ডের গদ্দাতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন রাহুল ৷ বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন, মেক ইন ইন্ডিয়া ৷ কিন্তু, যেদিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ৷ উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদির বিধায়ক মহিলাকে ধর্ষণ করেছে ৷ তারপর তাঁর সঙ্গে দুর্ঘটনাও ঘটে ৷ কিন্তু, নরেন্দ্র মোদি এ নিয়ে একটা শব্দও বলেননি ৷"

রাহুল গান্ধির রেপ ইন ইন্ডিয়া মন্তব্য উত্তাল লোকসভা ৷ ভারতের ইতিহাসে এমন মন্তব্য প্রথম বললেন স্মৃতি ইরানি

তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন বেটি বাঁচাও, বেটি পড়াও ৷ কিন্তু, কখনও বলেননি কাদের থেকে মেয়েদের বাঁচিয়ে রাখতে হবে? BJP-র বিধায়কদের থেকে বাঁচিয়ে রাখতে হবে ৷"

রাহুলের মন্তব্যের প্রতিবাদ করে রাজ্যসভাতেও সরব হন কয়েকজন সাংসদ ৷ "রাহুল গান্ধি ক্ষমা চাও" বলে স্লোগান দেন ৷ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তখন বলেন, "যে ব্যক্তি রাজ্যসভার সদস্য নন, তাঁর নাম আপনারা নিতে পারেন না ৷"

  • Few MPs in Rajya Sabha raise slogans of 'Rahul Gandhi maafi maango' over Rahul Gandhi's 'rape in India' remark; Rajya Sabha Chairman M Venkaiah Naidu says, "you cannot take the name of a person who is not a member of this House. No body has the business to disturb the House". pic.twitter.com/Ojp2BthDBO

    — ANI (@ANI) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 13 ডিসেম্বর : কংগ্রেস নেতা রাহুল গান্ধির 'রেপ ইন ইন্ডিয়া' মন্তব্যে উত্তাল লোকসভা ৷ মহিলাদের এভাবে অপমান করার জন্য তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানায় BJP ৷ রাহুলের মন্তব্যের প্রতিবাদে সরব হন রাজ্যসভারও কয়েকজন সাংসদ ৷ শেষপর্যন্ত লোকসভা ও রাজ্যসভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷ পরে লোকসভা ও রাজ্যসভার শীতকালীন এই অধিবেশন হট্টগোলের মধ্যে শেষ হয় ৷

আজ লোকসভার অধিবেশনের শুরুতে রাহুলের মন্তব্যের বিরুদ্ধে সরব হন BJP সাংসদরা ৷ স্মৃতি ইরানি রাহুল গান্ধিকে আক্রমণ করেন ৷ বলেন, "ভারতের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে ৷ একজন নেতা বলছেন, ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত ৷ দেশের মানুষের জন্য কি রাহুল গান্ধির এই বার্তা?"

  • Union Minister Smriti Irani in Lok Sabha on Rahul Gandhi's 'rape in India' remark: This is first time in history that a leader is giving a clarion call that Indian women should be raped. Is this Rahul Gandhi's message to the people of the country? pic.twitter.com/BSTDlIoZ1h

    — ANI (@ANI) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল গান্ধিকে আক্রমণ করেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ বলেন, "আমরা দেশের কথা বলছি ৷ আর ওঁরা ধর্ষণের কথা বলছেন ৷ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদিজি মেক ইন ইন্ডিয়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন ৷ আর রাহুলজি বলছেন রেপ ইন ইন্ডিয়া ৷ তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন আমাদের ধর্ষণ করার জন্য ৷ এটা ভারতমাতার অপমান ৷ ভারতীয় মহিলাদের অপমান ৷ কংগ্রেস তো পুরো দেশের ধর্ষণ করে দিয়েছে ৷"

গতকাল ঝাড়খণ্ডের গদ্দাতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন রাহুল ৷ বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন, মেক ইন ইন্ডিয়া ৷ কিন্তু, যেদিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ৷ উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদির বিধায়ক মহিলাকে ধর্ষণ করেছে ৷ তারপর তাঁর সঙ্গে দুর্ঘটনাও ঘটে ৷ কিন্তু, নরেন্দ্র মোদি এ নিয়ে একটা শব্দও বলেননি ৷"

রাহুল গান্ধির রেপ ইন ইন্ডিয়া মন্তব্য উত্তাল লোকসভা ৷ ভারতের ইতিহাসে এমন মন্তব্য প্রথম বললেন স্মৃতি ইরানি

তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন বেটি বাঁচাও, বেটি পড়াও ৷ কিন্তু, কখনও বলেননি কাদের থেকে মেয়েদের বাঁচিয়ে রাখতে হবে? BJP-র বিধায়কদের থেকে বাঁচিয়ে রাখতে হবে ৷"

রাহুলের মন্তব্যের প্রতিবাদ করে রাজ্যসভাতেও সরব হন কয়েকজন সাংসদ ৷ "রাহুল গান্ধি ক্ষমা চাও" বলে স্লোগান দেন ৷ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তখন বলেন, "যে ব্যক্তি রাজ্যসভার সদস্য নন, তাঁর নাম আপনারা নিতে পারেন না ৷"

  • Few MPs in Rajya Sabha raise slogans of 'Rahul Gandhi maafi maango' over Rahul Gandhi's 'rape in India' remark; Rajya Sabha Chairman M Venkaiah Naidu says, "you cannot take the name of a person who is not a member of this House. No body has the business to disturb the House". pic.twitter.com/Ojp2BthDBO

    — ANI (@ANI) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
New Delhi, Dec 12 (ANI): Indian Union Muslim League (IUML) national general secretary PK Kunhalikutty on Thursday termed the Citizenship (Amendment) Bill, 2019 as unconstitutional and said that his party will file a petition today in the Supreme Court against the bill which was passed by the Parliament. "This bill is unconstitutional. That's why our party is filing a petition today. The bill is totally against the fundamental principles of the Constitution, which says equality to everybody and this bill discriminates people on the basis of religion. No party, even if they have a majority in the Parliament can take any decision against the basic principles of the Constitution," Kunhalikutty told ANI.
Last Updated : Dec 13, 2019, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.