ETV Bharat / bharat

কলেজ ক্যাম্পাসের ভেতর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ - উত্তর প্রদেশ

দিন PSC এর পরীক্ষা চলাকালীন এক যুবকের সঙ্গে দেখা করতে যান ওই নাবালিকা । কলেজে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নাবালিকাকে ঘিরে ধরে অনেকে মিলে । এরপরেই তাঁকে জোর করে কলেজের ভেতর নিয়ে যায় তারা ।

Uttar Pradesh
Uttar Pradesh
author img

By

Published : Oct 12, 2020, 2:51 PM IST

ঝাঁসি, 12 অক্টোবর : 17 বছরের নাবালিকাকে ধর্ষণ এর অভিযোগ উঠল এক কলেজ ছাত্রের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের ঘটনা । জানা গিয়েছে, কলেজ ক্যাম্পাসের ভেতরই ওই নাবালিকাকে ধর্ষণ করে কলেজেরই এক পড়ুয়া । ঘটনার পরই অভিযুক্ত রোহিত সাইনি ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে পুলিশ । ঘটনায় আরও অনেকে জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত পরিচিতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

জানা গিয়েছে, এদিন PSC এর পরীক্ষা চলাকালীন এক যুবকের সঙ্গে দেখা করতে যান ওই নাবালিকা । কলেজে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নাবালিকাকে ঘিরে ধরে অনেকে মিলে । এরপরেই তাঁকে জোর করে কলেজের ভেতর নিয়ে যায় তারা । অভিযোগ, ওই নাবালিকাকে সেখানেই ধর্ষণ করে এক যুবক । এমনকি তাঁর কাছ থেকে 2 হাজার টাকা নিয়েও নেয় অভিযুক্তরা ।

এবিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, " ওই নাবালিকাকে কলেজের হোস্টেলের ভেতর নিয়ে যায় । সেখানে তাঁকে ধর্ষণ করে তারা । সেই সময় এক অভিযুক্ত ভিডিয়ো করে পুরো বিষয়টি । " এ ছাড়াও তিনি বলেন, "সেই সময় কিছু পুলিশ কর্মী সেখান দিয়ে যাচ্ছিল । তখনই ওই নাবালিকার কান্নার আওয়াজ শুনতে পান তাঁরা । এরপরেই ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ । মেয়েটি এখনও আতঙ্কে রয়েছে । তবে সে একজন অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছে । তাঁর অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । "

এবিষয়ে ওই কলেজের প্রিন্সিপাল নবীন কুমার বলেন, "অভিযুক্ত ওই যুবক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । তবে, যারা অভিযুক্ত তারা সকলেই হোস্টেলে থাকে কি না টা দেখতে হবে । হোটেলে একজন নিরাপত্তারক্ষী ছিল । তবে এদিন PSC এর পরীক্ষা থাকায় সেদিকেই ব্যস্ত ছিল সে । "

অপরদিকে, রোহিত সাইনী সহ আরও একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । বাকি অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে । অপরদিকে ওই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ঝাঁসি, 12 অক্টোবর : 17 বছরের নাবালিকাকে ধর্ষণ এর অভিযোগ উঠল এক কলেজ ছাত্রের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের ঘটনা । জানা গিয়েছে, কলেজ ক্যাম্পাসের ভেতরই ওই নাবালিকাকে ধর্ষণ করে কলেজেরই এক পড়ুয়া । ঘটনার পরই অভিযুক্ত রোহিত সাইনি ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে পুলিশ । ঘটনায় আরও অনেকে জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত পরিচিতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

জানা গিয়েছে, এদিন PSC এর পরীক্ষা চলাকালীন এক যুবকের সঙ্গে দেখা করতে যান ওই নাবালিকা । কলেজে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নাবালিকাকে ঘিরে ধরে অনেকে মিলে । এরপরেই তাঁকে জোর করে কলেজের ভেতর নিয়ে যায় তারা । অভিযোগ, ওই নাবালিকাকে সেখানেই ধর্ষণ করে এক যুবক । এমনকি তাঁর কাছ থেকে 2 হাজার টাকা নিয়েও নেয় অভিযুক্তরা ।

এবিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, " ওই নাবালিকাকে কলেজের হোস্টেলের ভেতর নিয়ে যায় । সেখানে তাঁকে ধর্ষণ করে তারা । সেই সময় এক অভিযুক্ত ভিডিয়ো করে পুরো বিষয়টি । " এ ছাড়াও তিনি বলেন, "সেই সময় কিছু পুলিশ কর্মী সেখান দিয়ে যাচ্ছিল । তখনই ওই নাবালিকার কান্নার আওয়াজ শুনতে পান তাঁরা । এরপরেই ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ । মেয়েটি এখনও আতঙ্কে রয়েছে । তবে সে একজন অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছে । তাঁর অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । "

এবিষয়ে ওই কলেজের প্রিন্সিপাল নবীন কুমার বলেন, "অভিযুক্ত ওই যুবক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । তবে, যারা অভিযুক্ত তারা সকলেই হোস্টেলে থাকে কি না টা দেখতে হবে । হোটেলে একজন নিরাপত্তারক্ষী ছিল । তবে এদিন PSC এর পরীক্ষা থাকায় সেদিকেই ব্যস্ত ছিল সে । "

অপরদিকে, রোহিত সাইনী সহ আরও একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । বাকি অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে । অপরদিকে ওই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.