ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে কিশোরীকে নিগ্রহের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ - UP Teen Harassed, Beaten, Thrown Off Terrace By 3 Neighbours: Police

পুলিশ জানিয়েছে, শুক্রবার ওই কিশোরী বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে ৷ গুরুতরভাবে জখম হয়েছে সে ৷ তাকে আজ়মগড় জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

UP TEEN HARRASED
ফের উত্তরপ্রদেশ, নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হল নাবালিকাকে
author img

By

Published : Oct 25, 2020, 10:32 PM IST

মাউ, 25 অক্টোবর : শারীরিক নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হল কিশোরীকে ৷ এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশে ৷ লখনউ থেকে 300 কিমি দূরে মাউ জেলায় ঘটনাটি ঘটে ৷ অভিযোগ, 15 বছরের কিশোরীকে শারীরিক নির্যাতনের পর বাড়ির ছাদ থেকে ফেলে দেয় তিন প্রতিবেশী ৷ ঘটনায় ধৃত অভিযুক্ত 3 ৷

পুলিশ জানিয়েছে, শুক্রবার কিশোরী বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে ৷ গুরুতরভাবে জখম হয়েছে সে ৷ তাকে আজ়মগড় জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সেখানেই তার চিকিৎসা চলছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা ৷ গ্রেপ্তার করা হয়েছে ওই তিন অভিযুক্তদের ৷

পুলিশ অফিসার সুশীল ধুলে জানিয়েছেন, " ওই কিশোরীর পরিবারের তরফে পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগ বলা হয়েছে, ওই তিন জন মেয়েটিকে টেনে হিঁচড়ে বাড়ির ছাদে নিয়ে যায় ৷ এরপর সেখান থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় ৷ নির্যাতিতার অভিযোগ, ছাদ থেকে ফেলে দেওয়ার আগে তাকে মারধর করে ওই তিনজন ৷ পুলিশ কিশোরীর বয়ানের ভিত্তিতে ওই তিন অভিযুক্তদের নামে শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছে ৷ নির্যাতিতা অভিযুক্তদের নাম জানায় ৷ এই তিন অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে, কিশোরীর মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আরও অভিযোগ দায়ের করা হতে পারে ৷ "

এর আগে উত্তরপ্রদেশের হাথরসে যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ উত্তরপ্রদেশে বিরোধী দলের অভিযোগ, যোগী সরকার মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ ৷ এবিষয়ে যোগী আদিত্যনাথ বলেছেন , মেয়েদের নির্যাতনের কেসগুলিকে ফাস্ট ট্র্য়াক কোর্টে পেশ করা হবে ৷ তারা POCSO আইনের অন্তর্গত বিচারধীন হবে ৷

মাউ, 25 অক্টোবর : শারীরিক নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হল কিশোরীকে ৷ এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশে ৷ লখনউ থেকে 300 কিমি দূরে মাউ জেলায় ঘটনাটি ঘটে ৷ অভিযোগ, 15 বছরের কিশোরীকে শারীরিক নির্যাতনের পর বাড়ির ছাদ থেকে ফেলে দেয় তিন প্রতিবেশী ৷ ঘটনায় ধৃত অভিযুক্ত 3 ৷

পুলিশ জানিয়েছে, শুক্রবার কিশোরী বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে ৷ গুরুতরভাবে জখম হয়েছে সে ৷ তাকে আজ়মগড় জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সেখানেই তার চিকিৎসা চলছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা ৷ গ্রেপ্তার করা হয়েছে ওই তিন অভিযুক্তদের ৷

পুলিশ অফিসার সুশীল ধুলে জানিয়েছেন, " ওই কিশোরীর পরিবারের তরফে পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগ বলা হয়েছে, ওই তিন জন মেয়েটিকে টেনে হিঁচড়ে বাড়ির ছাদে নিয়ে যায় ৷ এরপর সেখান থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় ৷ নির্যাতিতার অভিযোগ, ছাদ থেকে ফেলে দেওয়ার আগে তাকে মারধর করে ওই তিনজন ৷ পুলিশ কিশোরীর বয়ানের ভিত্তিতে ওই তিন অভিযুক্তদের নামে শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছে ৷ নির্যাতিতা অভিযুক্তদের নাম জানায় ৷ এই তিন অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে, কিশোরীর মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আরও অভিযোগ দায়ের করা হতে পারে ৷ "

এর আগে উত্তরপ্রদেশের হাথরসে যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ উত্তরপ্রদেশে বিরোধী দলের অভিযোগ, যোগী সরকার মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ ৷ এবিষয়ে যোগী আদিত্যনাথ বলেছেন , মেয়েদের নির্যাতনের কেসগুলিকে ফাস্ট ট্র্য়াক কোর্টে পেশ করা হবে ৷ তারা POCSO আইনের অন্তর্গত বিচারধীন হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.