দিল্লি, 22 জুলাই : গাজ়িয়াবাদে সাংবাদিক খুনের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি । বলেন, উত্তরপ্রদেশের মানুষকে রামরাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরিবর্তে তাঁরা পেয়েছেন গুন্ডারাজ । সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশও করেন তিনি ।
সোমবার রাতে গাজ়িয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । তাঁকে মারধর করা হয় । পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । আজ সকালে মৃত্যু হয় তাঁর ।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধি । টুইটারে তিনি লেখেন, "ভাইজির হেনস্থার প্রতিবাদ করার জন্য সাংবাদিক বিক্রম জোশিকে খুন হতে হল । তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা । রামরাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরিবর্তে দেওয়া হয়েছে গুন্ডারাজ ।"
-
अपनी भांजी के साथ छेड़छाड़ का विरोध करने पर पत्रकार विक्रम जोशी की हत्या कर दी गयी। शोकग्रस्त परिवार को मेरी सांत्वना।
— Rahul Gandhi (@RahulGandhi) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
वादा था राम राज का, दे दिया गुंडाराज।
">अपनी भांजी के साथ छेड़छाड़ का विरोध करने पर पत्रकार विक्रम जोशी की हत्या कर दी गयी। शोकग्रस्त परिवार को मेरी सांत्वना।
— Rahul Gandhi (@RahulGandhi) July 22, 2020
वादा था राम राज का, दे दिया गुंडाराज।अपनी भांजी के साथ छेड़छाड़ का विरोध करने पर पत्रकार विक्रम जोशी की हत्या कर दी गयी। शोकग्रस्त परिवार को मेरी सांत्वना।
— Rahul Gandhi (@RahulGandhi) July 22, 2020
वादा था राम राज का, दे दिया गुंडाराज।
যদিও বিক্রমের উপর হামলার কারণ এখনও স্পষ্ট নয় । তবে পুলিশের প্রাথমিক অনুমান, ভাইঝিকে যারা হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধে FIR করাতেই তাঁর উপর হামলা চালানো হয়েছে । ন'জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।