ETV Bharat / bharat

আড়াই কোটির হেরোইন-সহ গ্রেপ্তার মাদক পাচারকারী - হেরোইন

উত্তরপ্রদেশের রসুলপুরে উদ্ধার আড়াই কোটি টাকার হেরোইন৷ গ্রেপ্তার এক মাদকপাচারকারী৷ ধৃত মেহবুব খানের বিরুদ্ধে আগেও বহুবার মাদক পাচারের অভিযোগ উঠেছে৷

UP: Heroin worth over Rs 2 crore seized, 1 held
আড়াই কোটির হেরোইন-সহ গ্রেপ্তার মাদকপাচারকারী
author img

By

Published : Feb 7, 2021, 4:33 PM IST

ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ), 7 ফেব্রুয়ারি: আড়াই কোটি টাকার হেরোইন-সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের রসুলপুর থানার পুলিশ৷

ফিরোজাবাদের পুলিশ সুপার অজয় কুমার জানান, ‘‘ধৃত মেহবুব খান গালিবনগরের বাসিন্দা৷ তার কাছ থেকে 500 গ্রাম হেরোইন উদ্ধরা করা হয়েছে৷ যার বাজারদর আড়াই কোটি টাকারও বেশি৷’’

আরও পড়ুন: উত্তরাখণ্ডের বাসিন্দার সঙ্গে সাইবার প্রতারণা, ধৃত বাংলার যুবক

এই প্রথম নয়৷ আগেও মাদক-সহ গ্রেপ্তার হয়েছে মেহবুব৷ এর আগে একবার তার কাছ থেকে 5 কিলোগ্রাম মারিজুয়ানা উদ্ধার করা হয়েছিল৷ 1999 সাল থেকে এখনও পর্যন্ত 20টিরও বেশি অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে৷

ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ), 7 ফেব্রুয়ারি: আড়াই কোটি টাকার হেরোইন-সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের রসুলপুর থানার পুলিশ৷

ফিরোজাবাদের পুলিশ সুপার অজয় কুমার জানান, ‘‘ধৃত মেহবুব খান গালিবনগরের বাসিন্দা৷ তার কাছ থেকে 500 গ্রাম হেরোইন উদ্ধরা করা হয়েছে৷ যার বাজারদর আড়াই কোটি টাকারও বেশি৷’’

আরও পড়ুন: উত্তরাখণ্ডের বাসিন্দার সঙ্গে সাইবার প্রতারণা, ধৃত বাংলার যুবক

এই প্রথম নয়৷ আগেও মাদক-সহ গ্রেপ্তার হয়েছে মেহবুব৷ এর আগে একবার তার কাছ থেকে 5 কিলোগ্রাম মারিজুয়ানা উদ্ধার করা হয়েছিল৷ 1999 সাল থেকে এখনও পর্যন্ত 20টিরও বেশি অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.