ETV Bharat / bharat

পিটিয়ে খুন প্রাক্তন বিধায়ককে - লখিমপুর খেরি

বিবদমান একটি জমিকে ঘিরে বচসা । অভিযোগ, সেই থেকেই প্রাক্তন বিধায়ককে লাঠি দিয়ে মারধর করে অপর পক্ষ । হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ।

নির্বেন্দ্র কুমার মুন্না
নির্বেন্দ্র কুমার মুন্না
author img

By

Published : Sep 6, 2020, 7:45 PM IST

Updated : Sep 6, 2020, 7:55 PM IST

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 6 সেপ্টেম্বর : জমি সংক্রান্ত বিবাদের জের । পিটিয়ে খুন করা হল প্রাক্তন বিধায়ককে । মৃতের নাম নির্বেন্দ্র কুমার মুন্না । উত্তরপ্রদেশের প্রাক্তন নির্দল বিধায়ক । লখিমপুর খেরির বাসস্ট্যান্ডের খুব কাছেই বিবদমান জমিটি । জমিটি নিয়ে আদালতে মামলাও চলছে ।

স্থানীয় সূত্রে খবর, জমিটি নিয়ে নির্বেন্দ্র কুমার মুন্না ও কিষাণ কুমার গুপ্তার মধ্যে বিবাদ চলছিল । আজ কিষাণ কুমার গুপ্তা ও দলবল নিয়ে ওই জমি জবরদখল করতে আসেন । তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন নির্বেন্দ্র কুমার । আর তখনই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । কিষাণ কুমার গুপ্তার লোকেরা প্রাক্তন বিধায়ক ও তাঁর ছেলে সঞ্জীব কুমার মুন্নাকে লাঠি দিয়ে মারধর শুরু করে ।

ঘটনায় গুরুতর জখম হন প্রাক্তন বিধায়ক এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় । প্রাক্তন বিধায়কের ছেলে সঞ্জীবও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন । ঘটনার পর থেকে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা । এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ।

আরও পড়ুন : পালঘর গণপিটুনি : 35 পুলিশকর্মীর বদলি

এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব । এ-বিষয়ে একটি টুইটও করেছেন তিনি । লিখেছেন, "BJP-র শাসনে, রাজ্যের মানুষ শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিতই নন, মানুষ ভয়ও পাচ্ছেন ।"

  • पुलिस की उपस्थिति में आज दिनदहाड़े लखीमपुर में तीन बार के विधायक रहे श्री निर्वेन्द्र मुन्ना जी की निर्मम हत्या व उनके पुत्र पर हुए क़ातिलाना हमले से प्रदेश हिल गया है. श्रद्धांजलि!

    भाजपा राज में प्रदेश की जनता क़ानून-व्यवस्था के विषय पर चिंतित ही नहीं, भयभीत भी है.

    निंदनीय!

    — Akhilesh Yadav (@yadavakhilesh) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নির্বেন্দ্র কুমার মুন্না উত্তরপ্রদেশের নিঘাসান বিধানসভা কেন্দ্র থেকে 1989 ও 1991 সালে নির্দল প্রার্থী হয়ে জিতেছিলেন । 1993 সালে সমাজবাদী পার্টির হয়ে বিধায়ক হয়েছিলেন ।

পাশাপাশি প্রতিক্রিয়া এসেছে কংগ্রেসের তরফেও । উত্তরপ্রদেশ কংগ্রেস এ-প্রসঙ্গে একটি টুইটও করে । লেখে, "উত্তরপ্রদেশের জঙ্গলরাজ ভয়াবহ আকার নিচ্ছে ।"

  • लखीमपुर में पूर्व विधायक श्री निर्वेंद्र मिश्रा जी की हत्या कर दी गई।

    यूपी का जंगलराज भयावह हो रहा है।
    योगी सरकार सो रही है।

    — UP Congress (@INCUttarPradesh) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভিনরাজ্যে গণপিটুনিতে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 6 সেপ্টেম্বর : জমি সংক্রান্ত বিবাদের জের । পিটিয়ে খুন করা হল প্রাক্তন বিধায়ককে । মৃতের নাম নির্বেন্দ্র কুমার মুন্না । উত্তরপ্রদেশের প্রাক্তন নির্দল বিধায়ক । লখিমপুর খেরির বাসস্ট্যান্ডের খুব কাছেই বিবদমান জমিটি । জমিটি নিয়ে আদালতে মামলাও চলছে ।

স্থানীয় সূত্রে খবর, জমিটি নিয়ে নির্বেন্দ্র কুমার মুন্না ও কিষাণ কুমার গুপ্তার মধ্যে বিবাদ চলছিল । আজ কিষাণ কুমার গুপ্তা ও দলবল নিয়ে ওই জমি জবরদখল করতে আসেন । তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন নির্বেন্দ্র কুমার । আর তখনই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । কিষাণ কুমার গুপ্তার লোকেরা প্রাক্তন বিধায়ক ও তাঁর ছেলে সঞ্জীব কুমার মুন্নাকে লাঠি দিয়ে মারধর শুরু করে ।

ঘটনায় গুরুতর জখম হন প্রাক্তন বিধায়ক এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় । প্রাক্তন বিধায়কের ছেলে সঞ্জীবও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন । ঘটনার পর থেকে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা । এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ।

আরও পড়ুন : পালঘর গণপিটুনি : 35 পুলিশকর্মীর বদলি

এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব । এ-বিষয়ে একটি টুইটও করেছেন তিনি । লিখেছেন, "BJP-র শাসনে, রাজ্যের মানুষ শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিতই নন, মানুষ ভয়ও পাচ্ছেন ।"

  • पुलिस की उपस्थिति में आज दिनदहाड़े लखीमपुर में तीन बार के विधायक रहे श्री निर्वेन्द्र मुन्ना जी की निर्मम हत्या व उनके पुत्र पर हुए क़ातिलाना हमले से प्रदेश हिल गया है. श्रद्धांजलि!

    भाजपा राज में प्रदेश की जनता क़ानून-व्यवस्था के विषय पर चिंतित ही नहीं, भयभीत भी है.

    निंदनीय!

    — Akhilesh Yadav (@yadavakhilesh) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নির্বেন্দ্র কুমার মুন্না উত্তরপ্রদেশের নিঘাসান বিধানসভা কেন্দ্র থেকে 1989 ও 1991 সালে নির্দল প্রার্থী হয়ে জিতেছিলেন । 1993 সালে সমাজবাদী পার্টির হয়ে বিধায়ক হয়েছিলেন ।

পাশাপাশি প্রতিক্রিয়া এসেছে কংগ্রেসের তরফেও । উত্তরপ্রদেশ কংগ্রেস এ-প্রসঙ্গে একটি টুইটও করে । লেখে, "উত্তরপ্রদেশের জঙ্গলরাজ ভয়াবহ আকার নিচ্ছে ।"

  • लखीमपुर में पूर्व विधायक श्री निर्वेंद्र मिश्रा जी की हत्या कर दी गई।

    यूपी का जंगलराज भयावह हो रहा है।
    योगी सरकार सो रही है।

    — UP Congress (@INCUttarPradesh) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভিনরাজ্যে গণপিটুনিতে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের

Last Updated : Sep 6, 2020, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.