ETV Bharat / bharat

যোগীর দপ্তরে এবার থেকে অর্ধেক গ্লাস জল !

author img

By

Published : Jul 19, 2019, 6:49 PM IST

Updated : Jul 19, 2019, 10:14 PM IST

জল অপচয় রুখতে সচিবালয়ে অর্ধেক গ্লাস জল বরাদ্দের নির্দেশিকা যোগী সরকারের ৷

ফাইল ফোটো

লখনউ, 19 জুলাই : তেষ্টা পেলেও প্রথমে পাওয়া যাবে না গ্লাস ভরতি জল ৷ মিলবে আধ গ্লাস ৷ দরকারে আবার পেতে পারেন জল ৷ অপচয় রুখতে এবার এমনই নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার ৷

কেন এমন নির্দেশিকা? রাজ্যের মুখ্যসচিব প্রদীপ দুবের মন্তব্য, দেখা যায় গ্লাস ভরতি জল অনেকেই খান না৷ জল নষ্ট করেন৷ আর সে জন্যই এমন পদক্ষেপ ৷

চেন্নাই, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটকসহ দেশের একাধিক জায়গায় কমছে ভূগর্ভস্থ জলের স্তর ৷ তালিকায় রয়েছে উত্তরপ্রদেশও ৷ ফলে জল সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ করেছে রাজ্য সরকারগুলি ৷ এবার অভিনব পদক্ষেপ যোগী সরকারের ৷ নির্দেশিকা অনুযায়ী আজ থেকে উত্তরপ্রদেশের সচিবালয়ে প্রত্যেকের জন্য গ্লাসে থাকবে অর্ধেক জল ৷ কারও তার থেকে বেশি লাগলে তাঁকে পরে আবার জল দেওয়া হবে ৷

লখনউ, 19 জুলাই : তেষ্টা পেলেও প্রথমে পাওয়া যাবে না গ্লাস ভরতি জল ৷ মিলবে আধ গ্লাস ৷ দরকারে আবার পেতে পারেন জল ৷ অপচয় রুখতে এবার এমনই নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার ৷

কেন এমন নির্দেশিকা? রাজ্যের মুখ্যসচিব প্রদীপ দুবের মন্তব্য, দেখা যায় গ্লাস ভরতি জল অনেকেই খান না৷ জল নষ্ট করেন৷ আর সে জন্যই এমন পদক্ষেপ ৷

চেন্নাই, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটকসহ দেশের একাধিক জায়গায় কমছে ভূগর্ভস্থ জলের স্তর ৷ তালিকায় রয়েছে উত্তরপ্রদেশও ৷ ফলে জল সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ করেছে রাজ্য সরকারগুলি ৷ এবার অভিনব পদক্ষেপ যোগী সরকারের ৷ নির্দেশিকা অনুযায়ী আজ থেকে উত্তরপ্রদেশের সচিবালয়ে প্রত্যেকের জন্য গ্লাসে থাকবে অর্ধেক জল ৷ কারও তার থেকে বেশি লাগলে তাঁকে পরে আবার জল দেওয়া হবে ৷


Patna (Bihar), July 19 (ANI): Bihar Chief Minister (CM) Nitish Kumar chaired meeting with officials in Patna today. He chaired meeting with the officials in secretariat over current flood situation in Bihar. The flood situation in Bihar has worsened, with lakhs of people displaced and many humans and animals are dead. Sitamarhi district accounted for the maximum number of deaths till now. Other districts reporting casualties are Madhubani, Araria, Sheohar and Darbhanga.
Last Updated : Jul 19, 2019, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.