ETV Bharat / bharat

গায়ে আগুন নিয়ে সাহায্য চেয়ে দৌড়ান উন্নাওর নির্যাতিতা ! - উন্নাওর ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা

মার্চে উন্নাওর ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ আজ মামলার শুনানিতে যাওয়ার সময় তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় । দেহের সেই অবস্থাতেই সাহায্যের জন্য দৌড়েছিলেন নির্যাতিতা।

rape
ছবি
author img

By

Published : Dec 5, 2019, 6:13 PM IST

Updated : Dec 5, 2019, 8:59 PM IST

উন্নাও (উত্তরপ্রদেশ), 5 ডিসেম্বর : পুড়ে গেছে দেহের বেশকিছু অংশ । সাহায্যের জন্য চিৎকার করতে করতে রাস্তায় ছুটছেন তিনি । পরে এক প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দেন । ঘটনাস্থানে পৌঁছায় অ্যাম্বুলেন্স । নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বিহার থানা এলাকার সিন্দুপুরের স্থানীয়রা এবং এক প্রত্যক্ষদর্শীর কথায় উঠে এসেছে এমনই তথ্য । হাসপাতালে আসার পর চিকিৎসকরা জানান, দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে । বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যুবতিকে ।

ম্যাজিস্ট্রেটকে পুরো ঘটনার বিবৃতি দিয়েছেন নির্যাতিতা । বিবৃতিতে পাঁচজনের নাম নিয়েছেন তিনি । জানিয়েছেন, প্রথমে তাঁকে মারধর করা হয় ৷ পরে ছুরি মারা হয় । শেষমেশ গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা ।

আজ সকালেই এই নৃশংস ঘটনাটি ঘটে । জামিনে মুক্তির পর মূল দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে এই যুবতির উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে ৷ ঘটনাস্থান থেকে যুবতিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷

মার্চে উন্নাওর ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় দু'জন গ্রেপ্তার হয় ৷ তাদের জেল হলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় । এই মামলার শুনানির আজ জন্য রায়বরেলি যাচ্ছিলেন যুবতি । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় ওই যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ৷

আজকের ঘটনায় পাঁচজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ ।

উল্লেখ্য, পুলিশ স্টেশনগুলিতে ওমেন হেল্প ডেস্ক গড়ে তুলতে এবং সেগুলি আরও শক্তিশালী করতে আজ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্ভয়া ফান্ড থেকে 100 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ।

উন্নাও (উত্তরপ্রদেশ), 5 ডিসেম্বর : পুড়ে গেছে দেহের বেশকিছু অংশ । সাহায্যের জন্য চিৎকার করতে করতে রাস্তায় ছুটছেন তিনি । পরে এক প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দেন । ঘটনাস্থানে পৌঁছায় অ্যাম্বুলেন্স । নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বিহার থানা এলাকার সিন্দুপুরের স্থানীয়রা এবং এক প্রত্যক্ষদর্শীর কথায় উঠে এসেছে এমনই তথ্য । হাসপাতালে আসার পর চিকিৎসকরা জানান, দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে । বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যুবতিকে ।

ম্যাজিস্ট্রেটকে পুরো ঘটনার বিবৃতি দিয়েছেন নির্যাতিতা । বিবৃতিতে পাঁচজনের নাম নিয়েছেন তিনি । জানিয়েছেন, প্রথমে তাঁকে মারধর করা হয় ৷ পরে ছুরি মারা হয় । শেষমেশ গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা ।

আজ সকালেই এই নৃশংস ঘটনাটি ঘটে । জামিনে মুক্তির পর মূল দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে এই যুবতির উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে ৷ ঘটনাস্থান থেকে যুবতিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷

মার্চে উন্নাওর ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় দু'জন গ্রেপ্তার হয় ৷ তাদের জেল হলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় । এই মামলার শুনানির আজ জন্য রায়বরেলি যাচ্ছিলেন যুবতি । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় ওই যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ৷

আজকের ঘটনায় পাঁচজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ ।

উল্লেখ্য, পুলিশ স্টেশনগুলিতে ওমেন হেল্প ডেস্ক গড়ে তুলতে এবং সেগুলি আরও শক্তিশালী করতে আজ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্ভয়া ফান্ড থেকে 100 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ।

New Delhi, Dec 05 (ANI): External Affairs Minister, S Jaishankar received Foreign Minister of Guinea Mamadi Toure. "Pleasure to receive FM Mamadi Toure of Guinea. Opening of our Embassy in Conakry this year has added a new impetus to our relations. Welcome the signing of LOCs for Conakry water supply project and two solar projects - reflecting the commitment," tweeted EAM.


Last Updated : Dec 5, 2019, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.