ETV Bharat / bharat

নিয়মিবিধি মেনে কয়েকটি রাজ্যে আংশিকভাবে খুলল স্কুল - unlock 4

আজ থেকে কয়েকটি রাজ্যে ফের আংশিকভাবে স্কুল খুলেছে । নাইন থেকে টুয়েলভের পড়ুয়ারা চাইলে স্কুলে যেতে পারবে ।

Aa
Aa
author img

By

Published : Sep 21, 2020, 1:12 PM IST

Updated : Sep 21, 2020, 1:20 PM IST

দিল্লি, 21 সেপ্টেম্বর: দেশজুড়ে চলছে আনলক 4 । আর আজ থেকে হিমাচল প্রদেশ সহ কয়েকটি রাজ্যে আজ থেকে আংশিকভাবে খুলল স্কুল ।

নাইন থেকে টুয়েলভের পড়ুয়ারা চাইলে স্কুলে যেতে পারবে শিক্ষক-শিক্ষিকাদের থেকে পড়া বুঝতে । তবে তা বাধ্যতামূলক নয় । স্কুলে যেতে হলে অভিভাবকদের লিখিত অনুমতি ও সম্মতিপত্র লাগবে ।

স্কুলগুলিতে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের বেশকিছু নিয়মবিধি মানতে হবে ।

1. শারীরিক দূরত্ববিধি মানতে হবে । কমপক্ষে পারস্পরিক ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে ।

2. ফেস কভার/ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ।

3. সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে ।

4. অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাজ়ারও ব্যবহার করা যাবে ।

5. হাঁচি, কাশির সময় রুমাল, টিসু অথবা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে । ব্যবহারের পর টিসু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ।

6. যে কোনওরকম শারীরিক অসুস্থতার কথা দ্রুত জানাতে হবে ।

7. যেখানে সেখানে থুতু ফেলা যাবে না ।

দিল্লি, 21 সেপ্টেম্বর: দেশজুড়ে চলছে আনলক 4 । আর আজ থেকে হিমাচল প্রদেশ সহ কয়েকটি রাজ্যে আজ থেকে আংশিকভাবে খুলল স্কুল ।

নাইন থেকে টুয়েলভের পড়ুয়ারা চাইলে স্কুলে যেতে পারবে শিক্ষক-শিক্ষিকাদের থেকে পড়া বুঝতে । তবে তা বাধ্যতামূলক নয় । স্কুলে যেতে হলে অভিভাবকদের লিখিত অনুমতি ও সম্মতিপত্র লাগবে ।

স্কুলগুলিতে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের বেশকিছু নিয়মবিধি মানতে হবে ।

1. শারীরিক দূরত্ববিধি মানতে হবে । কমপক্ষে পারস্পরিক ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে ।

2. ফেস কভার/ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ।

3. সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে ।

4. অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাজ়ারও ব্যবহার করা যাবে ।

5. হাঁচি, কাশির সময় রুমাল, টিসু অথবা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে । ব্যবহারের পর টিসু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ।

6. যে কোনওরকম শারীরিক অসুস্থতার কথা দ্রুত জানাতে হবে ।

7. যেখানে সেখানে থুতু ফেলা যাবে না ।

Last Updated : Sep 21, 2020, 1:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.