ETV Bharat / bharat

আনলক 1: উত্তরপ্রদেশের সব জেলায় সংক্রমণ রুখতে বিশেষ নির্দেশ যোগী সরকারেরর - তাবলিঘি জামাত

আনলকের প্রথম দফার নিয়মকে মেনে চলার নির্দেশিকাকে কঠোরভাবে ধার্য করতে উত্তর প্রদেশের মুখ্যসচিবের প্রশাসনিক কর্তা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক ৷

locknow
আনলক 1: উত্তপ্রদেশের সব জেলাকে কোরোনা সংক্রমণ রুখতে বিশেষ নির্দেশ সরকারের
author img

By

Published : Jun 9, 2020, 10:40 AM IST

লখনউ, 9 জুন : আনলকের প্রথম দফায় শিথিল হচ্ছে নিয়ম ৷ খুলছে শপিংমল থেকে রেস্তরাঁ ৷ গতকাল উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজেন্দ্র কুমার তিওয়ারি বৈঠক করেন শপিং মল এবং রেস্তরাঁর মালিক, রাজ্য এবং জেলা প্রশাসক আধিকারিক এবং পুলিশ আধিকারিকের সঙ্গে ৷ তিনি মল বা রেস্তরাঁর মালিকদের শপিং কমপ্লেক্স বা রেস্তরাঁ খোলার যে সরকারি নির্দেশিকা আছে, সেগুলিকে মেনে চলার আবেদন জানান ৷ এছাড়াও নয়ডা-দিল্লি বর্ডারের যানজট সমস্যার সমাধান করতে তিনি নির্দেশ দেন ৷

উচ্চপর্যায়ের এই বৈঠকে , মুখ্যসচিব উপস্থিত প্রশাসনিক অধিকর্তাদের নির্দেশ দেন, সরকারের বেঁধে দেওয়া নিয়ম যাতে বিশেষভাবে মানা হয় , সেইদিকে নজর রাখতে ৷ পাশাপাশি দেখতে হবে যে সবাই যেন মাস্ক পরে, সামাজিক দূরত্বকে বজায় রেখে সামাজিক কাজ করেন ৷ অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্তি এই কথা জানান ৷

বৈঠকে আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে যে ইটভাটার শ্রমিকদের কোনও রকম মজুরি যেন বাকি না থাকে ৷ যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই ইটভাটার মলিকের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছেন যে রাজ্যের ইটভাটাগুলিতে ভিন রাজ্যের অনেক শ্রমিক রয়ে গেছেন ৷ বিশেষত, ছত্তিশগড়,পশ্চিমবঙ্গ, ওড়িশার বাসিন্দা এই শ্রমিকদের অতি সত্ত্বর নিজেদের রাজ্যে পাঠাতে হবে ৷ স্বাভাবিক করা হচ্ছে যাত্রীপরিবহন পরিষেবাকে ৷ পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত 1,633 টি ট্রেনে উত্তরপ্রদেশে ফিরেছেন 22.14 লাখ পরিযায়ী শ্রমিক ৷

তাবলিঘি জামাত মামলা প্রসঙ্গে তিনি জানান যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে অপরাধীদের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় ধৃতদের ছাড়া হবে কী হবে না সেই বিষয় কোর্টের আদেশের উপর নির্ভর করছে বলেই জানান তিনি ।

লখনউ, 9 জুন : আনলকের প্রথম দফায় শিথিল হচ্ছে নিয়ম ৷ খুলছে শপিংমল থেকে রেস্তরাঁ ৷ গতকাল উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজেন্দ্র কুমার তিওয়ারি বৈঠক করেন শপিং মল এবং রেস্তরাঁর মালিক, রাজ্য এবং জেলা প্রশাসক আধিকারিক এবং পুলিশ আধিকারিকের সঙ্গে ৷ তিনি মল বা রেস্তরাঁর মালিকদের শপিং কমপ্লেক্স বা রেস্তরাঁ খোলার যে সরকারি নির্দেশিকা আছে, সেগুলিকে মেনে চলার আবেদন জানান ৷ এছাড়াও নয়ডা-দিল্লি বর্ডারের যানজট সমস্যার সমাধান করতে তিনি নির্দেশ দেন ৷

উচ্চপর্যায়ের এই বৈঠকে , মুখ্যসচিব উপস্থিত প্রশাসনিক অধিকর্তাদের নির্দেশ দেন, সরকারের বেঁধে দেওয়া নিয়ম যাতে বিশেষভাবে মানা হয় , সেইদিকে নজর রাখতে ৷ পাশাপাশি দেখতে হবে যে সবাই যেন মাস্ক পরে, সামাজিক দূরত্বকে বজায় রেখে সামাজিক কাজ করেন ৷ অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্তি এই কথা জানান ৷

বৈঠকে আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে যে ইটভাটার শ্রমিকদের কোনও রকম মজুরি যেন বাকি না থাকে ৷ যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই ইটভাটার মলিকের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছেন যে রাজ্যের ইটভাটাগুলিতে ভিন রাজ্যের অনেক শ্রমিক রয়ে গেছেন ৷ বিশেষত, ছত্তিশগড়,পশ্চিমবঙ্গ, ওড়িশার বাসিন্দা এই শ্রমিকদের অতি সত্ত্বর নিজেদের রাজ্যে পাঠাতে হবে ৷ স্বাভাবিক করা হচ্ছে যাত্রীপরিবহন পরিষেবাকে ৷ পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত 1,633 টি ট্রেনে উত্তরপ্রদেশে ফিরেছেন 22.14 লাখ পরিযায়ী শ্রমিক ৷

তাবলিঘি জামাত মামলা প্রসঙ্গে তিনি জানান যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে অপরাধীদের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় ধৃতদের ছাড়া হবে কী হবে না সেই বিষয় কোর্টের আদেশের উপর নির্ভর করছে বলেই জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.