ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে ফের BJP নেতাকে লক্ষ্য করে গুলি - জম্মু-কাশ্মীরের বদগাম

Budgam
BJP নেতাকে লক্ষ্য করে গুলি
author img

By

Published : Aug 9, 2020, 8:08 AM IST

Updated : Aug 9, 2020, 9:29 AM IST

08:02 August 09

বডগাম , 9 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের বডগামে BJP-র OBC মোর্চার জেলা সভাপতিকে লক্ষ্য করে গুলি । নাম আবদুল হামিদ নজর । আজ সকালে প্রাতঃভ্রমণের সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । 

পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল কাশ্মীরের মহিন্দপোড়া এলাকায় তাঁর বাড়ি । আজ সকালে ওই এলাকাতেই তিনি প্রাতঃভ্রমণ করছিলেন । সেইসময় হঠাৎ-ই অজ্ঞাতপরিচয় জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে । ঘটনায় গুরুতর জখম হন তিনি ।

এনিয়ে গত কয়েকদিনে তিনবার BJP নেতা-কর্মীদের উপর হামলা চালানো হল। 6 অগাস্ট জম্মু-কাশ্মীরে কুলগামে এক BJP নেতাকে খুন করেছিল জঙ্গিরা । সাজাদ আহমেদ খানদায় নামে ওই ব্যক্তি কুলগাম জেলা BJP-র সহ সভাপতি ছিলেন । তার দু'দিন আগে অর্থাৎ 4 অগাস্ট অরিফ আহমেদ নামে BJP-র আরও এক পঞ্চায়েত প্রধানকে গুলি করেছিল জঙ্গিরা ।

এছাড়া জুলাই মাসে জম্মু-কাশ্মীরে বান্দিপোড়া জেলায় BJP নেতা ওয়াসিম আহমেদ বারিকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা । তাঁর বাবা ও ভাইকেও খুন করে ওই জঙ্গিরা । 

08:02 August 09

বডগাম , 9 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের বডগামে BJP-র OBC মোর্চার জেলা সভাপতিকে লক্ষ্য করে গুলি । নাম আবদুল হামিদ নজর । আজ সকালে প্রাতঃভ্রমণের সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । 

পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল কাশ্মীরের মহিন্দপোড়া এলাকায় তাঁর বাড়ি । আজ সকালে ওই এলাকাতেই তিনি প্রাতঃভ্রমণ করছিলেন । সেইসময় হঠাৎ-ই অজ্ঞাতপরিচয় জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে । ঘটনায় গুরুতর জখম হন তিনি ।

এনিয়ে গত কয়েকদিনে তিনবার BJP নেতা-কর্মীদের উপর হামলা চালানো হল। 6 অগাস্ট জম্মু-কাশ্মীরে কুলগামে এক BJP নেতাকে খুন করেছিল জঙ্গিরা । সাজাদ আহমেদ খানদায় নামে ওই ব্যক্তি কুলগাম জেলা BJP-র সহ সভাপতি ছিলেন । তার দু'দিন আগে অর্থাৎ 4 অগাস্ট অরিফ আহমেদ নামে BJP-র আরও এক পঞ্চায়েত প্রধানকে গুলি করেছিল জঙ্গিরা ।

এছাড়া জুলাই মাসে জম্মু-কাশ্মীরে বান্দিপোড়া জেলায় BJP নেতা ওয়াসিম আহমেদ বারিকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা । তাঁর বাবা ও ভাইকেও খুন করে ওই জঙ্গিরা । 

Last Updated : Aug 9, 2020, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.