ETV Bharat / bharat

প্রয়াত কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান

রামবিলাস পাসওয়ান
রামবিলাস পাসওয়ান
author img

By

Published : Oct 8, 2020, 8:48 PM IST

Updated : Oct 9, 2020, 10:33 AM IST

21:47 October 08

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান । বিগত কয়েক সপ্তাহ ধরে দিল্লির এক হাসপাতালে ভরতি ছিলেন তিনি ।

  • I am saddened beyond words. There is a void in our nation that will perhaps never be filled. Shri Ram Vilas Paswan Ji’s demise is a personal loss. I have lost a friend, valued colleague and someone who was extremely passionate to ensure every poor person leads a life of dignity. pic.twitter.com/2UUuPBjBrj

    — Narendra Modi (@narendramodi) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করে তিনটি টুইট করেছেন প্রধানমন্ত্রী । লিখেছেন, "শোক প্রকাশ করার ভাষা নেই । আমার এক বন্ধু, এক সহকর্মীকে হারালাম । গরিবরা যাতে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারে, তা নিশ্চিত করেছিলেন তিনি ।"

21:47 October 08

  • Shri Ram Vilas Paswan Ji rose in politics through hardwork and determination. As a young leader, he resisted tyranny and the assault on our democracy during the Emergency. He was an outstanding Parliamentarian and Minister, making lasting contributions in several policy areas. pic.twitter.com/naqx27xBoj

    — Narendra Modi (@narendramodi) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য একটি টুইটে তিনি লিখেছেন, "রামবিলাস পাসওয়ান একজন অসামান্য সাংসদ ও মন্ত্রী ছিলেন ।"

21:47 October 08

  • Working together, shoulder to shoulder with Paswan Ji has been an incredible experience. His interventions during Cabinet Meetings were insightful. From political wisdom, statesmanship to governance issues, he was brilliant. Condolences to his family and supporters. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃতীয় একটি টুইটে লেখেন, "কাঁধে কাঁধ মিলিয়ে রামবিলাস পাসওয়ানের সঙ্গে কাজ করেছি । ক্যাবিনেট বৈঠকের সময়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতেন ।"

21:33 October 08

  • रामविलास पासवान जी के असमय निधन का समाचार दुखद है। ग़रीब-दलित वर्ग ने आज अपनी एक बुलंद राजनैतिक आवाज़ खो दी।

    उनके परिवारजनों को मेरी संवेदनाएँ।

    — Rahul Gandhi (@RahulGandhi) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করে টুইট করেছে রাহুল গান্ধি । লিখেছেন, "রামবিলাস পাসওয়ানের অকাল প্রয়াণের খবর খুবই দুঃখজনক । আজ দেশের গরিব ও দলিত মানুষরা, তাঁদের হয়ে কথা বলার এক নেতাকে হারাল ।"

21:33 October 08

  • Chirag, shocked to hear about the demise of your father !

    Ram Vilas Paswan ji was a champion of the downtrodden and had immense faith in India’s pluralism & diversity.

    It’s a big loss for the nation. My condolences to you, your family and all his supporters https://t.co/8Nj9h5YxhY

    — Ahmed Patel (@ahmedpatel) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেছেন আহমেদ প্যাটেলও । চিরাগ পাসওয়ানের টুইট তুলে ধরে তিনি লিখেছেন, "চিরাগ আপনার বাবার মৃত্যুসংবাদ পেয়ে স্তম্ভিত । রামবিলাস পাসওয়ান দলিতদের হয়ে কথা বলতেন । ভারতের বহুত্ববাদ ও বৈচিত্রের উপর ভরসা রাখতেন । দেশের জন্য খুব বড় ক্ষতি । পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা ।"

21:31 October 08

  • In the demise of Union Minister Ram Vilas Paswan, the nation has lost a visionary leader. He was among the most active and longest-serving members of parliament. He was the voice of the oppressed, and championed the cause of the marginalized.

    — President of India (@rashtrapatibhvn) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ । টুইটারে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । লিখেছেন, "রামবিলাস পাসওয়ানের প্রয়াণে দেশ এক দূরদর্শী নেতাকে হারাল । তিনি দীর্ঘদিন সাংসদ ছিলেন এবং সবসময় সক্রিয় ভূমিকায় থাকতেন । তিনি শোষিতদের হয়ে ও দেশের প্রান্তিক স্তরের মানুষদের হয়ে সবসময় কথা বলতেন ।"

20:47 October 08

  • पापा....अब आप इस दुनिया में नहीं हैं लेकिन मुझे पता है आप जहां भी हैं हमेशा मेरे साथ हैं।
    Miss you Papa... pic.twitter.com/Qc9wF6Jl6Z

    — युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পটনা, 10 অক্টোবর : প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি দলের নেতা রামবিলাস পাসওয়ান । রাসবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর । বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই নেতা । সম্প্রতি দিল্লির এক হাসপাতালে হার্ট সার্জারিও হয়েছিল তাঁর ।

দেশের অন্যতম দলিত নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি । বিগত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । চিরাগ পাসওয়ান নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বর্ষীয়ান নেতার মৃত্যুর কথা জানিয়েছেন । লিখেছেন, "বাবা, তুমি এখন আর এই জগতে নেই । কিন্তু আমি জানি, তুমি যেখানেই থাকো, আমার সঙ্গে আছো । তোমাকে মিস করব বাবা... "

এদিকে সামনেই বিহারের বিধানসভা নির্বাচন । এবারের বিধানসভা ভোটে BJP ও JD(U) আসন সমঝোতায় এলেও একলা চলো নীতি নিয়েছেন চিরাগ পাসওয়ান । সম্প্রতি BJP ও JD (U) চিরাগের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেছে । এই পরিস্থিতিতে রামবিলাস পাসওয়ানের মৃত্যুতে বড় ধাক্কা খেল বিহারের রাজনীতি ।

শোকপ্রকাশ করে টুইট করেছেন মিলিন্দ দেওরা । লিখেছেন, "রামবিলাস পাসওয়ানের মৃত্যু দেশের রাজনীতি এবং সামাজিক ন্যায় আন্দোলনের জন্য বড় ধাক্কা ।"

21:47 October 08

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান । বিগত কয়েক সপ্তাহ ধরে দিল্লির এক হাসপাতালে ভরতি ছিলেন তিনি ।

  • I am saddened beyond words. There is a void in our nation that will perhaps never be filled. Shri Ram Vilas Paswan Ji’s demise is a personal loss. I have lost a friend, valued colleague and someone who was extremely passionate to ensure every poor person leads a life of dignity. pic.twitter.com/2UUuPBjBrj

    — Narendra Modi (@narendramodi) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করে তিনটি টুইট করেছেন প্রধানমন্ত্রী । লিখেছেন, "শোক প্রকাশ করার ভাষা নেই । আমার এক বন্ধু, এক সহকর্মীকে হারালাম । গরিবরা যাতে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারে, তা নিশ্চিত করেছিলেন তিনি ।"

21:47 October 08

  • Shri Ram Vilas Paswan Ji rose in politics through hardwork and determination. As a young leader, he resisted tyranny and the assault on our democracy during the Emergency. He was an outstanding Parliamentarian and Minister, making lasting contributions in several policy areas. pic.twitter.com/naqx27xBoj

    — Narendra Modi (@narendramodi) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য একটি টুইটে তিনি লিখেছেন, "রামবিলাস পাসওয়ান একজন অসামান্য সাংসদ ও মন্ত্রী ছিলেন ।"

21:47 October 08

  • Working together, shoulder to shoulder with Paswan Ji has been an incredible experience. His interventions during Cabinet Meetings were insightful. From political wisdom, statesmanship to governance issues, he was brilliant. Condolences to his family and supporters. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃতীয় একটি টুইটে লেখেন, "কাঁধে কাঁধ মিলিয়ে রামবিলাস পাসওয়ানের সঙ্গে কাজ করেছি । ক্যাবিনেট বৈঠকের সময়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতেন ।"

21:33 October 08

  • रामविलास पासवान जी के असमय निधन का समाचार दुखद है। ग़रीब-दलित वर्ग ने आज अपनी एक बुलंद राजनैतिक आवाज़ खो दी।

    उनके परिवारजनों को मेरी संवेदनाएँ।

    — Rahul Gandhi (@RahulGandhi) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করে টুইট করেছে রাহুল গান্ধি । লিখেছেন, "রামবিলাস পাসওয়ানের অকাল প্রয়াণের খবর খুবই দুঃখজনক । আজ দেশের গরিব ও দলিত মানুষরা, তাঁদের হয়ে কথা বলার এক নেতাকে হারাল ।"

21:33 October 08

  • Chirag, shocked to hear about the demise of your father !

    Ram Vilas Paswan ji was a champion of the downtrodden and had immense faith in India’s pluralism & diversity.

    It’s a big loss for the nation. My condolences to you, your family and all his supporters https://t.co/8Nj9h5YxhY

    — Ahmed Patel (@ahmedpatel) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেছেন আহমেদ প্যাটেলও । চিরাগ পাসওয়ানের টুইট তুলে ধরে তিনি লিখেছেন, "চিরাগ আপনার বাবার মৃত্যুসংবাদ পেয়ে স্তম্ভিত । রামবিলাস পাসওয়ান দলিতদের হয়ে কথা বলতেন । ভারতের বহুত্ববাদ ও বৈচিত্রের উপর ভরসা রাখতেন । দেশের জন্য খুব বড় ক্ষতি । পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা ।"

21:31 October 08

  • In the demise of Union Minister Ram Vilas Paswan, the nation has lost a visionary leader. He was among the most active and longest-serving members of parliament. He was the voice of the oppressed, and championed the cause of the marginalized.

    — President of India (@rashtrapatibhvn) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ । টুইটারে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । লিখেছেন, "রামবিলাস পাসওয়ানের প্রয়াণে দেশ এক দূরদর্শী নেতাকে হারাল । তিনি দীর্ঘদিন সাংসদ ছিলেন এবং সবসময় সক্রিয় ভূমিকায় থাকতেন । তিনি শোষিতদের হয়ে ও দেশের প্রান্তিক স্তরের মানুষদের হয়ে সবসময় কথা বলতেন ।"

20:47 October 08

  • पापा....अब आप इस दुनिया में नहीं हैं लेकिन मुझे पता है आप जहां भी हैं हमेशा मेरे साथ हैं।
    Miss you Papa... pic.twitter.com/Qc9wF6Jl6Z

    — युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পটনা, 10 অক্টোবর : প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি দলের নেতা রামবিলাস পাসওয়ান । রাসবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর । বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই নেতা । সম্প্রতি দিল্লির এক হাসপাতালে হার্ট সার্জারিও হয়েছিল তাঁর ।

দেশের অন্যতম দলিত নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি । বিগত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । চিরাগ পাসওয়ান নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বর্ষীয়ান নেতার মৃত্যুর কথা জানিয়েছেন । লিখেছেন, "বাবা, তুমি এখন আর এই জগতে নেই । কিন্তু আমি জানি, তুমি যেখানেই থাকো, আমার সঙ্গে আছো । তোমাকে মিস করব বাবা... "

এদিকে সামনেই বিহারের বিধানসভা নির্বাচন । এবারের বিধানসভা ভোটে BJP ও JD(U) আসন সমঝোতায় এলেও একলা চলো নীতি নিয়েছেন চিরাগ পাসওয়ান । সম্প্রতি BJP ও JD (U) চিরাগের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেছে । এই পরিস্থিতিতে রামবিলাস পাসওয়ানের মৃত্যুতে বড় ধাক্কা খেল বিহারের রাজনীতি ।

শোকপ্রকাশ করে টুইট করেছেন মিলিন্দ দেওরা । লিখেছেন, "রামবিলাস পাসওয়ানের মৃত্যু দেশের রাজনীতি এবং সামাজিক ন্যায় আন্দোলনের জন্য বড় ধাক্কা ।"

Last Updated : Oct 9, 2020, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.