ETV Bharat / bharat

কোরোনা-মুক্ত শাহ ? টুইট ঘিরে জল্পনা

অমিত শাহ না কি কোরোনা মুক্ত, টুইট করে জানিয়েছিলেন মনোজ তিওয়ারি । এরপরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানোন হয়, শাহর দ্বিতীয় দফায় COVID-19 পরীক্ষাই হয়নি । তারপর টুইট ডিলিট করেন মনোজ ।

amit shah
ফাইল ছবি
author img

By

Published : Aug 9, 2020, 12:08 PM IST

Updated : Aug 9, 2020, 3:19 PM IST

দিল্লি, 9 অগাস্ট : অমিত শাহ কোরোনা মুক্ত? দলের মুখপাত্রের টুইট ঘিরে বিতর্ক । প্রথমে দলের সাংসদ মনোজ তিওয়ারি টুইট করে জানান কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । কিন্তু কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়, শাহর দ্বিতীয় দফায় COVID-19 পরীক্ষাই হয়নি । এরপরই টুইটটা মুছে দেন মনোজ ।

কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে । মনোজের টুইট-স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি । পরস্পর বিরোধী বিবৃতি ঘিরে জল্পনা তুঙ্গে ।

manoj
এই টুইটই করেছিলেন মনোজ

2 অগাস্ট অমিত শাহর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভরতি হন । তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন সুশীলা কটারিয়া । নিজেই টুইট করে জানিয়েছিলেন কোরোনা সংক্রমণের কথা ।

জাতীয় শিক্ষানীতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন অমিত শাহ । সেই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । নিরাপত্তা বিধি বজায় রেখেই বৈঠক হয় । তারপরেই কোরোনা আক্রান্ত হন অমিত শাহ । তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের আইসোলেশনে যেতে অনুরোধ করেন শাহ ।

দিল্লি, 9 অগাস্ট : অমিত শাহ কোরোনা মুক্ত? দলের মুখপাত্রের টুইট ঘিরে বিতর্ক । প্রথমে দলের সাংসদ মনোজ তিওয়ারি টুইট করে জানান কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । কিন্তু কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়, শাহর দ্বিতীয় দফায় COVID-19 পরীক্ষাই হয়নি । এরপরই টুইটটা মুছে দেন মনোজ ।

কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে । মনোজের টুইট-স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি । পরস্পর বিরোধী বিবৃতি ঘিরে জল্পনা তুঙ্গে ।

manoj
এই টুইটই করেছিলেন মনোজ

2 অগাস্ট অমিত শাহর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভরতি হন । তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন সুশীলা কটারিয়া । নিজেই টুইট করে জানিয়েছিলেন কোরোনা সংক্রমণের কথা ।

জাতীয় শিক্ষানীতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন অমিত শাহ । সেই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । নিরাপত্তা বিধি বজায় রেখেই বৈঠক হয় । তারপরেই কোরোনা আক্রান্ত হন অমিত শাহ । তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের আইসোলেশনে যেতে অনুরোধ করেন শাহ ।

Last Updated : Aug 9, 2020, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.