দিল্লি, 30 নভেম্বর : 2021 সালের অগাস্টের মধ্য়ে দেশের প্রায় 30 কোটি মানুষকে কোরোনার প্রতিষেধক দেওয়া হবে ৷ সোমবার পুরাতন দিল্লি রেল স্টেশনের বাইরে মাস্ক ও সাবান বিতরণের মঞ্চ থেকে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন ৷ তবে, কোরোনা থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া আবশ্য়ক বলে মনে করিয়ে দেন তিনি ৷ তাই নয়, হর্ষ বর্ধন এও জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ের আগেই কোরোনার প্রতিষেধক পাওয়া যাবে ৷
সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী বছরের প্রথম 3-4 মাসের মধ্য়ে সাধারণ মানুষের কাছে কোরোনার প্রতিষেধক পৌঁছে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ৷ এমনকি জুলাই থেকে আগস্টের মধ্য়ে দেশের 25-30 কোটি মানুষের কাছে কোরোনার প্রতিষেধক পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান স্বাস্থ্য়মন্ত্রী ৷ সেই মতো কেন্দ্রীয় সরকার প্রস্তুতি শুরু করেছে বলেও জানিয়েছেন হর্ষ বর্ধন ৷ তবে, প্রতিষেধক এখনও আসেনি, আর তাই কোরোনার প্রভাব থেকে বাঁচতে প্রয়োজনীয় সব সতর্কতা নেওয়া প্রয়োজন বলে জানান তিনি ৷ সেখানে তাঁর আর্জি, সবাই যেন মনে রাখে কোরোনার প্রকোপ এখনও রয়েছে ৷ আর তার থেকে বাঁচতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি ৷
স্বাস্থ্য়মন্ত্রী মনে করিয়ে দেন, প্রায় 12 মাস ধরে দেশ কোরোনা ভাইরাসকে মাথায় নিয়ে লড়াই করে চলেছে ৷ আর এর থেকে বাঁচতে সবাইকে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে ৷ আর সেখানে পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্বের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷