ETV Bharat / bharat

5 জুলাই কেন্দ্রীয় বাজেট - prakash javrekar

5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । বাজেট অধিবেশন 17 জুন থেকে শুরু হয়ে চলবে 26 জুলাই পর্যন্ত । 19 জুন অধ্যক্ষ নির্বাচিত হবে ।

সংসদ
author img

By

Published : May 31, 2019, 8:16 PM IST

Updated : May 31, 2019, 8:55 PM IST

দিল্লি, 31 মে : 5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর । তিনি জানান, বাজেট অধিবেশন 17 জুন থেকে শুরু হয়ে চলবে 26 জুলাই পর্যন্ত । 19 জুন অধ্যক্ষ নির্বাচিত হবে ।

আজ নবনির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে সাউথ ব্লকে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম BJP নেতা যিনি তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন । এখনও পর্যন্ত এই তালিকায় ছিলেন কংগ্রেসের জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি ও মনমোহন সিং ।

লোকসভা ভোটে মোট 352 টি আসন পেয়েছে NDA । BJP একাই পেয়েছে 303 টি আসন । যেখানে কংগ্রেস পেয়েছে মাত্র 52 টি আসন ।

দিল্লি, 31 মে : 5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর । তিনি জানান, বাজেট অধিবেশন 17 জুন থেকে শুরু হয়ে চলবে 26 জুলাই পর্যন্ত । 19 জুন অধ্যক্ষ নির্বাচিত হবে ।

আজ নবনির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে সাউথ ব্লকে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম BJP নেতা যিনি তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন । এখনও পর্যন্ত এই তালিকায় ছিলেন কংগ্রেসের জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি ও মনমোহন সিং ।

লোকসভা ভোটে মোট 352 টি আসন পেয়েছে NDA । BJP একাই পেয়েছে 303 টি আসন । যেখানে কংগ্রেস পেয়েছে মাত্র 52 টি আসন ।

Intro:

বিধাননগর, ২৪মে: দিনদুপুরে দুঃসাহসিক লুঠের ঘটনা সল্টলেকে। গৃহকর্ত্রীর মাথায় আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে লক্ষাধিক টাকা এবং সোনার গহনা লুঠ করার অভিযোগ উঠল সল্টলেকে। প্রশ্নের মুখে নিরাপত্তা। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর গোয়েন্দা শাখা ও উত্তর থানার পুলিশ।

আজ দুপুরে সল্টলেকের বি ডি ব্লকের বাসিন্দা রাম চন্দ্র ধোনা নামক ব্যবসায়ীর বাড়িতে এক ব্যাক্তি এসে দরজায় ধাক্কা দেয়। সেই সময় ঘরে উপস্থিত ছিলেন গৃহকর্ত্রী রেনু ধোনা। গৃহকর্ত্রীকে ওই ব্যক্তি দরজা খুলতে বলে। মহিলা দরজা খুললেই তার উপর চড়াও হয় ওই ব্যক্তি। এর পরেই তাকে ঘরের ভিতরে ধাক্কা মেরে ফেলে বেধড়ক মারধর করেও মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। এর পরেই মহিলা অচৈতন্য হয়ে পড়লে ঘরে ঢুকে ওই ব্যক্তি আলমারি খুলে নগদ লক্ষাধিক টাকা এবং লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয়।

Body:আজ বিকেলে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানান রাম চন্দ্র ধোনা নামে ওই ব্যবসায়ী। তার আগে ঘটনাস্থলে পুলিশ এসে অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে খবর মহিলার মাথায় গুরুতর আঘাত লাগায় ওই ব্যক্তি সম্পর্কে আপাতত কোনো তথ্য তিনি দিতে পারছেননা। ঘটনাস্থলের আসেপাশে থাকা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। Conclusion:


পুলিশের প্রাথমিক অনুমান কোনো পূর্বপরিচিত ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। ওই বাড়িতে এর আগে যতজন পরিচারক বা পরিচারিকা কাজ করেছেন তাদেরকেও সন্দেহের তালিকায় রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর মহিলার অবস্থা স্থিতিশীল হলে তবেই মহিলার থেকে ওই ব্যক্তির স্কেচ তৈরি করা হতে পারে।
Last Updated : May 31, 2019, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.