ETV Bharat / bharat

সর্বস্তরের মানুষ উপকৃত হবেন এবারের বাজেটে, মনে করেন অনুরাগ - নির্মলা সীতারমন

কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেট দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আজ হায়দরবাদে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তাঁঁর মতে, এই বাজেটে সবস্তরের মানুষই উপকৃত হবে ৷

union-budget-2021-will-benefit-all-sections-anurag thakur
সর্বস্তরের মানুষ উপকৃত হবেন 2021-22 বাজেটে, মনে করেন অনুরাগ ঠাকুর
author img

By

Published : Feb 6, 2021, 7:27 PM IST

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি : 2021-2022 সালের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা কেন্দ্রীয় বাজেটে সবস্তরের মানুষই উপকৃত হবেন ৷ হায়দরাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কোরোনা মহামারির সময় যাতে কোনও মানুষের সমস্যা না হয়, তার জন্য সবরকম প্রয়োজনীয় পরিষেবা আমরা দিয়েছি ৷’’

একধাপ এগিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পেশ করা এই বাজেট সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তৈরি করা হয়েছে এবং এর ফলে সবাই উপকৃত হবেন ৷’’ তিনি এও বলেন, যে কেন্দ্রীয় সরকার তেলাঙ্গানাকে এড়িয়ে যায়নি ৷ এমনকী কোরোনা মহামারির সময়েও তেলাঙ্গানা রাজ্যের জন্য সবরকম সুবিধা প্রদান করেছে ৷

‘‘কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মত আমরা অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার জন্য অনেক প্রকল্প বরাদ্দ করেছি ৷ এমনকী তেলাঙ্গানার রেল পরিষেবা বিদ্যুতায়ন করার জন্যও আমরা অর্থ বরাদ্দ করেছি ৷ এই বাজেট অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করবে ৷’’

আরও পড়ুন :রেলের উন্নয়নে বরাদ্দ প্রায় 1 লাখ 10 হাজার কোটি

পাশাপাশি তেলাঙ্গানায় আরআইএনএল-র বেসরকারিকরণ কম্পানির এবং কর্মচারীদের উন্নতিতে সাহায্য করবে, সর্বোপরী দেশের পক্ষে তা লাভজনক হবে বলে জানান অনুরাগ ঠাকুর ৷

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি : 2021-2022 সালের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা কেন্দ্রীয় বাজেটে সবস্তরের মানুষই উপকৃত হবেন ৷ হায়দরাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কোরোনা মহামারির সময় যাতে কোনও মানুষের সমস্যা না হয়, তার জন্য সবরকম প্রয়োজনীয় পরিষেবা আমরা দিয়েছি ৷’’

একধাপ এগিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পেশ করা এই বাজেট সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তৈরি করা হয়েছে এবং এর ফলে সবাই উপকৃত হবেন ৷’’ তিনি এও বলেন, যে কেন্দ্রীয় সরকার তেলাঙ্গানাকে এড়িয়ে যায়নি ৷ এমনকী কোরোনা মহামারির সময়েও তেলাঙ্গানা রাজ্যের জন্য সবরকম সুবিধা প্রদান করেছে ৷

‘‘কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মত আমরা অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার জন্য অনেক প্রকল্প বরাদ্দ করেছি ৷ এমনকী তেলাঙ্গানার রেল পরিষেবা বিদ্যুতায়ন করার জন্যও আমরা অর্থ বরাদ্দ করেছি ৷ এই বাজেট অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করবে ৷’’

আরও পড়ুন :রেলের উন্নয়নে বরাদ্দ প্রায় 1 লাখ 10 হাজার কোটি

পাশাপাশি তেলাঙ্গানায় আরআইএনএল-র বেসরকারিকরণ কম্পানির এবং কর্মচারীদের উন্নতিতে সাহায্য করবে, সর্বোপরী দেশের পক্ষে তা লাভজনক হবে বলে জানান অনুরাগ ঠাকুর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.