ETV Bharat / bharat

সর্বস্তরের মানুষ উপকৃত হবেন এবারের বাজেটে, মনে করেন অনুরাগ

কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেট দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আজ হায়দরবাদে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তাঁঁর মতে, এই বাজেটে সবস্তরের মানুষই উপকৃত হবে ৷

union-budget-2021-will-benefit-all-sections-anurag thakur
সর্বস্তরের মানুষ উপকৃত হবেন 2021-22 বাজেটে, মনে করেন অনুরাগ ঠাকুর
author img

By

Published : Feb 6, 2021, 7:27 PM IST

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি : 2021-2022 সালের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা কেন্দ্রীয় বাজেটে সবস্তরের মানুষই উপকৃত হবেন ৷ হায়দরাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কোরোনা মহামারির সময় যাতে কোনও মানুষের সমস্যা না হয়, তার জন্য সবরকম প্রয়োজনীয় পরিষেবা আমরা দিয়েছি ৷’’

একধাপ এগিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পেশ করা এই বাজেট সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তৈরি করা হয়েছে এবং এর ফলে সবাই উপকৃত হবেন ৷’’ তিনি এও বলেন, যে কেন্দ্রীয় সরকার তেলাঙ্গানাকে এড়িয়ে যায়নি ৷ এমনকী কোরোনা মহামারির সময়েও তেলাঙ্গানা রাজ্যের জন্য সবরকম সুবিধা প্রদান করেছে ৷

‘‘কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মত আমরা অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার জন্য অনেক প্রকল্প বরাদ্দ করেছি ৷ এমনকী তেলাঙ্গানার রেল পরিষেবা বিদ্যুতায়ন করার জন্যও আমরা অর্থ বরাদ্দ করেছি ৷ এই বাজেট অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করবে ৷’’

আরও পড়ুন :রেলের উন্নয়নে বরাদ্দ প্রায় 1 লাখ 10 হাজার কোটি

পাশাপাশি তেলাঙ্গানায় আরআইএনএল-র বেসরকারিকরণ কম্পানির এবং কর্মচারীদের উন্নতিতে সাহায্য করবে, সর্বোপরী দেশের পক্ষে তা লাভজনক হবে বলে জানান অনুরাগ ঠাকুর ৷

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি : 2021-2022 সালের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা কেন্দ্রীয় বাজেটে সবস্তরের মানুষই উপকৃত হবেন ৷ হায়দরাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কোরোনা মহামারির সময় যাতে কোনও মানুষের সমস্যা না হয়, তার জন্য সবরকম প্রয়োজনীয় পরিষেবা আমরা দিয়েছি ৷’’

একধাপ এগিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পেশ করা এই বাজেট সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তৈরি করা হয়েছে এবং এর ফলে সবাই উপকৃত হবেন ৷’’ তিনি এও বলেন, যে কেন্দ্রীয় সরকার তেলাঙ্গানাকে এড়িয়ে যায়নি ৷ এমনকী কোরোনা মহামারির সময়েও তেলাঙ্গানা রাজ্যের জন্য সবরকম সুবিধা প্রদান করেছে ৷

‘‘কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মত আমরা অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার জন্য অনেক প্রকল্প বরাদ্দ করেছি ৷ এমনকী তেলাঙ্গানার রেল পরিষেবা বিদ্যুতায়ন করার জন্যও আমরা অর্থ বরাদ্দ করেছি ৷ এই বাজেট অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করবে ৷’’

আরও পড়ুন :রেলের উন্নয়নে বরাদ্দ প্রায় 1 লাখ 10 হাজার কোটি

পাশাপাশি তেলাঙ্গানায় আরআইএনএল-র বেসরকারিকরণ কম্পানির এবং কর্মচারীদের উন্নতিতে সাহায্য করবে, সর্বোপরী দেশের পক্ষে তা লাভজনক হবে বলে জানান অনুরাগ ঠাকুর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.