ETV Bharat / bharat

বাজেট 2020 : আয়করের ঊর্ধ্বসীমা বাড়বে ?

আয়কর থেকে শুরু করে স্থায়ী আমানতের সুদের উপর কর ৷ এবারের বাজেটে এই নিয়ে নতুন কোনও ঘোষণা কি করবেন অর্থমন্ত্রী ? সেদিকেই নজর আমজনতার ।

Budget 2020
ফাইল ছবি
author img

By

Published : Feb 1, 2020, 4:47 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড় দেওয়া হতে পারে ৷ জল্পনা চলছে অনেকদিন থেকেই ৷ আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তারপরই জানা যাবে বাজেটে কতটা হাসি ফুটবে মধ্যবিত্তের ৷

বর্তমানে বার্ষিক 5 লাখ পর্যন্ত আয়ে কোনও কর দিতে হয় না ৷ কিন্তু বার্ষিক আয় যদি সেই গণ্ডি পেরিয়ে 5-10 লাখের গণ্ডিতে ঢুকে যায়, তাহলেই 20 শতাংশ আয়কর দিতে হয় ৷ 10 লাখের বেশি বার্ষিক আয়ে 30 শতাংশ আয়কর ধার্য করা আছে ৷

সূত্রের খবর, এবারের সাধারণ বাজেটে বার্ষিক 7 লাখ পর্যন্ত আয়ে ব্যক্তিগত আয়কর একধাপে 20 শতাংশ থেকে কমিয়ে আনা হতে পারে 5 শতাংশ পর্যন্ত ৷ পাশাপাশি 7-10 লাখ পর্যন্ত আয়ে ব্যক্তিগত আয়কর কমে হতে পারে 10 শতাংশ ৷

আরও পড়ুন : কমছে প্রত্যক্ষ কর আদায় ; লক্ষ্য পূরণ সম্ভব নয়, বলছেন বিশেষজ্ঞরা

গত বছর থেকে কার্যত প্রায় মুখ থুবড়ে পড়েছে অটোমোবাইলস সংস্থাগুলি ৷ নতুন গাড়ি কেনার হার গত বছরে চোখে পড়ার মতো কমে গেছে ৷ নতুন সাধারণ বাজেটে আয়কর কমলে গাড়ির বাজারেও চাহিদা বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷

পাশপাশি ছাড় দেওয়া হতে পারে স্থায়ী আমানতের সুদেও ৷ দিল্লি থেকে কর বিশেষজ্ঞ কে কে মিত্তল দিনকয়েক আগেই বলেছিলেন, "আমার মনে হয়, সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি স্থায়ী আমানতের সুদ থেকে আয়ে আরও বেশি কর ছাড় দেওয়া উচিত ৷"

আরও পড়ুন : সাধারণ বাজেটে কর ব্যবস্থার সরলীকরণ হোক, চাইছেন ব্যবসায়ীরা

বর্তমানে স্থায়ী আমানতের সুদ থেকে 10 হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগে না ৷ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে (60 বছরের বেশি বয়স্ক আয়করদাতা) সেভিংস অ্যাকাউন্ট ও স্থায়ী আমানত থেকে বছরে 50 হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগে না ৷ এবারের বাজেটে স্থায়ী আমানত থেকে পাওয়া সুদের জন্য করের ঊর্ধ্বসীমা বাড়ানোর সম্ভাবনা আছে বলেও মনে করছেন কর বিশ্লেষকদের একাংশ ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড় দেওয়া হতে পারে ৷ জল্পনা চলছে অনেকদিন থেকেই ৷ আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তারপরই জানা যাবে বাজেটে কতটা হাসি ফুটবে মধ্যবিত্তের ৷

বর্তমানে বার্ষিক 5 লাখ পর্যন্ত আয়ে কোনও কর দিতে হয় না ৷ কিন্তু বার্ষিক আয় যদি সেই গণ্ডি পেরিয়ে 5-10 লাখের গণ্ডিতে ঢুকে যায়, তাহলেই 20 শতাংশ আয়কর দিতে হয় ৷ 10 লাখের বেশি বার্ষিক আয়ে 30 শতাংশ আয়কর ধার্য করা আছে ৷

সূত্রের খবর, এবারের সাধারণ বাজেটে বার্ষিক 7 লাখ পর্যন্ত আয়ে ব্যক্তিগত আয়কর একধাপে 20 শতাংশ থেকে কমিয়ে আনা হতে পারে 5 শতাংশ পর্যন্ত ৷ পাশাপাশি 7-10 লাখ পর্যন্ত আয়ে ব্যক্তিগত আয়কর কমে হতে পারে 10 শতাংশ ৷

আরও পড়ুন : কমছে প্রত্যক্ষ কর আদায় ; লক্ষ্য পূরণ সম্ভব নয়, বলছেন বিশেষজ্ঞরা

গত বছর থেকে কার্যত প্রায় মুখ থুবড়ে পড়েছে অটোমোবাইলস সংস্থাগুলি ৷ নতুন গাড়ি কেনার হার গত বছরে চোখে পড়ার মতো কমে গেছে ৷ নতুন সাধারণ বাজেটে আয়কর কমলে গাড়ির বাজারেও চাহিদা বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷

পাশপাশি ছাড় দেওয়া হতে পারে স্থায়ী আমানতের সুদেও ৷ দিল্লি থেকে কর বিশেষজ্ঞ কে কে মিত্তল দিনকয়েক আগেই বলেছিলেন, "আমার মনে হয়, সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি স্থায়ী আমানতের সুদ থেকে আয়ে আরও বেশি কর ছাড় দেওয়া উচিত ৷"

আরও পড়ুন : সাধারণ বাজেটে কর ব্যবস্থার সরলীকরণ হোক, চাইছেন ব্যবসায়ীরা

বর্তমানে স্থায়ী আমানতের সুদ থেকে 10 হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগে না ৷ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে (60 বছরের বেশি বয়স্ক আয়করদাতা) সেভিংস অ্যাকাউন্ট ও স্থায়ী আমানত থেকে বছরে 50 হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগে না ৷ এবারের বাজেটে স্থায়ী আমানত থেকে পাওয়া সুদের জন্য করের ঊর্ধ্বসীমা বাড়ানোর সম্ভাবনা আছে বলেও মনে করছেন কর বিশ্লেষকদের একাংশ ৷

Mumbai, Jan 31 (ANI): State Bank of India Chairman Rajnish Kumar shared his exceptions over Union Budget 2020. "I am expecting that the Budget will be on reviving the economic growth. I think expenditure on infrastructure might go up and some measures to revive the demand in the rural areas may also happen," said Rajnish Kumar.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.