ETV Bharat / bharat

গৃহ ঋণে ছাড়, বাড়ছে সোনার দাম - BJP

নির্মলা সীতারামন
author img

By

Published : Jul 5, 2019, 10:25 AM IST

Updated : Jul 5, 2019, 3:43 PM IST

2019-07-05 13:05:34

দিল্লি, 5 জুলাই : আজ সংসদে পেশ হল দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট । বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বাজেট নথি লাল শালুতে মুড়ে অর্থমন্ত্রী সংসদ ভবন ঢোকেন তিনি ।

কাজের ফাঁকে চোখ বাজেটে
কাজের ফাঁকে চোখ বাজেটে

2 থেকে 5 কোটি টাকা বার্ষিক আয়ের উপর সারচার্জ বৃদ্ধি

সোনা ও মূল্যবান ধাতুর আমদানি শুল্ক বাড়ছে

ক্রীড়াজগতের উন্নয়নে ন্যাশনাল স্পোর্টস বোর্ড গঠনের প্রস্তাব 

2019-07-05 13:00:05

ব্যাঙ্ক থেকে বছরে 1 কোটি রুপির বেশি নগদ তুললে 2 শতাংশ লেভি ধার্য হবে

ডিজ়িটাল পেমেন্টে কোনও চার্জ লাগবে না 

2019-07-05 12:59:19

এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণে ফের চেষ্টা করবে সরকার 

2019-07-05 12:57:59

PAN কার্ডের বিকল্প হিসেবে আধার কার্ড ব্যবহারের প্রস্তাব 

2019-07-05 12:50:43

45 লাখ টাকা পর্যন্ত গৃহ ঋণে ছাড়

2019-07-05 12:49:28

অন্ধদের ব্যবহারের সুবিধার জন্য নতুন 1, 2, 5, 10, ও 20 রুপির কয়েন চালু করা হয়েছিল চলতি বছরের মার্চে । সেই কয়েন এবার সাধারণের ব্যবহারের জন্য বাজারে ছাড়া হবে 

2019-07-05 12:47:46

কম্পানি কর ছাড়ে বড় ঘোষণা । আগে 250 কোটি টাকা বাৎসরিক টার্নওভারে কর ছিল 25 শতাংশ । বাৎসরিক টার্নওভারের উর্ধ্বসীমা বাড়িয়ে করা হল 400 কোটি টাকা । 

2019-07-05 12:44:22

আর্থিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত নয় এমন পাবলিক সেক্টরগুলিতে প্রয়োজনে সরকারের শেয়ারের পরিমাণ 51 শতাংশের কম রাখার ব্যাপারে প্রস্তাব

2019-07-05 12:34:23

মা সোনিয়া গান্ধির পাশে বসে বাজেট শুনছেন রাহুল গান্ধি
মা সোনিয়া গান্ধির পাশে বসে বাজেট শুনছেন রাহুল গান্ধি

প্রতক্ষ্য কর বেড়েছে 6.8 লাখ কোটি টাকা থেকে 11.37 লাখ কোটি টাকা

2019-07-05 12:28:46

4 হাজার কোটি রুপির অনুৎপাদক সম্পদ উদ্ধার গত 4 বছরে 

গত 1 বছরে অনুৎপাদক সম্পদের পরিমাণ 1 লাখ কোটি টাকা কমেছে 

2019-07-05 12:24:01

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে 70 হাজার কোটি টাকা সাহায্য

2019-07-05 12:20:02

17টি বিশেষ পর্যটনকেন্দ্র 

আদিবাসীদের সংস্কৃতি রক্ষার জন্য বিশেষ আর্কাইভ
 

2019-07-05 12:16:46

NRI - দের জন্য আধার কার্ড 

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 1 লাখ টাকা ঋণ

উচ্চ শিক্ষায় 400 কোটি টাকা বরাদ্দ 

2019-07-05 12:14:32

মহিলাদের জমির অধিকার আরও সুরক্ষিত করা হবে 

মহিলা স্বরোজগার যোজনায় 1 লাখ টাকা ঋণ    

2019-07-05 12:09:57

1 কোটি পড়ুয়াকে কারিগরি শিক্ষা

ডিজ়িটাল পেমেন্টে আরও জোর 

দূষণ কমাতে দেশে 35 কোটি LED সরবরাহ করা হবে । 18 হাজার কোটি রুপি বাঁচছে LED ব্যবহারের জন্য 

নতুন প্রকল্প "নারী টু নারায়ণী" । মহিলাদের উন্নতি না হলে দেশের উন্নতি হয় না, বিবেকানন্দের উক্তি উদ্ধৃত করে বললেন নির্মলা সীতারামন 
 

2019-07-05 12:07:01

শ্রম আইনের বদলে আসছে শ্রমবিধি । চারটি নতুন শ্রমবিধি আসছে 

নতুন শিক্ষানীতি চালুর প্রস্তাব 

SEZ-এ বিশ্বকে নতুন দিশা দেখাবে ভারত 

2019-07-05 12:03:12

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, রোবোটিক্স ও ভার্চুয়াল রিয়ালিটি গবেষণায় বিশেষ জোর 

নতুন শ্রম আইন আসছে 

2019-07-05 12:01:57

NRI পোর্টফোলিও ইনভেস্টমেন্টকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে 

2019-07-05 11:59:32

অনলাইন কোর্সে জোর । IISC এবং IIT গুলি একসঙ্গে কাজ করবে । এক্সচেঞ্জ প্রোগ্রামে গুরুত্ব 

"স্টাডি ইন ইন্ডিয়া" প্রোগ্রাম লঞ্চ করা হবে 

2019-07-05 11:57:17

ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি হবে 

2019-07-05 11:55:12

দেশের 95 শতাংশ শহরে স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরি সম্ভব হয়েছে

মহাত্মা গান্ধির আদর্শে দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করতে এনসাইক্লোপিডিয়ার আদলে তৈরি হবে "গান্ধিপিডিয়া"

2019-07-05 11:54:03

1 কোটি নাগরিক স্বচ্ছতা অ্যাপ ফোনে ডাউনলোড করেছেন 

দেশের 95 শতাংশ শহরে স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরি সম্ভব হয়েছে

2019-07-05 11:51:12

5.6 কোটি গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরির প্রস্তাব 

প্রতিটি পঞ্চায়েতে ইন্টারনেট সংযোগ 

বিমা ক্ষেত্রে 100 শতাংশ বিদেশি বিনিয়োগ

2019-07-05 11:50:19

মহাকাশ বিজ্ঞান গবেষণায় উন্নতিতে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড তৈরি করা হবে 

2019-07-05 11:47:21

10 হাজার নতুন কৃষি সংস্থা তৈরির প্রস্তাব

জলশক্তি মন্ত্রককে আরও বেশি গুরুত্ব ।  

নতুন প্রকল্প "হর ঘর জল" 

2024- এর মধ্যে দেশের প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল 

2019-07-05 11:45:55

বাজেটের লক্ষ্য গাঁও, গরিব, কিষাণ ।

75 হাজার উদ্যোগপতিকে প্রশিক্ষণ দেওয়া হবে 

2019-07-05 11:42:30

অভ্যন্তরীণ শুল্ক রীতিতে পরিবর্তন আসছে

2019-07-05 11:38:52

প্রতিটি বাড়িতে বিদ্যুৎ ও স্বচ্ছ রান্নাঘর 

প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2022 -এর মধ্যে 1.9 কোটি বাড়ি

প্রতিটি গ্রামীণ পরিবারে আমূল পরিবর্তন এসেছে । 7 কোটি পরিবারে LPG সংযোগ 

সংবাদমাধ্যমে বিদেশি বিনিয়োগের সীমা বাড়ছে
 

2019-07-05 11:35:20

প্রধানমন্ত্রী কর্মযোগী মান ধন প্রকল্পে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্প 

2019-07-05 11:32:52

 বিদ্যুৎ আইনে পরিবর্তন । বিদ্যুৎ চালিত গাড়ি কিনলে বিশেষ ছাড় ।

2019-07-05 11:30:52

নতুন বাড়িভাড়া আইন 

ক্লিন এনার্জিতে জোর । বিদ্যুৎ চালিত গাড়ির জন্য 10 হাজার কোটি রুপি বিনিয়োগ ।

2019-07-05 11:30:03

SEBI-র আওতায় সোশাল স্টক এক্সচেঞ্জের প্রস্তাব । ট্রেজ়ারি বিলে রিটেল বিনিয়োগে জোর

নতুন বাড়িভাড়া আইন 
 

2019-07-05 11:24:48

হলদিয়া, ফরাক্কার উন্নয়নে ব্যবস্থা । ফরাক্কায় টার্মিনাল লক তৈরি হবে 
 

2019-07-05 11:18:40

ট্রেন ও বাসের জন্য নতুন অভিন্ন স্মার্ট কার্ড 

খাদ্য নিরাপত্তায় দ্বিগুণ অর্থ বরাদ্দ

ভারতমালা-২ প্রকল্পের অধীনে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নত করা হবে

রাজ্যগুলিকে নিজস্ব রাস্তা তৈরিতে সাহায্য করা হবে 

জল পরিবহণের আওতায় সাহেবগঞ্জ ও হলদিয়াকে অন্তর্ভূক্ত করা হবে

2030 সালের মধ্যে রেলে 50 লক্ষ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব

সুলভ বিদ্যুতের জন্য ওয়ান নেশন ওয়ান গ্রিডের প্রস্তাব

শষ্যে ভর্তুকি বাড়ছে

2019-07-05 11:17:09

বাজেটে 300 কিমি নতুন মেট্রো রেললাইন তৈরির প্রস্তাব

2019-07-05 11:15:01

অর্থমন্ত্রী : সাগরমালা প্রকল্প বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত করবে । লাল ফিতাশাহির দিন শেষ । যোগাযোগ অর্থনীতির মূল চালিকাশক্তি ।  

2019-07-05 11:09:56

অর্থমন্ত্রী : আমাদের লক্ষ্য হল মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ননেন্স ।

বাজেটে নদী প্রকল্প ও জল সংরক্ষণে গুরুত্ব । 10 বছরের মধ্যে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরির লক্ষ্যমাত্রা । 

অর্থমন্ত্রী : আমাদের অর্থনীতি বিশ্বের ষষ্ঠতম । রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম হল সাফল্যের চাবিকাঠি ।

2019-07-05 11:08:44

একমুখী চেষ্টা থাকলে সাফল্য আসবেই । বাজেট পেশের বক্তৃতায় মন্তব্য অর্থমন্ত্রীর । বললেন আমরা আমাদের লক্ষে স্থির রয়েছি। 

2019-07-05 11:01:16

সংসদে বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

2019-07-05 10:59:57

দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট নিয়ে শিল্পমহলে প্রত্যাশা তুঙ্গে । বাজেট পেশের আগেই BSE -র সূচক ছাড়াল 40 হাজার, NIFTY ছুঁল প্রায় ১২ হাজার 

2019-07-05 10:54:48


কেন্দ্রীয় মন্ত্রিসভা বাজেট অনুমোদন করল । 

আর কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

2019-07-05 10:47:39

সংসদ চত্বরে কড়া নিরাপত্তায় বাজেটের নথি
সংসদ চত্বরে কড়া নিরাপত্তায় বাজেটের নথি

নির্মলা সীতারামনের বাবা-মা নারায়ণন ও সাবিত্রী সীতারামন সংসদ ভবনে পৌঁছালেন 

2019-07-05 10:41:05

undefined

সংসদে পৌঁছালেন নরেন্দ্র মোদি

2019-07-05 10:32:20

সংসদীয় বৈঠকে নির্মলা সীতারামন

সংসদীয় বৈঠকে নির্মলা সীতারামন

সংসদে পৌঁছাল বাজেটের নথি

2019-07-05 08:03:09

নির্মলা সীতারামনের হাতে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে লালশালুতে মোড়া বাজেটের নথি

তিনি পৌঁছালেন । দেশের প্রথম মহিলা পূর্ণাঙ্গ অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে সংসদে পৌঁছালেন নির্মলা সীতারামন । শুরুতেই চমক । এতদিন সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রীরা ব্রিফকেস নিয়ে সংসদ ভবনে ঢুকতেন । অর্থমন্ত্রীরা সেই ব্রিফকেস তুলে ফোটো সেশনে দাঁড়াতেন সাংবাদিকদের সামনে ।  কিন্তু নির্মলা সীতারামনের হাতে আজ ব্রিফকেস ছিল না । তার বদলে ছিল ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে লালশালুতে মোড়া বাজেটের নথি ।

একাধিক চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে । দেশকে অর্থনীতির মানচিত্রে মূল ট্র্যাকে ফেরানো । বেকারত্ব, ভঙ্গুর আর্থিক অবস্থা, বিপুল ঋণের চাপ থেকে দেশকে উদ্ধার করা । নতুন অর্থমন্ত্রী হিসেবে নির্মলার আরও একটি চ্যালেঞ্জ, আগামী পাঁচ বছরের মধ্যে মোদির নির্বাচন প্রতিশ্রুতি পূরণের রূপরেখা তৈরি করা । এমন সব চ্যালেঞ্জকে কী ভাবে মোকাবিলা অর্থমন্ত্রী সেটারই প্রতীক্ষা । 

2019-07-05 13:05:34

দিল্লি, 5 জুলাই : আজ সংসদে পেশ হল দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট । বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বাজেট নথি লাল শালুতে মুড়ে অর্থমন্ত্রী সংসদ ভবন ঢোকেন তিনি ।

কাজের ফাঁকে চোখ বাজেটে
কাজের ফাঁকে চোখ বাজেটে

2 থেকে 5 কোটি টাকা বার্ষিক আয়ের উপর সারচার্জ বৃদ্ধি

সোনা ও মূল্যবান ধাতুর আমদানি শুল্ক বাড়ছে

ক্রীড়াজগতের উন্নয়নে ন্যাশনাল স্পোর্টস বোর্ড গঠনের প্রস্তাব 

2019-07-05 13:00:05

ব্যাঙ্ক থেকে বছরে 1 কোটি রুপির বেশি নগদ তুললে 2 শতাংশ লেভি ধার্য হবে

ডিজ়িটাল পেমেন্টে কোনও চার্জ লাগবে না 

2019-07-05 12:59:19

এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণে ফের চেষ্টা করবে সরকার 

2019-07-05 12:57:59

PAN কার্ডের বিকল্প হিসেবে আধার কার্ড ব্যবহারের প্রস্তাব 

2019-07-05 12:50:43

45 লাখ টাকা পর্যন্ত গৃহ ঋণে ছাড়

2019-07-05 12:49:28

অন্ধদের ব্যবহারের সুবিধার জন্য নতুন 1, 2, 5, 10, ও 20 রুপির কয়েন চালু করা হয়েছিল চলতি বছরের মার্চে । সেই কয়েন এবার সাধারণের ব্যবহারের জন্য বাজারে ছাড়া হবে 

2019-07-05 12:47:46

কম্পানি কর ছাড়ে বড় ঘোষণা । আগে 250 কোটি টাকা বাৎসরিক টার্নওভারে কর ছিল 25 শতাংশ । বাৎসরিক টার্নওভারের উর্ধ্বসীমা বাড়িয়ে করা হল 400 কোটি টাকা । 

2019-07-05 12:44:22

আর্থিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত নয় এমন পাবলিক সেক্টরগুলিতে প্রয়োজনে সরকারের শেয়ারের পরিমাণ 51 শতাংশের কম রাখার ব্যাপারে প্রস্তাব

2019-07-05 12:34:23

মা সোনিয়া গান্ধির পাশে বসে বাজেট শুনছেন রাহুল গান্ধি
মা সোনিয়া গান্ধির পাশে বসে বাজেট শুনছেন রাহুল গান্ধি

প্রতক্ষ্য কর বেড়েছে 6.8 লাখ কোটি টাকা থেকে 11.37 লাখ কোটি টাকা

2019-07-05 12:28:46

4 হাজার কোটি রুপির অনুৎপাদক সম্পদ উদ্ধার গত 4 বছরে 

গত 1 বছরে অনুৎপাদক সম্পদের পরিমাণ 1 লাখ কোটি টাকা কমেছে 

2019-07-05 12:24:01

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে 70 হাজার কোটি টাকা সাহায্য

2019-07-05 12:20:02

17টি বিশেষ পর্যটনকেন্দ্র 

আদিবাসীদের সংস্কৃতি রক্ষার জন্য বিশেষ আর্কাইভ
 

2019-07-05 12:16:46

NRI - দের জন্য আধার কার্ড 

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 1 লাখ টাকা ঋণ

উচ্চ শিক্ষায় 400 কোটি টাকা বরাদ্দ 

2019-07-05 12:14:32

মহিলাদের জমির অধিকার আরও সুরক্ষিত করা হবে 

মহিলা স্বরোজগার যোজনায় 1 লাখ টাকা ঋণ    

2019-07-05 12:09:57

1 কোটি পড়ুয়াকে কারিগরি শিক্ষা

ডিজ়িটাল পেমেন্টে আরও জোর 

দূষণ কমাতে দেশে 35 কোটি LED সরবরাহ করা হবে । 18 হাজার কোটি রুপি বাঁচছে LED ব্যবহারের জন্য 

নতুন প্রকল্প "নারী টু নারায়ণী" । মহিলাদের উন্নতি না হলে দেশের উন্নতি হয় না, বিবেকানন্দের উক্তি উদ্ধৃত করে বললেন নির্মলা সীতারামন 
 

2019-07-05 12:07:01

শ্রম আইনের বদলে আসছে শ্রমবিধি । চারটি নতুন শ্রমবিধি আসছে 

নতুন শিক্ষানীতি চালুর প্রস্তাব 

SEZ-এ বিশ্বকে নতুন দিশা দেখাবে ভারত 

2019-07-05 12:03:12

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, রোবোটিক্স ও ভার্চুয়াল রিয়ালিটি গবেষণায় বিশেষ জোর 

নতুন শ্রম আইন আসছে 

2019-07-05 12:01:57

NRI পোর্টফোলিও ইনভেস্টমেন্টকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে 

2019-07-05 11:59:32

অনলাইন কোর্সে জোর । IISC এবং IIT গুলি একসঙ্গে কাজ করবে । এক্সচেঞ্জ প্রোগ্রামে গুরুত্ব 

"স্টাডি ইন ইন্ডিয়া" প্রোগ্রাম লঞ্চ করা হবে 

2019-07-05 11:57:17

ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি হবে 

2019-07-05 11:55:12

দেশের 95 শতাংশ শহরে স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরি সম্ভব হয়েছে

মহাত্মা গান্ধির আদর্শে দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করতে এনসাইক্লোপিডিয়ার আদলে তৈরি হবে "গান্ধিপিডিয়া"

2019-07-05 11:54:03

1 কোটি নাগরিক স্বচ্ছতা অ্যাপ ফোনে ডাউনলোড করেছেন 

দেশের 95 শতাংশ শহরে স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরি সম্ভব হয়েছে

2019-07-05 11:51:12

5.6 কোটি গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরির প্রস্তাব 

প্রতিটি পঞ্চায়েতে ইন্টারনেট সংযোগ 

বিমা ক্ষেত্রে 100 শতাংশ বিদেশি বিনিয়োগ

2019-07-05 11:50:19

মহাকাশ বিজ্ঞান গবেষণায় উন্নতিতে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড তৈরি করা হবে 

2019-07-05 11:47:21

10 হাজার নতুন কৃষি সংস্থা তৈরির প্রস্তাব

জলশক্তি মন্ত্রককে আরও বেশি গুরুত্ব ।  

নতুন প্রকল্প "হর ঘর জল" 

2024- এর মধ্যে দেশের প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল 

2019-07-05 11:45:55

বাজেটের লক্ষ্য গাঁও, গরিব, কিষাণ ।

75 হাজার উদ্যোগপতিকে প্রশিক্ষণ দেওয়া হবে 

2019-07-05 11:42:30

অভ্যন্তরীণ শুল্ক রীতিতে পরিবর্তন আসছে

2019-07-05 11:38:52

প্রতিটি বাড়িতে বিদ্যুৎ ও স্বচ্ছ রান্নাঘর 

প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2022 -এর মধ্যে 1.9 কোটি বাড়ি

প্রতিটি গ্রামীণ পরিবারে আমূল পরিবর্তন এসেছে । 7 কোটি পরিবারে LPG সংযোগ 

সংবাদমাধ্যমে বিদেশি বিনিয়োগের সীমা বাড়ছে
 

2019-07-05 11:35:20

প্রধানমন্ত্রী কর্মযোগী মান ধন প্রকল্পে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্প 

2019-07-05 11:32:52

 বিদ্যুৎ আইনে পরিবর্তন । বিদ্যুৎ চালিত গাড়ি কিনলে বিশেষ ছাড় ।

2019-07-05 11:30:52

নতুন বাড়িভাড়া আইন 

ক্লিন এনার্জিতে জোর । বিদ্যুৎ চালিত গাড়ির জন্য 10 হাজার কোটি রুপি বিনিয়োগ ।

2019-07-05 11:30:03

SEBI-র আওতায় সোশাল স্টক এক্সচেঞ্জের প্রস্তাব । ট্রেজ়ারি বিলে রিটেল বিনিয়োগে জোর

নতুন বাড়িভাড়া আইন 
 

2019-07-05 11:24:48

হলদিয়া, ফরাক্কার উন্নয়নে ব্যবস্থা । ফরাক্কায় টার্মিনাল লক তৈরি হবে 
 

2019-07-05 11:18:40

ট্রেন ও বাসের জন্য নতুন অভিন্ন স্মার্ট কার্ড 

খাদ্য নিরাপত্তায় দ্বিগুণ অর্থ বরাদ্দ

ভারতমালা-২ প্রকল্পের অধীনে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নত করা হবে

রাজ্যগুলিকে নিজস্ব রাস্তা তৈরিতে সাহায্য করা হবে 

জল পরিবহণের আওতায় সাহেবগঞ্জ ও হলদিয়াকে অন্তর্ভূক্ত করা হবে

2030 সালের মধ্যে রেলে 50 লক্ষ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব

সুলভ বিদ্যুতের জন্য ওয়ান নেশন ওয়ান গ্রিডের প্রস্তাব

শষ্যে ভর্তুকি বাড়ছে

2019-07-05 11:17:09

বাজেটে 300 কিমি নতুন মেট্রো রেললাইন তৈরির প্রস্তাব

2019-07-05 11:15:01

অর্থমন্ত্রী : সাগরমালা প্রকল্প বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত করবে । লাল ফিতাশাহির দিন শেষ । যোগাযোগ অর্থনীতির মূল চালিকাশক্তি ।  

2019-07-05 11:09:56

অর্থমন্ত্রী : আমাদের লক্ষ্য হল মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ননেন্স ।

বাজেটে নদী প্রকল্প ও জল সংরক্ষণে গুরুত্ব । 10 বছরের মধ্যে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরির লক্ষ্যমাত্রা । 

অর্থমন্ত্রী : আমাদের অর্থনীতি বিশ্বের ষষ্ঠতম । রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম হল সাফল্যের চাবিকাঠি ।

2019-07-05 11:08:44

একমুখী চেষ্টা থাকলে সাফল্য আসবেই । বাজেট পেশের বক্তৃতায় মন্তব্য অর্থমন্ত্রীর । বললেন আমরা আমাদের লক্ষে স্থির রয়েছি। 

2019-07-05 11:01:16

সংসদে বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

2019-07-05 10:59:57

দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট নিয়ে শিল্পমহলে প্রত্যাশা তুঙ্গে । বাজেট পেশের আগেই BSE -র সূচক ছাড়াল 40 হাজার, NIFTY ছুঁল প্রায় ১২ হাজার 

2019-07-05 10:54:48


কেন্দ্রীয় মন্ত্রিসভা বাজেট অনুমোদন করল । 

আর কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

2019-07-05 10:47:39

সংসদ চত্বরে কড়া নিরাপত্তায় বাজেটের নথি
সংসদ চত্বরে কড়া নিরাপত্তায় বাজেটের নথি

নির্মলা সীতারামনের বাবা-মা নারায়ণন ও সাবিত্রী সীতারামন সংসদ ভবনে পৌঁছালেন 

2019-07-05 10:41:05

undefined

সংসদে পৌঁছালেন নরেন্দ্র মোদি

2019-07-05 10:32:20

সংসদীয় বৈঠকে নির্মলা সীতারামন

সংসদীয় বৈঠকে নির্মলা সীতারামন

সংসদে পৌঁছাল বাজেটের নথি

2019-07-05 08:03:09

নির্মলা সীতারামনের হাতে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে লালশালুতে মোড়া বাজেটের নথি

তিনি পৌঁছালেন । দেশের প্রথম মহিলা পূর্ণাঙ্গ অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে সংসদে পৌঁছালেন নির্মলা সীতারামন । শুরুতেই চমক । এতদিন সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রীরা ব্রিফকেস নিয়ে সংসদ ভবনে ঢুকতেন । অর্থমন্ত্রীরা সেই ব্রিফকেস তুলে ফোটো সেশনে দাঁড়াতেন সাংবাদিকদের সামনে ।  কিন্তু নির্মলা সীতারামনের হাতে আজ ব্রিফকেস ছিল না । তার বদলে ছিল ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে লালশালুতে মোড়া বাজেটের নথি ।

একাধিক চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে । দেশকে অর্থনীতির মানচিত্রে মূল ট্র্যাকে ফেরানো । বেকারত্ব, ভঙ্গুর আর্থিক অবস্থা, বিপুল ঋণের চাপ থেকে দেশকে উদ্ধার করা । নতুন অর্থমন্ত্রী হিসেবে নির্মলার আরও একটি চ্যালেঞ্জ, আগামী পাঁচ বছরের মধ্যে মোদির নির্বাচন প্রতিশ্রুতি পূরণের রূপরেখা তৈরি করা । এমন সব চ্যালেঞ্জকে কী ভাবে মোকাবিলা অর্থমন্ত্রী সেটারই প্রতীক্ষা । 

Indore (MP), Jul 05 (ANI): A woman gave birth to a child on a rickshaw outside Kathi District Hospital in Madhya Pradesh's Indore due to non-availability of ambulance on time. Dr. Jay Prakash said, "Due to some misunderstanding we couldn't admit the woman, later entire medical staff helped her." He added, "Both mother and child are healthy now. The ambulance couldn't reach the woman on time as it had gone to Jabalpur with a serious patient."
Last Updated : Jul 5, 2019, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.