ETV Bharat / bharat

রেল বাজেটে উদারহস্ত নির্মলা, অনুমোদন 300 কিমি মেট্রো প্রকল্পের - Nirmala Sitaraman

নির্মলা সীতারামন জানালেন, শুধুমাত্র রেলের পরিকাঠামোয় আগামী 11 বছরে (2030 সাল পর্যন্ত) 50 লাখ কোটি টাকা খরচ করা হবে ।

ভারতীয় রেল- ফাইল ছবি
author img

By

Published : Jul 5, 2019, 3:44 PM IST

দিল্লি, 5 জুলাই: দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদী সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট।
বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে রেলের পরিকাঠামো নির্মাণের কথা ঘোষণা করা হল। নির্মলা সীতারামন জানালেন, শুধুমাত্র রেলের পরিকাঠামোয় আগামী 11 বছরে (2030 সাল পর্যন্ত) 50 লাখ কোটি টাকা খরচ করা হবে এই খাতে। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করবে রেল। রেলে 'আদর্শ ভাড়া' চালুর ঘোষণাও করেন সীতারামন। দেশে আরও 300 কিলোমিটার মেট্রো রেল প্রকল্পের অনুমোদনও দিয়েছে কেন্দ্র। তবে নতুন কোনও ট্রেনের কথা ঘোষণা করা হয়নি ।
রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।

2022 সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ফ্রেট করিডরের কাজ। এর ফলে রেল লাইনের উপরে চাপ কমার কথা। এর ফলে আগামী দিনে সেমি-হাইস্পিড ট্রেন চালানো সম্ভব হবে।
ছোট শহরে রেলের উন্নয়নে এসপিভি-র উপরে জোর দিয়েছে সরকার। সেমি হাইস্পিড ট্রেনের সংখ্যাও বাড়ার কথা। সময়ে ট্রেন চালানোর উপরেও জোর দিয়েছে কেন্দ্র।

রেলের টিকিটের দাম বাড়েনি। তবে ভবিষ্যতে আদর্শ ভাড়া প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আজ। বিশেষজ্ঞদের মত, রেলের ক্ষতির পরিমাণ কমাতে এই ভাড়া বাজারের উপরে ছেড়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন : বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের প্রস্তাব

যাত্রী স্বাচ্ছন্দ্য, সুযোগ সুবিধা ও নিরাপত্তায় জোর দিয়েছেন অর্থমন্ত্রী। ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলার কথাও বলা হয় । ট্রেনের গতি বাড়ানোর চেষ্টাও জারি থাকবে, এমনটাই উল্লেখ করেন তিনি।

দিল্লি, 5 জুলাই: দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদী সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট।
বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে রেলের পরিকাঠামো নির্মাণের কথা ঘোষণা করা হল। নির্মলা সীতারামন জানালেন, শুধুমাত্র রেলের পরিকাঠামোয় আগামী 11 বছরে (2030 সাল পর্যন্ত) 50 লাখ কোটি টাকা খরচ করা হবে এই খাতে। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করবে রেল। রেলে 'আদর্শ ভাড়া' চালুর ঘোষণাও করেন সীতারামন। দেশে আরও 300 কিলোমিটার মেট্রো রেল প্রকল্পের অনুমোদনও দিয়েছে কেন্দ্র। তবে নতুন কোনও ট্রেনের কথা ঘোষণা করা হয়নি ।
রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।

2022 সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ফ্রেট করিডরের কাজ। এর ফলে রেল লাইনের উপরে চাপ কমার কথা। এর ফলে আগামী দিনে সেমি-হাইস্পিড ট্রেন চালানো সম্ভব হবে।
ছোট শহরে রেলের উন্নয়নে এসপিভি-র উপরে জোর দিয়েছে সরকার। সেমি হাইস্পিড ট্রেনের সংখ্যাও বাড়ার কথা। সময়ে ট্রেন চালানোর উপরেও জোর দিয়েছে কেন্দ্র।

রেলের টিকিটের দাম বাড়েনি। তবে ভবিষ্যতে আদর্শ ভাড়া প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আজ। বিশেষজ্ঞদের মত, রেলের ক্ষতির পরিমাণ কমাতে এই ভাড়া বাজারের উপরে ছেড়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন : বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের প্রস্তাব

যাত্রী স্বাচ্ছন্দ্য, সুযোগ সুবিধা ও নিরাপত্তায় জোর দিয়েছেন অর্থমন্ত্রী। ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলার কথাও বলা হয় । ট্রেনের গতি বাড়ানোর চেষ্টাও জারি থাকবে, এমনটাই উল্লেখ করেন তিনি।

Ghaziabad (UP), July 05 (ANI): In a shocking case of murder and suicide, a man killed his wife and three children at their residence in Masuri area of Ghaziabad. After the murder, the man committed suicide. A suicide note has been recovered from the body of the man stating that his wife suspected him so he murdered all of them. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.