ETV Bharat / bharat

1, 5, 10, 20 টাকার নতুন কয়েনের ঘোষণা বাজেটে - পূর্ণাঙ্গ বাজেট

1 টাকা, 5 টাকা, 10 টাকার সঙ্গে নতুন মুদ্রার সংযোজন ঘটছে এ বার । 20 টাকার নতুন কয়েন আসছে বাজারে । নতুন মুদ্রার নতুন বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 5, 2019, 4:26 PM IST

দিল্লি, 5 জুলাই : দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদি সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট ।

বাজেটে নতুন মুদ্রার কথা ঘোষণা করেছেন নির্মলা। 1 টাকা, 5 টাকা, 10 টাকার সঙ্গে নতুন মুদ্রার সংযোজন ঘটছে এ বার । 20 টাকার নতুন কয়েন আসছে বাজারে । নতুন মুদ্রার নতুন বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে, উল্লেখ করেন নির্মলা ।

দৃষ্টিহীন ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই ক্ষেত্রে । নতুন কয়েনে বিশেষ ধরনের বৈশিষ্ট্য থাকবে, ফলে তাঁরা নিজেরা সহজেই বুঝতে পারবেন বিভিন্ন কয়েনের তফাত ।

এই সংক্রান্ত খবর : এই বাজেট 21 শতকের ভারতের আশা পূরণ করবে : প্রধানমন্ত্রী

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন এই নতুন কয়েনের ডিজ়াইন তৈরি করেছে। সেই মতো এই কয়েনগুলি বানানো হয়েছে ।

সূত্রের খবর, নতুন কয়েনগুলি ওজনে ভারী হওয়ার সম্ভাবনা। আকারেও বেশ খানিকটা বড় হতে পারে নতুন কয়েনগুলি ।

এই সংক্রান্ত খবর : পাসপোর্ট থাকলেই মিলবে আধার, প্রবাসীদের জন্য ঘোষণা নির্মলার

সংবাদসংস্থা সূত্রের খবর, নতুন 20 টাকার কয়েনগুলির ওজন 8.54 গ্রাম । কয়েনের ব্যাস প্রায় 27 মিমি । 10 টাকার কয়েনের মতো বাইরে ও ভিতরে দু'টি বলয় রয়েছে এই কয়েনে । বাজেট-প্রস্তাব পেশের সময় শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "অল্প ও মাঝারি আয়ের মানুষের কাঁধ থেকে মোদি সরকার গত পাঁচ বছরেও করের বোঝা হালকা করেছিল। আর তার ফলে যাতে ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবীণ নাগরিকদের মতো স্বনির্ভররাও উপকৃত হতে পারেন, সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছিল। এ বারও সেই লক্ষ্যে সরকার অবিচল থাকতে চেয়েছে, বাজেটও সেই মতোই করা হয়েছে।’’

এই সংক্রান্ত খবর : গৃহ ঋণে ছাড়, বাড়ছে সোনার দাম

দিল্লি, 5 জুলাই : দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদি সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট ।

বাজেটে নতুন মুদ্রার কথা ঘোষণা করেছেন নির্মলা। 1 টাকা, 5 টাকা, 10 টাকার সঙ্গে নতুন মুদ্রার সংযোজন ঘটছে এ বার । 20 টাকার নতুন কয়েন আসছে বাজারে । নতুন মুদ্রার নতুন বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে, উল্লেখ করেন নির্মলা ।

দৃষ্টিহীন ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই ক্ষেত্রে । নতুন কয়েনে বিশেষ ধরনের বৈশিষ্ট্য থাকবে, ফলে তাঁরা নিজেরা সহজেই বুঝতে পারবেন বিভিন্ন কয়েনের তফাত ।

এই সংক্রান্ত খবর : এই বাজেট 21 শতকের ভারতের আশা পূরণ করবে : প্রধানমন্ত্রী

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন এই নতুন কয়েনের ডিজ়াইন তৈরি করেছে। সেই মতো এই কয়েনগুলি বানানো হয়েছে ।

সূত্রের খবর, নতুন কয়েনগুলি ওজনে ভারী হওয়ার সম্ভাবনা। আকারেও বেশ খানিকটা বড় হতে পারে নতুন কয়েনগুলি ।

এই সংক্রান্ত খবর : পাসপোর্ট থাকলেই মিলবে আধার, প্রবাসীদের জন্য ঘোষণা নির্মলার

সংবাদসংস্থা সূত্রের খবর, নতুন 20 টাকার কয়েনগুলির ওজন 8.54 গ্রাম । কয়েনের ব্যাস প্রায় 27 মিমি । 10 টাকার কয়েনের মতো বাইরে ও ভিতরে দু'টি বলয় রয়েছে এই কয়েনে । বাজেট-প্রস্তাব পেশের সময় শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "অল্প ও মাঝারি আয়ের মানুষের কাঁধ থেকে মোদি সরকার গত পাঁচ বছরেও করের বোঝা হালকা করেছিল। আর তার ফলে যাতে ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবীণ নাগরিকদের মতো স্বনির্ভররাও উপকৃত হতে পারেন, সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছিল। এ বারও সেই লক্ষ্যে সরকার অবিচল থাকতে চেয়েছে, বাজেটও সেই মতোই করা হয়েছে।’’

এই সংক্রান্ত খবর : গৃহ ঋণে ছাড়, বাড়ছে সোনার দাম

New Delhi, July 05 (ANI): Union Finance Minister Nirmala Sitharaman presented the budget for 2019-2020 in the national capital today. While addressing at the Lok Sabha, Nirmala Sitharaman said, "Chanakya Neeti sutra says 'Kaarya purusha kare na lakshyam sampa dayate'. Meaning with determined human effort, the tasks will surely be completed."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.