ETV Bharat / bharat

আয়কর রিটার্নে হয় আধার, নয় প্যান; জানালেন নির্মলা - undefined

হয় আধার, নয়তো প্যান কার্ড। আয়কর রিটার্নের ক্ষেত্রে যে কোনও একটা থাকলেই হবে । জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আয়কর রিটার্নে হয় আধার, নয় প্যান, জানালেন নির্মলা
author img

By

Published : Jul 5, 2019, 2:08 PM IST

দিল্লি, 5 জুলাই : দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে আজ বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন । দ্বিতীয় মোদী সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট ।
দেশের আয়করদাতাদের জন্য সুখবর । হয় আধার, নয়তো প্যান কার্ড যে কোনও একটা থাকলেই হবে । আয়কর রিটার্নের ক্ষেত্রে এই সুবিধার কথা জানালেন নির্মলা সীতারামন ।
নতুন এই আইন এন্ট্রি লেভেল করদাতাদের জন্য প্রযোজ্য হবে । যাঁদের আধার আছে, অথচ প্যান কার্ড নেই, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম ।

আয়কর রিটার্নের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ছিল । আধার আসার ফলে প্যান-আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক হয় ।

সুপ্রিম কোর্টের তরফেও বলা হয়েছে, আধার বাধ্যতামূলক নয় । 2018-2019 অর্থবর্ষে আয়কর সংগ্রহ হয়েছে 11.37 লাখ কোটি টাকা । অপরিবর্তিত থাকছে করের হার । দেশের আয়করদাতাদের দায়িত্বশীল বলে আজ বারবার ধন্যবাদ জানান নির্মলা ।

দিল্লি, 5 জুলাই : দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে আজ বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন । দ্বিতীয় মোদী সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট ।
দেশের আয়করদাতাদের জন্য সুখবর । হয় আধার, নয়তো প্যান কার্ড যে কোনও একটা থাকলেই হবে । আয়কর রিটার্নের ক্ষেত্রে এই সুবিধার কথা জানালেন নির্মলা সীতারামন ।
নতুন এই আইন এন্ট্রি লেভেল করদাতাদের জন্য প্রযোজ্য হবে । যাঁদের আধার আছে, অথচ প্যান কার্ড নেই, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম ।

আয়কর রিটার্নের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ছিল । আধার আসার ফলে প্যান-আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক হয় ।

সুপ্রিম কোর্টের তরফেও বলা হয়েছে, আধার বাধ্যতামূলক নয় । 2018-2019 অর্থবর্ষে আয়কর সংগ্রহ হয়েছে 11.37 লাখ কোটি টাকা । অপরিবর্তিত থাকছে করের হার । দেশের আয়করদাতাদের দায়িত্বশীল বলে আজ বারবার ধন্যবাদ জানান নির্মলা ।

Chennai (Tamil Nadu), July 03 (ANI): Locals continue to face acute water crisis in Tamil Nadu's Chennai on Wednesday. They were forced to buy drinking water. Insufficient supply of water created ruckus among the residents. State government has not taken any proper action towards it yet. Earlier, various opposition leaders also staged protest against ruling government due to water scarcity

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.