ETV Bharat / bharat

যোগাসন করলে কোরোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে, বলছেন কেন্দ্রীয়মন্ত্রী

কেন্দ্রীয় আয়ূষমন্ত্রী শ্রীপদ নায়েক আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে যোগদান করে বলেন, যাঁরা নিয়মিত যোগাসন করেন, তাঁদের কোরোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্তও টুইট করে লেখেন, যোগাসন অভ্যাসে মানুষ তাঁর আশপাশের পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখতে সক্ষম হয়।

International yoga day coronavirus
International yoga day coronavirus
author img

By

Published : Jun 22, 2020, 12:56 AM IST

দিল্লি, 22 জুন : যাঁরা নিয়মিত যোগাসন করেন, তাঁদের কোরোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে যায়। আন্তর্জাতিক যোগ দিবসে একথা বললেন কেন্দ্রীয় আয়ূষমন্ত্রী শ্রীপদ নায়েক।

আয়ূষমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দেশ ও বিশ্বজুড়ে যোগাসনের উপকারিতা প্রচারের মাধ্যমে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা হয়েছে। আমি নিশ্চিত যে মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ ও বিশ্বজুড়ে যোগাসনের যে প্রচার করা হয়েছে, তা কোরোনার বিরুদ্ধে লড়াই করতে বিশেষ সহযোগিতা করেছে। যাঁরা যোগব্যায়াম অনুশীলন করেন, তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। "

কেন্দ্রীয়মন্ত্রী উত্তর গোয়ার রিবান্দর গ্রামে নিজের বাড়িতে যোগাসন করে আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন। সেখানেই তিনি জানান, যোগাসনের ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শ্বাস প্রক্রিয়া শক্তিশালী হয়। এর ফলে কোরোনা ভাইরাসের মতো রোগ প্রতিরোধ করতে দেহ প্রস্তুত থাকে।

সামাজিক দূরত্ব বিধি মেনে সকলকে বাড়িতে থেকে যোগাসন অভ্যাসের অনুরোধ করে তিনি বলেন, " বিপুল প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বহু মানুষ বাড়িতে যোগাসন অভ্যাস করে অনুষ্ঠানে যোগদান করেছেন। যাঁরা ঘরের বাইরে এই অনুষ্ঠান পালন করছেন, তাঁদের অনুরোধ করা হচ্ছে 20 জনের বেশি জমায়েত যেন না হয়। "

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্তও সংখালিমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, যোগাসন মানুষকে তাঁর আশপাশের সমস্ত জিনিস ইতিবাচকভাবে দেখতে সাহায্য করে। তিনি টুইট করেন, " যোগাসন বহির্বিশ্বে কী হচ্ছে, তা নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু মানুষের ভিতরে কী চলছে, তা নিয়ন্ত্রণ করতে সক্ষম। যোগাসনের ফলে মানুষ তাঁর আশপাশের সমস্ত বিষয় ইতিবাচকভাবে দেখতে শুরু করে। আসুন সকলে মিলে একটি সুস্থ জীবন যাপন পদ্ধতি গ্রহণ করি। "

গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেন, যোগাসনের ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত হয়। তিনি টুইটারে লেখেন, " এই বছরের লক্ষ্য হল, স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করতে বাড়িতে থেকে যোগাসনের অভ্যাস করা। এই আন্তর্জাতিক যোগ দিবসে শপথ নিন, প্রতিদিন অন্তত এক ঘণ্টা যোগাসন করবেন। "

দিল্লি, 22 জুন : যাঁরা নিয়মিত যোগাসন করেন, তাঁদের কোরোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে যায়। আন্তর্জাতিক যোগ দিবসে একথা বললেন কেন্দ্রীয় আয়ূষমন্ত্রী শ্রীপদ নায়েক।

আয়ূষমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দেশ ও বিশ্বজুড়ে যোগাসনের উপকারিতা প্রচারের মাধ্যমে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা হয়েছে। আমি নিশ্চিত যে মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ ও বিশ্বজুড়ে যোগাসনের যে প্রচার করা হয়েছে, তা কোরোনার বিরুদ্ধে লড়াই করতে বিশেষ সহযোগিতা করেছে। যাঁরা যোগব্যায়াম অনুশীলন করেন, তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। "

কেন্দ্রীয়মন্ত্রী উত্তর গোয়ার রিবান্দর গ্রামে নিজের বাড়িতে যোগাসন করে আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন। সেখানেই তিনি জানান, যোগাসনের ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শ্বাস প্রক্রিয়া শক্তিশালী হয়। এর ফলে কোরোনা ভাইরাসের মতো রোগ প্রতিরোধ করতে দেহ প্রস্তুত থাকে।

সামাজিক দূরত্ব বিধি মেনে সকলকে বাড়িতে থেকে যোগাসন অভ্যাসের অনুরোধ করে তিনি বলেন, " বিপুল প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বহু মানুষ বাড়িতে যোগাসন অভ্যাস করে অনুষ্ঠানে যোগদান করেছেন। যাঁরা ঘরের বাইরে এই অনুষ্ঠান পালন করছেন, তাঁদের অনুরোধ করা হচ্ছে 20 জনের বেশি জমায়েত যেন না হয়। "

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্তও সংখালিমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, যোগাসন মানুষকে তাঁর আশপাশের সমস্ত জিনিস ইতিবাচকভাবে দেখতে সাহায্য করে। তিনি টুইট করেন, " যোগাসন বহির্বিশ্বে কী হচ্ছে, তা নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু মানুষের ভিতরে কী চলছে, তা নিয়ন্ত্রণ করতে সক্ষম। যোগাসনের ফলে মানুষ তাঁর আশপাশের সমস্ত বিষয় ইতিবাচকভাবে দেখতে শুরু করে। আসুন সকলে মিলে একটি সুস্থ জীবন যাপন পদ্ধতি গ্রহণ করি। "

গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেন, যোগাসনের ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত হয়। তিনি টুইটারে লেখেন, " এই বছরের লক্ষ্য হল, স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করতে বাড়িতে থেকে যোগাসনের অভ্যাস করা। এই আন্তর্জাতিক যোগ দিবসে শপথ নিন, প্রতিদিন অন্তত এক ঘণ্টা যোগাসন করবেন। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.