শ্রীনগর, 3 জুলাই : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের মালবাগ এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির ৷ এই সংঘর্ষে এক CRPF জওয়ানও শহিদ হয়েছেন ৷
স্থানীয় একটি স্কুলে তিন জঙ্গি লুকিয়ে আছে, এই খবর পেয়ে রাতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনেরাল দিলবাগ সিং বলেন, "নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সিটি পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ ও CRPF যৌথভাবে তল্লাশি চালায় ৷ গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ শেষ 48 ঘণ্টায় এই নিয়ে তিনবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হল ৷"
এই গুলির লড়াইয়ে এক CRPF জওয়ানও শহিদ হয়েছেন বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার ৷ এদিকে মঙ্গলবার গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির ৷
-
One CRPF jawan has martyred. The QAT (Quick Action Team) jawan succumbed to his injuries in the hospital: Inspector General of Police, Kashmir, Vijay Kumar (file pic) pic.twitter.com/vkoyefqbDT
— ANI (@ANI) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One CRPF jawan has martyred. The QAT (Quick Action Team) jawan succumbed to his injuries in the hospital: Inspector General of Police, Kashmir, Vijay Kumar (file pic) pic.twitter.com/vkoyefqbDT
— ANI (@ANI) July 2, 2020One CRPF jawan has martyred. The QAT (Quick Action Team) jawan succumbed to his injuries in the hospital: Inspector General of Police, Kashmir, Vijay Kumar (file pic) pic.twitter.com/vkoyefqbDT
— ANI (@ANI) July 2, 2020
এদিকে বুধবারই সোপোরে CRPF-এর টহলদারি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা । ঘটনায় চার জওয়ান ও এক সাধারণ নাগরিক জখম হন । পরে এক জওয়ান ও নাগরিকের মৃত্যু হয় । সংঘর্ষ চলাকালীন এক তিন বছরের শিশুকে নিরাপদে উদ্ধার করেন জওয়ানরা ।