দিল্লি, 31 মে : 2017-18 সালে দেশে বেকারত্বের হার ছিল 6.1 শতাংশ । যা 45 বছরে সর্বোচ্চ । শ্রমমন্ত্রকের তরফে আজ এই রিপোর্ট প্রকাশ করা হয় ।
রিপোর্ট অনুযায়ী, 2017-18 সালে শহরাঞ্চলে বেকারত্বের হার ছিল 7.8 শতাংশ । গ্রামাঞ্চলে তা 5.3 শতাংশ ছিল । দেশে পুরুষ বেকারত্বের হার ছিল 6.2 শতাংশ । মহিলাদের ক্ষেত্রে তা কিছুটা তুলনায় কিছুটা কম ছিল । 5.7 শতাংশ ।
চলতি বছর জানুয়ারিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের একটি সমীক্ষা ফাঁস হয়ে যায় । সেই রিপোর্ট অনুযায়ী, 2017-18 সালে দেশের বেকারত্বের হার ছিল 6.1 শতাংশ । যা 1970-71 সালের পর সর্বোচ্চ । তা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয় । লোকসভা ভোটের মাসকয়েক আগে তা কেন্দ্রীয় সরকারকে তীব্র অস্বস্তিতে ফেলে দেয় । সরকারের অস্বস্তি বাড়িয়ে কেন্দ্রীয় পরিসংখ্যান কমিশনের দুই সদস্য ইস্তফা দেন । সুযোগের সদ্বব্যবহার করতে মাঠে নামে বিরোধীরাও । কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়রা কেন্দ্রকে নিশানা করেন । পরে নীতি আয়োগ জানায়, ন্যাশনাল স্যাম্পল সার্ভের রিপোর্ট এখনও খসড়া আকারেই রয়েছে। সেটি চূড়ান্ত নয়।
কিন্তু, প্রধানমন্ত্রী হিসেবে মোদির দ্বিতীয় ইনিংস শুরুর দিনেই সেই খবরের সত্যতা স্বীকার করল খোদ কেন্দ্রীয় মন্ত্রী । এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি লোকসভা ভোটের নিজেদের মুখ বাঁচাতে এতদিন এই তথ্য প্রকাশ করেনি মোদি সরকার ?