রত্নগিরি, 18 অক্টোবর: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে উঠতে চলেছে৷ কোঙ্কনের খেড় তালুকে এই সম্পত্তিগুলির মূল্য কত সেই বিষয়টি গত বছরেই নির্ধারিত হয়েছে৷ দাউদের আদি বাড়ি রত্নগিরি জেলার খেড় তালুকের মুম্বকে গ্রামে৷ সেখানে দাউদের মা আমিনা বিবি ও বোন হাসিনা পার্কারের নামে প্রচুর স্থাবর সম্পত্তি রয়েছে । যার আসল মালিক দাউদ৷ দাউদের ভাই-বোনেরা এখন থাকেন মুম্বইয়ের পাকমোড়িয়া স্ট্রিটে৷
আশির দশকে দাউদের সব আত্মীয় যে বাংলোতে থাকতেন, 1993 সালে মুম্বই বিস্ফোরণের পর থেকে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ বর্তমানে তিনতলা বাংলোটি এমন জরাজীর্ণ অবস্থায় রয়েছে যে, যে কোনও সময় ভেঙে পড়তে পারে৷ দীর্ঘদিন এখানে কেউ না থাকায় এই বাংলোটি এখন জঙ্গলে ঢাকা পড়েছে৷
গত বছর দাউদের সম্পত্তির মূল্য নির্ধারণের কাজ সেরে ফেলেছে SAFEMA ও আয়কর বিভাগ৷ এই কাজে মুম্বকে গ্রামেও গিয়েও সমীক্ষা চালানো হয়েছে৷ স্মাগলার ও ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর আইনবলে এবার সেই সম্পত্তিই নিলামে উঠতে চলেছে৷ জানা গিয়েছে, সবমিলিয়ে দাউদের যে সাতটি সম্পত্তি নিলামে উঠছে তার সর্বমোট দর এক কোটি টাকা৷
1978-79 সালে বাড়ি তৈরির কাজ শুরু করে দাউদ৷ সেই কাজ শেষ হয় 1980 সালে৷ বিলাসবহুল বাড়িটি ছিল দাউদের মা আমিনা বিবির নামে৷ সরকার এর দখল নেওয়ার আগে অবধি বাড়টিতে থাকতেন দাউদের ছোটো বোন৷ তাঁর মৃত্যুর পর আর আত্মীয়রা কেউ এই বাড়িটিতে থাকতে চাননি৷