ETV Bharat / bharat

পাকিস্তানের সায়ে বেড়ে ওঠা জইশের নেপথ্য কাহিনি

পুলওয়ামা হামলার পরই দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার উপমহাদেশে হামলা চালিয়েছে এই জঙ্গি সংগঠন। জেনে নেওয়া যাক জইশ-ই-মহম্মদ(JEM) সম্পর্কে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 15, 2019, 7:45 AM IST

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : বিস্ফোরণে গতকাল কেঁপে উঠেছিল পুলওয়ামা। আত্মঘাতী বিস্ফোরণে দুমড়ে মুচড়ে গিয়েছিল জওয়ানদের ভ্যান। চারিদিকে শুধু ধ্বংসের ছবি। হামলার পরই দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার উপমহাদেশে হামলা চালিয়েছে এই জঙ্গি সংগঠন।

জইশ-ই-মহম্মদ(JEM) সম্পর্কে কয়েকটি তথ্য

ইন্ডিয়ান এয়ারলাইন্স IC-৮১৪ বিমানটি হাইজ্যাকে মূল অভিযুক্ত মৌলানা মাসুদ আজ়হারকে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর মুক্তি দেয় ভারত। সেই মাসুদই ২০০০ সালে ৩১ জানুয়ারি পাকিস্তানের করাচিতে গড়ে তোলে জইশ-ই-মহম্মদ (JEM)।

২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলার পিছনে ছিল জইশ-ই-মহম্মদ

২০০১ সালের ২৫ অক্টোবর প্রিভেনশন অফ টেরোরিজ়ম অ্যাক্ট(POTA)-এ ভারত সরকার জইশ-ই-মহম্মদকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।

২০০১ সালের ২৬ ডিসেম্বর, জইশ-ই-মহম্মদকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে অ্যামেরিকা।

লস্কর-ই-তইবার মতো জইস-ই-মহম্মদও তৈরি হয়েছিল পাকিস্তানে। এই সংগঠন পরিচালিতও হয় পাকিস্তান থেকেই।

জইশ-ই-মহম্মদ গড়ে ওঠে মূলত তিন মৌলবাদী সংগঠন প্রধানের হাত ধরে। এরা হল মাজলিস-ই-তাওয়ান-ই-ইসলামি(MT)-র প্রধান মুফতি নিজ়ামুদ্দিন শামঝাই, দার-উল-ইফতা-ই-ওয়াল-ইরশাদ-র প্রধান মৌলানা মুফতি রশিদ আহমেদ ও শেখ-উল-হাদিথ-দার-উল-হাক্কানিয়ার প্রধান মৌলানা শেখ আলি।

জইশ-ই-মহম্মদ তৈরির আগে ১৯৯৪ সালে হারকাত-উল-আনসার(HuA) নামে একটি সংগঠনের জেনেরাল সেক্রেটারি ছিল মৌলানা মাসুদ আজহার। এবং এই সংগঠনই জম্মু-কাশ্মীরে হামলা চালায়।

undefined

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : বিস্ফোরণে গতকাল কেঁপে উঠেছিল পুলওয়ামা। আত্মঘাতী বিস্ফোরণে দুমড়ে মুচড়ে গিয়েছিল জওয়ানদের ভ্যান। চারিদিকে শুধু ধ্বংসের ছবি। হামলার পরই দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার উপমহাদেশে হামলা চালিয়েছে এই জঙ্গি সংগঠন।

জইশ-ই-মহম্মদ(JEM) সম্পর্কে কয়েকটি তথ্য

ইন্ডিয়ান এয়ারলাইন্স IC-৮১৪ বিমানটি হাইজ্যাকে মূল অভিযুক্ত মৌলানা মাসুদ আজ়হারকে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর মুক্তি দেয় ভারত। সেই মাসুদই ২০০০ সালে ৩১ জানুয়ারি পাকিস্তানের করাচিতে গড়ে তোলে জইশ-ই-মহম্মদ (JEM)।

২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলার পিছনে ছিল জইশ-ই-মহম্মদ

২০০১ সালের ২৫ অক্টোবর প্রিভেনশন অফ টেরোরিজ়ম অ্যাক্ট(POTA)-এ ভারত সরকার জইশ-ই-মহম্মদকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।

২০০১ সালের ২৬ ডিসেম্বর, জইশ-ই-মহম্মদকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে অ্যামেরিকা।

লস্কর-ই-তইবার মতো জইস-ই-মহম্মদও তৈরি হয়েছিল পাকিস্তানে। এই সংগঠন পরিচালিতও হয় পাকিস্তান থেকেই।

জইশ-ই-মহম্মদ গড়ে ওঠে মূলত তিন মৌলবাদী সংগঠন প্রধানের হাত ধরে। এরা হল মাজলিস-ই-তাওয়ান-ই-ইসলামি(MT)-র প্রধান মুফতি নিজ়ামুদ্দিন শামঝাই, দার-উল-ইফতা-ই-ওয়াল-ইরশাদ-র প্রধান মৌলানা মুফতি রশিদ আহমেদ ও শেখ-উল-হাদিথ-দার-উল-হাক্কানিয়ার প্রধান মৌলানা শেখ আলি।

জইশ-ই-মহম্মদ তৈরির আগে ১৯৯৪ সালে হারকাত-উল-আনসার(HuA) নামে একটি সংগঠনের জেনেরাল সেক্রেটারি ছিল মৌলানা মাসুদ আজহার। এবং এই সংগঠনই জম্মু-কাশ্মীরে হামলা চালায়।

undefined

New York (US), Feb 15 (ANI): Condemning the Pulwama terror attack, which claimed lives of more than 40 CRPF personnel, the United Nations (UN) expressed its "deepest condolences" to the families of those of who lost their lives. "We strongly condemn today's attack in JandK's Pulwama. We express our deepest condolences to the families of those who lost their lives and to the people and Govt of India. We wish a speedy recovery to injured and call for those behind the attack to be brought to justice," an official statement read, which was later narrated by UN Secretary General Antonio Guterres in New York.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.