ETV Bharat / bharat

আধার আবেদনের আগে 182 দিন দেশে বাস করা বাধ্য়তামূলক

author img

By

Published : Feb 19, 2020, 4:21 AM IST

ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ সিটিজ়েনশিপের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে । বিবৃতিতে জানানো হয়, "আধার নাগরিকত্বের প্রামাণ্য নথি নয় । 182দিন এক ব্যক্তিকে ভারতে বাস করতে হবে । তারপর তিনি আধারের জন্য আবেদন করতে পারবেন ।"

adhaar
adhaar

দিল্লি, 19 ফেব্রুয়ারি : আধার কর্তৃপক্ষের (UIDAI) তরফে জারি করা হল এক নতুন নিয়ম । কোনও ব্যক্তি যদি আধারের জন্য আবেদন করতে চান তবে তাকে আগে 182 দিন ভারতে বাস করেছেন, এ বিষয়টি নিশ্চিত করতে হবে ৷ আধার কর্তৃপক্ষ (UIDAI)-কে সুপ্রিম কোর্টের নির্দেশ, অবৈধ অনুপ্রবেশকারীরা আধারের আবেদন করতে পারবে না ।

UIDAI-র তরফে জানানো হয়েছে, আধার কর্তৃপক্ষের হায়দরাবাদ দপ্তর 127 জনকে নোটিস পাঠিয়েছে । ভুয়ো পরিচয়ের ভিত্তিতে আধার নিয়েছে তারা, অভিযোগ এমনই। যদিও UIDAI-র তরফে এই বিষয়ে নিশ্চিত করা হয় যে নাগরিকত্বর সঙ্গে এর কোনও যোগ নেই ।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ সিটিজ়েনশিপের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ বিবৃতিতে জানানো হয়, "আধার নাগরিকত্বের প্রামাণ্য নথি নয় । 182 দিন ব্যক্তিকে ভারতে বাস করতে হবে । তারপর তিনি আধারের জন্য আবেদন করতে পারবেন।"

দিল্লি, 19 ফেব্রুয়ারি : আধার কর্তৃপক্ষের (UIDAI) তরফে জারি করা হল এক নতুন নিয়ম । কোনও ব্যক্তি যদি আধারের জন্য আবেদন করতে চান তবে তাকে আগে 182 দিন ভারতে বাস করেছেন, এ বিষয়টি নিশ্চিত করতে হবে ৷ আধার কর্তৃপক্ষ (UIDAI)-কে সুপ্রিম কোর্টের নির্দেশ, অবৈধ অনুপ্রবেশকারীরা আধারের আবেদন করতে পারবে না ।

UIDAI-র তরফে জানানো হয়েছে, আধার কর্তৃপক্ষের হায়দরাবাদ দপ্তর 127 জনকে নোটিস পাঠিয়েছে । ভুয়ো পরিচয়ের ভিত্তিতে আধার নিয়েছে তারা, অভিযোগ এমনই। যদিও UIDAI-র তরফে এই বিষয়ে নিশ্চিত করা হয় যে নাগরিকত্বর সঙ্গে এর কোনও যোগ নেই ।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ সিটিজ়েনশিপের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ বিবৃতিতে জানানো হয়, "আধার নাগরিকত্বের প্রামাণ্য নথি নয় । 182 দিন ব্যক্তিকে ভারতে বাস করতে হবে । তারপর তিনি আধারের জন্য আবেদন করতে পারবেন।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.