ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গের 2টি সহ 24টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা UGC-র - ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন

দেশের 24টি ইনস্টিটিউশন, বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল UGC । তালিকায় নাম রয়েছে রাজ্যের দু'টি বিশ্ববিদ্যালয়ও ।

UGC
UGC
author img

By

Published : Oct 7, 2020, 8:50 PM IST

দিল্লি, 7 অক্টোবর : সরকারি স্বীকৃতি নেই এমন 24টি ইনস্টিটিউশন, বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা প্রকাশ করল UGC । এগুলিকে ভুয়ো বলে উল্লেখ করা হয়েছে তাদের তরফে । এর মধ্যে বেশিরভাগই রয়েছে উত্তরপ্রদেশে । তালিকায় পশ্চিমবঙ্গেরও কয়েকটি রয়েছে ।

UGC-র সচিব রজনিশ জৈন বলেন, "পড়ুয়াদের জানানো হচ্ছে, সম্প্রতি 24টি ইনস্টিটিউশন, ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা করা হয়েছে । এই সমস্ত ইনস্টিটিউটশন বা ইউনিভার্সিটির ডিগ্রি এখন থেকে গ্রাহ্য হবে না ।"

এর মধ্যে আটটি রয়েছে উত্তরপ্রদেশে । দিল্লিতে রয়েছে সাতটি । ওড়িশা ও পশ্চিমবঙ্গে এরকম দু'টি ইনস্টিটিউটশন রয়েছে । এছাড়া কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র ও পুদুচেরিতে একটি করে ভুয়ো ইনস্টিটিউটশন বা ইউনিভার্সিটি রয়েছে ।

দিল্লি, 7 অক্টোবর : সরকারি স্বীকৃতি নেই এমন 24টি ইনস্টিটিউশন, বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা প্রকাশ করল UGC । এগুলিকে ভুয়ো বলে উল্লেখ করা হয়েছে তাদের তরফে । এর মধ্যে বেশিরভাগই রয়েছে উত্তরপ্রদেশে । তালিকায় পশ্চিমবঙ্গেরও কয়েকটি রয়েছে ।

UGC-র সচিব রজনিশ জৈন বলেন, "পড়ুয়াদের জানানো হচ্ছে, সম্প্রতি 24টি ইনস্টিটিউশন, ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা করা হয়েছে । এই সমস্ত ইনস্টিটিউটশন বা ইউনিভার্সিটির ডিগ্রি এখন থেকে গ্রাহ্য হবে না ।"

এর মধ্যে আটটি রয়েছে উত্তরপ্রদেশে । দিল্লিতে রয়েছে সাতটি । ওড়িশা ও পশ্চিমবঙ্গে এরকম দু'টি ইনস্টিটিউটশন রয়েছে । এছাড়া কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র ও পুদুচেরিতে একটি করে ভুয়ো ইনস্টিটিউটশন বা ইউনিভার্সিটি রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.