ETV Bharat / bharat

শোপিয়ানে নিকেশ 4 জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র - indian security forces

নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ 4 জঙ্গি । এখনও গুলির লড়াই চলছে ।

নিরাপত্তা বাহিনী
author img

By

Published : Jun 23, 2019, 8:18 AM IST

Updated : Jun 23, 2019, 1:51 PM IST

শোপিয়ান, 23 জুন : শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ 4 জঙ্গি। আজ সকাল থেকে জঙ্গি দমন করতে দক্ষিণ কাশ্মীরের কীগম এর দারামদোরায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী । অভিযানের সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দিকে গুলি চালায়, পাল্টা জবাব দেয় বাহিনী । নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয় চার জঙ্গি । উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । এখনও গুলির লড়াই চলছে ।

indian security forces
নিরাপত্তা বাহিনীর টহল
indian security forces
জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনী
indian security forces
নিরাপত্তা বাহিনীর নিশানায় জঙ্গি

কাশ্মীর পুলিসের পক্ষ থেকে জানান হয়েছে, আগেই তাদের খাছে খবর ছিল দামরামদোরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে । সেই মত আজ সকালে সেনা জওয়ান, কাশ্মীর পুলিশের যৌথ অভিযান চালায়। সেই সময় জঙ্গিরা গুলি ছুড়তে থাকে । উল্টো দিরে পাল্টা আঘাত হানে জওয়ানরা। এখনও পর্যন্ত 4 জঙ্গিকে নিকেষ করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ।

ভিডিয়োয় দেখুন নিরাপত্তা বাহিনী অভিযান


সম্প্রতি কাশ্মীরে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। এর মধ্যে চিনের তৈরি বিশেষ বুলেটও ছিল । চলতি মাসেই জঙ্গি হানায় কাশ্মীরে প্রান হারিয়েছে 9 জন সিকিউরিটি পারসোনেল । জঙ্গিরা তৎপরতা বাড়াতেই চাপ বাড়িতে শুরু করেছে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ ।

শোপিয়ান, 23 জুন : শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ 4 জঙ্গি। আজ সকাল থেকে জঙ্গি দমন করতে দক্ষিণ কাশ্মীরের কীগম এর দারামদোরায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী । অভিযানের সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দিকে গুলি চালায়, পাল্টা জবাব দেয় বাহিনী । নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয় চার জঙ্গি । উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । এখনও গুলির লড়াই চলছে ।

indian security forces
নিরাপত্তা বাহিনীর টহল
indian security forces
জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনী
indian security forces
নিরাপত্তা বাহিনীর নিশানায় জঙ্গি

কাশ্মীর পুলিসের পক্ষ থেকে জানান হয়েছে, আগেই তাদের খাছে খবর ছিল দামরামদোরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে । সেই মত আজ সকালে সেনা জওয়ান, কাশ্মীর পুলিশের যৌথ অভিযান চালায়। সেই সময় জঙ্গিরা গুলি ছুড়তে থাকে । উল্টো দিরে পাল্টা আঘাত হানে জওয়ানরা। এখনও পর্যন্ত 4 জঙ্গিকে নিকেষ করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ।

ভিডিয়োয় দেখুন নিরাপত্তা বাহিনী অভিযান


সম্প্রতি কাশ্মীরে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। এর মধ্যে চিনের তৈরি বিশেষ বুলেটও ছিল । চলতি মাসেই জঙ্গি হানায় কাশ্মীরে প্রান হারিয়েছে 9 জন সিকিউরিটি পারসোনেল । জঙ্গিরা তৎপরতা বাড়াতেই চাপ বাড়িতে শুরু করেছে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ ।

New Delhi, Jun 23 (ANI): A recent study showed that drinking only one pint of beer or a large glass of wine is enough to significantly compromise a person's sense of agency, a feeling of being in control of our actions. This feeling is an important aspect of human social behavior, as it implies knowledge of the consequences of those actions, reported the study published in the Journal of Addiction Biology. In the experiments, subjects drank cocktail containing doses of alcohol proportional to their BMI to produce blood alcohol concentrations within the legal limits for driving in England and Wales. These doses of alcohol, corresponding to one or two pints of beer, produced tighter binding between voluntary actions and sensory stimuli. This suggested that small amounts of alcohol might exaggerate the sense of agency, leading to overconfidence in one's driving ability and to inappropriate, potentially dangerous behavior.
Last Updated : Jun 23, 2019, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.