ETV Bharat / bharat

অনন্তনাগে নিকেশ 2 জঙ্গি - kashmir

আজ ভোরে অনন্তনাগ জেলার বিজবেহেরার বাগেন্দর মহল্লায় জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। দুই জঙ্গিকে নিকেশ করে সেনা।

এখনও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
author img

By

Published : Apr 25, 2019, 8:25 AM IST

Updated : Apr 25, 2019, 12:07 PM IST

অনন্তনাগ, 25 এপ্রিল : জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি । আজ ভোরে অনন্তনাগ জেলার বিজবেহেরার বাগেন্দর মহল্লায় জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। দুই জঙ্গিকে নিকেশ করে সেনা। মৃত জঙ্গিদের নাম সাফদার আমিন ভাট ও বুরহান আহমেদ গনি । তারা 2018 সাল থেকে হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল ।

jk
এখনও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে

গোপন সূত্রে খবর পেয়ে, আজ ভোরে বাগেন্দর মহল্লায় তল্লাশি চালাতে শুরু করে সেনা । সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে মারা পড়ে দুই জঙ্গি । মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

এখনও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

অনন্তনাগ, 25 এপ্রিল : জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি । আজ ভোরে অনন্তনাগ জেলার বিজবেহেরার বাগেন্দর মহল্লায় জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। দুই জঙ্গিকে নিকেশ করে সেনা। মৃত জঙ্গিদের নাম সাফদার আমিন ভাট ও বুরহান আহমেদ গনি । তারা 2018 সাল থেকে হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল ।

jk
এখনও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে

গোপন সূত্রে খবর পেয়ে, আজ ভোরে বাগেন্দর মহল্লায় তল্লাশি চালাতে শুরু করে সেনা । সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে মারা পড়ে দুই জঙ্গি । মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

এখনও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

Bhilwara (Rajasthan), Apr 15 (ANI): Rajasthan Chief Minister Ashok Gehlot was garlanded with lemons and chillies by National Students' Union of India (NSUI) workers at an event in Bhilwara, Rajasthan. He was garlanded to prevent him of BJP's 'jinx'. All 25 Lok Sabha seats of Rajasthan will go to polls in two phases on April 29 and May 6.
Last Updated : Apr 25, 2019, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.