অনন্তনাগ, 25 এপ্রিল : জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি । আজ ভোরে অনন্তনাগ জেলার বিজবেহেরার বাগেন্দর মহল্লায় জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। দুই জঙ্গিকে নিকেশ করে সেনা। মৃত জঙ্গিদের নাম সাফদার আমিন ভাট ও বুরহান আহমেদ গনি । তারা 2018 সাল থেকে হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল ।
গোপন সূত্রে খবর পেয়ে, আজ ভোরে বাগেন্দর মহল্লায় তল্লাশি চালাতে শুরু করে সেনা । সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে মারা পড়ে দুই জঙ্গি । মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।
এখনও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।