ETV Bharat / bharat

শোপিয়ানে সেনার গুলিতে নিকেশ 2 জঙ্গি - security forces

জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলার আওনিরা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি ।

শোপিয়ানে সেনার গুলিতে নিকেশ 2 জঙ্গি
author img

By

Published : Jun 11, 2019, 8:14 AM IST

শ্রীনগর, 11 জুন : জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি । আজ ভোরে শোপিয়ান জেলার আওনিরা অঞ্চলে তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে শোপিয়ানের আওনিরায় তল্লাশি চালায় সেনা । সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেয় নিরাপত্তা বাহিনী । গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি । মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে । এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে । তাদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ।

শ্রীনগর, 11 জুন : জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি । আজ ভোরে শোপিয়ান জেলার আওনিরা অঞ্চলে তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে শোপিয়ানের আওনিরায় তল্লাশি চালায় সেনা । সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেয় নিরাপত্তা বাহিনী । গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি । মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে । এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে । তাদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ।

Raipur (Chhattisgarh), June 11 (ANI): While speaking to ANI on monsoon and current weather condition in Chhattisgarh state, Meteorologist of Raipur Meteorological CentreHP Chandra said, "Monsoon has reached Kerala at least eight days late. So, it is expected to enter Chhattisgarh at around June 18 and cover the entire state within next five days after that. So, it is expected to cover the entire state of Chhattisgarh by June 23." "Currently, there is heat wave condition in the entire state, temperature is 4-6 degree Celsius above normal. The condition is expected to persist for the next two days, we have also issued a heat wave warning," he added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.