ETV Bharat / bharat

শোপিয়ানে নিকেশ 2 জঙ্গি - shopian

গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি । ঘটনাটি শোপিয়ানের হিন্দ সিতা পোরা এলাকার । মৃতদেহের কাছ থেকে প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ।

সোপিয়ানে নিকেশ 2 জঙ্গি
author img

By

Published : May 12, 2019, 8:21 AM IST

Updated : May 12, 2019, 4:03 PM IST

শোপিয়ান, 12 মে : শোপিয়ানে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী । মৃতদেহের কাছ থেকে প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী । এখনও জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে । মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ।

গোটা এলাকা ঘিরে রাখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী
গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী

গোপন সূত্রে খবর পেয়ে, আজ ভোরে শোপিয়ানের হিন্দ সিতা পোরা এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী । সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি । উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

শোপিয়ান, 12 মে : শোপিয়ানে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী । মৃতদেহের কাছ থেকে প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী । এখনও জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে । মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ।

গোটা এলাকা ঘিরে রাখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী
গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী

গোপন সূত্রে খবর পেয়ে, আজ ভোরে শোপিয়ানের হিন্দ সিতা পোরা এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী । সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি । উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

Vadodara (Gujarat), May 12 (ANI): Viha Bharwad, hailing from Vadodara, is preparing a 125-foot long incense stick and the reason being the welfare of cows. Bharwad wants a cow shed in every district and also the animal be declared as national mother. "Reason behind making this incense stick is to declare cow as national mother and increase cow's importance. This incense will be burnt in a Yagna that is to take place in Ahmedabad Film City," Bharwad told ANI.
Last Updated : May 12, 2019, 4:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.