ETV Bharat / bharat

ISIS জঙ্গি সন্দেহে বেঙ্গালুরুতে আটক 2 - জাতীয় তদন্তকারী সংস্থা

সম্প্রতি বেঙ্গালুরুর একটি হাসপাতালের চিকিৎসক ব্রেভকে গ্রেপ্তার করেছে NIA(জাতীয় তদন্তকারী সংস্থা ) । আজ আবার বেঙ্গালুরুতে ISIS জঙ্গি সন্দেহে দুই ব্যক্তি আটক করেছে তারা ।

nia
nia
author img

By

Published : Oct 28, 2020, 1:01 PM IST

বেঙ্গালুরু, 28 অক্টোবর : বেঙ্গালুরুতে ISIS জঙ্গি সন্দেহে আটক দুই ব্যক্তি। জাতীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিদল বেঙ্গালুরুতে তাদের বাড়িতে তল্লাশি চালায় । সেখান থেকেই আটক করা হয় তাদের ।

সম্প্রতি বেঙ্গালুরুর একটি হাসপাতালের চিকিৎসক ব্রেভকে গ্রেপ্তার করেছে NIA(জাতীয় তদন্তকারী সংস্থা ) । অভিযোগ, সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল । শহরের কয়েকজন যুবকের ISIS-এ যোগ দেওয়ার বিষয়টি প্রোমোট করা হয় ওই গ্রুপে ।

আজও তল্লাশি চালায় NIA । তাদের কাছে আগেই খবর ছিল । সেইমতো ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে আটক করে তারা ।

বেঙ্গালুরু, 28 অক্টোবর : বেঙ্গালুরুতে ISIS জঙ্গি সন্দেহে আটক দুই ব্যক্তি। জাতীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিদল বেঙ্গালুরুতে তাদের বাড়িতে তল্লাশি চালায় । সেখান থেকেই আটক করা হয় তাদের ।

সম্প্রতি বেঙ্গালুরুর একটি হাসপাতালের চিকিৎসক ব্রেভকে গ্রেপ্তার করেছে NIA(জাতীয় তদন্তকারী সংস্থা ) । অভিযোগ, সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল । শহরের কয়েকজন যুবকের ISIS-এ যোগ দেওয়ার বিষয়টি প্রোমোট করা হয় ওই গ্রুপে ।

আজও তল্লাশি চালায় NIA । তাদের কাছে আগেই খবর ছিল । সেইমতো ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে আটক করে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.