ETV Bharat / bharat

কুপওয়াড়ায় নিকেশ 5 জঙ্গি, শহিদ আরও 2 জওয়ান - জম্মু কাশ্মির

উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন আরও দুই জওয়ান ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 6, 2020, 10:23 AM IST

কুপওয়াড়া (জম্মু ও কাশ্মীর ): কোরোনা পরিস্থিতির মধ্যেও অশান্তির বিরাম নেই কাশ্মীর উপত্যকায় । উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন আরও দুই জওয়ান । গতকাল কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা ।

উত্তর কাশ্মীরের কেরান সেক্টর অঞ্চলে সীমারেখা লঙ্ঘন করে ভারতে ঢোকার চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা । তখনই বাধা দেওয়ার চেষ্টা করে ভারতীয় সেনা । চলে গুলি বর্ষণ । গুলির লড়াইয়ে নিকেশ হয় পাঁচ জঙ্গি। শহিদ হন দুই জওয়ান । সূত্রের খবর, ওই সন্ত্রাসবাদীরা শামসাবাড়ি রেঞ্জ হয়ে ভারতে ঢোকে । সেখানে তারা যাযাবরদের জন্য তৈরি হওয়া অস্থায়ী আশ্রয়ে লুকিয়ে ছিল ।

গত ছয়দিন ধরে কুপওয়াড়ার জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা । গতকাল সেই অভিযান চলাকালীন নিহত হন এক জওয়ান । এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান , উত্তর কাশ্মীরের কেরন সেক্টরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুপ্রবেশ আটকাতে তল্লাশি চলছিল । খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করতে চাইছিল সন্ত্রসবাদীরা ।

কুপওয়াড়া (জম্মু ও কাশ্মীর ): কোরোনা পরিস্থিতির মধ্যেও অশান্তির বিরাম নেই কাশ্মীর উপত্যকায় । উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন আরও দুই জওয়ান । গতকাল কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা ।

উত্তর কাশ্মীরের কেরান সেক্টর অঞ্চলে সীমারেখা লঙ্ঘন করে ভারতে ঢোকার চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা । তখনই বাধা দেওয়ার চেষ্টা করে ভারতীয় সেনা । চলে গুলি বর্ষণ । গুলির লড়াইয়ে নিকেশ হয় পাঁচ জঙ্গি। শহিদ হন দুই জওয়ান । সূত্রের খবর, ওই সন্ত্রাসবাদীরা শামসাবাড়ি রেঞ্জ হয়ে ভারতে ঢোকে । সেখানে তারা যাযাবরদের জন্য তৈরি হওয়া অস্থায়ী আশ্রয়ে লুকিয়ে ছিল ।

গত ছয়দিন ধরে কুপওয়াড়ার জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা । গতকাল সেই অভিযান চলাকালীন নিহত হন এক জওয়ান । এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান , উত্তর কাশ্মীরের কেরন সেক্টরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুপ্রবেশ আটকাতে তল্লাশি চলছিল । খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করতে চাইছিল সন্ত্রসবাদীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.