ETV Bharat / bharat

তেলাঙ্গানা পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 মাওবাদী - মুলুগু

চলতি মাসে এই নিয়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের পাঁচবার সংঘর্ষ হল ৷ সবকটি তেলাঙ্গানা ও ছত্তিশগড়ের জঙ্গল সীমানায় হয়েছে ৷

two-maoists-encountered-in-mangapet-forest-of-mulugu-district
তেলেঙ্গানা পুলিশের সঙ্গে লড়াই, নিকেষ 2 মাওবাদী
author img

By

Published : Oct 19, 2020, 5:23 PM IST

মুলুগু, 19 অক্টোবর : পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই মাওবাদীর ৷ আজ মুলুগু জেলার নরসিমাসাগর জঙ্গল এলাকায় মানগাপেট মণ্ডলে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ ওই এলাকায় কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছে পুলিশ । মুলুগু জেলার পুলিশ সুপার সংগ্রাম সিং জি পাটিল এই খবরটি নিশ্চিত করেন ৷

চলতি মাসে এই নিয়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের পাঁচবার সংঘর্ষ হল ৷ সবকটি তেলাঙ্গানা ও ছত্তিশগড়ের জঙ্গল সীমানায় হয়েছে ৷ এর সূত্রপাত গত 10 অক্টোবরের পর থেকে ৷ 10 অক্টোবর TRS নেতা ভীমেশ্বর রাওকে গুলি করে হত্য়া করে মাওবাদীরা ৷ মুলুগু জেলার ভেঙ্কটপুরমের বোধাপুরম গ্রামে এই ঘটনাটি ঘটে ৷ তারপর থেকেই পুলিশ মাওবাদীদের খোঁজে তেলাঙ্গানা-ছত্তিশগড় সীমানায় তল্লাশি অভিযান শুরু করেছে ৷

এদিকে ঝাড়খণ্ডের ছাতরা জেলায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে ৷ ইতিমধ্য়ে ফের নতুন করে জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের আনাগোনার খবর পেয়েছেন গোয়েন্দারা ৷ এ নিয়ে কয়েক দফা বৈঠকও করে ফেলেছেন তাঁরা ৷

মুলুগু, 19 অক্টোবর : পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই মাওবাদীর ৷ আজ মুলুগু জেলার নরসিমাসাগর জঙ্গল এলাকায় মানগাপেট মণ্ডলে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ ওই এলাকায় কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছে পুলিশ । মুলুগু জেলার পুলিশ সুপার সংগ্রাম সিং জি পাটিল এই খবরটি নিশ্চিত করেন ৷

চলতি মাসে এই নিয়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের পাঁচবার সংঘর্ষ হল ৷ সবকটি তেলাঙ্গানা ও ছত্তিশগড়ের জঙ্গল সীমানায় হয়েছে ৷ এর সূত্রপাত গত 10 অক্টোবরের পর থেকে ৷ 10 অক্টোবর TRS নেতা ভীমেশ্বর রাওকে গুলি করে হত্য়া করে মাওবাদীরা ৷ মুলুগু জেলার ভেঙ্কটপুরমের বোধাপুরম গ্রামে এই ঘটনাটি ঘটে ৷ তারপর থেকেই পুলিশ মাওবাদীদের খোঁজে তেলাঙ্গানা-ছত্তিশগড় সীমানায় তল্লাশি অভিযান শুরু করেছে ৷

এদিকে ঝাড়খণ্ডের ছাতরা জেলায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে ৷ ইতিমধ্য়ে ফের নতুন করে জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের আনাগোনার খবর পেয়েছেন গোয়েন্দারা ৷ এ নিয়ে কয়েক দফা বৈঠকও করে ফেলেছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.