ETV Bharat / bharat

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস, মৃত 2 - জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধসে মৃত 2

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে হঠাৎ ধস নামে । এখনও পর্যন্ত দু'জনের দেহ উদ্ধার হয়েছে ।

JK
JK
author img

By

Published : May 17, 2020, 10:11 AM IST

শ্রীনগর, 17মে : জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস নেমে দু'জনের মৃত্যু হল । ন'জনকে উদ্ধার করা হয়েছে । চারজন এখনও নিখোঁজ । রামবান জেলার কাছে দুর্ঘটনাটি ঘটে ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে হঠাৎ ধস নামে । একটি মাটি কাটার যন্ত্র এবং একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে । ন'টি গাড়ি মাটির নিচে চাপা পড়েছে ।

অপারেটররা গাড়ির ভিতরেই ছিলেন । উদ্ধারকাজ শুরুর পর পরই একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । সেই সময় এক পুলিশ আধিকারিক বলেন, “ একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে । চারজনকে উদ্ধার করা হয়েছে ।” পরে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয় । এখনও পর্যন্ত মোট ন'জনকে উদ্ধার করা হয়েছে । চারজন এখনও নিখোঁজ ।

ন'জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । তাঁদের চিকিৎসা চলছে । তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

শ্রীনগর, 17মে : জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস নেমে দু'জনের মৃত্যু হল । ন'জনকে উদ্ধার করা হয়েছে । চারজন এখনও নিখোঁজ । রামবান জেলার কাছে দুর্ঘটনাটি ঘটে ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে হঠাৎ ধস নামে । একটি মাটি কাটার যন্ত্র এবং একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে । ন'টি গাড়ি মাটির নিচে চাপা পড়েছে ।

অপারেটররা গাড়ির ভিতরেই ছিলেন । উদ্ধারকাজ শুরুর পর পরই একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । সেই সময় এক পুলিশ আধিকারিক বলেন, “ একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে । চারজনকে উদ্ধার করা হয়েছে ।” পরে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয় । এখনও পর্যন্ত মোট ন'জনকে উদ্ধার করা হয়েছে । চারজন এখনও নিখোঁজ ।

ন'জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । তাঁদের চিকিৎসা চলছে । তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.