ETV Bharat / bharat

সম্বলপুরের জঙ্গলে বুনো ভাল্লুকের হামলায় মৃত 2 - Bear attack

ওড়িশার সম্বলপুরে জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের হামলায় মৃত্যু হল দু'জনের । আহত একজন । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 15, 2020, 4:36 PM IST

সম্বলপুর, 15 জুন : বুনো ভাল্লুকের হামলায় মৃত্যু হল দু'জনের । জখম এক । ওড়িশার সম্বলপুর জেলার রাইরখোল মহকুমার বাদবাহাল রেঞ্জের তাল গ্রামের ঘটনা । মৃতরা হলেন চেরু মুন্ডা (55) ও কৃষ্ণ মুন্ডা (48)।

গতকাল ওই জঙ্গলে মধু সংগ্রহের জন্য যায় পাঁচজন । সেখানেই তাঁদের উপর হামলা চালায় ভাল্লুকটি । প্রাণ বাঁচাতে ভাল্লুকের সঙ্গে লড়াই করেন তাঁরা । কিন্তু শেষরক্ষা হয়নি । সেই সময় ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । গুরুতর আহত হন একজন । বাকি দু'জন কোনওক্রমে গাছে উঠে প্রাণ বাঁচান ।

খবর পাওয়ার পরই ঘটনাস্থানে পৌঁছান বনদপ্তরের আধিকারিকরা । সেখানে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করেন তাঁরা । আহত ব্যক্তিকে দ্রুত রাইরখোল মহকুমা হাসপাতালে পাঠানো হয় । পরে তাঁকে বুরার বীর সুরেন্দ্র সাঁই ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সম্বলপুর, 15 জুন : বুনো ভাল্লুকের হামলায় মৃত্যু হল দু'জনের । জখম এক । ওড়িশার সম্বলপুর জেলার রাইরখোল মহকুমার বাদবাহাল রেঞ্জের তাল গ্রামের ঘটনা । মৃতরা হলেন চেরু মুন্ডা (55) ও কৃষ্ণ মুন্ডা (48)।

গতকাল ওই জঙ্গলে মধু সংগ্রহের জন্য যায় পাঁচজন । সেখানেই তাঁদের উপর হামলা চালায় ভাল্লুকটি । প্রাণ বাঁচাতে ভাল্লুকের সঙ্গে লড়াই করেন তাঁরা । কিন্তু শেষরক্ষা হয়নি । সেই সময় ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । গুরুতর আহত হন একজন । বাকি দু'জন কোনওক্রমে গাছে উঠে প্রাণ বাঁচান ।

খবর পাওয়ার পরই ঘটনাস্থানে পৌঁছান বনদপ্তরের আধিকারিকরা । সেখানে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করেন তাঁরা । আহত ব্যক্তিকে দ্রুত রাইরখোল মহকুমা হাসপাতালে পাঠানো হয় । পরে তাঁকে বুরার বীর সুরেন্দ্র সাঁই ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.